কলকাতা, 3 জুন: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE West Bengal Madhyamik Result 2022 released)৷ এ বছর মাধ্যমিকে পাশের হার 86.6%৷ গত বছরের তুলনায় এ বার পাশের হার বেশি ৷ পাশের হারে কিছুটা পিছিয়ে রয়েছে ছাত্রীরা ৷
পাশের হারে শহরকে এ বারও টেক্কা দিয়েছে জেলা ৷ শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুরে ৷ সেখানে পাশের হার 97.63 শতাংশ । তারপরেই রয়েছে কালিম্পং ৷ এই জেলায় পাশের হার 94.71 শতাংশ ৷ এরপর রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও মালদা ৷ কলকাতায় পাশের হার 94.36 শতাংশের বেশি রয়েছে ।
আরও পড়ুন: Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক
7 মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষা শেষ হয়েছিল 16 মার্চ । 79 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হল ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 10 লক্ষ 98 হাজার 775 জন পরীক্ষার্থী (Madhyamik Result 2022)৷ পর্ষদের ইতিহাসে এই প্রথম এত সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে বলে জানালেন তিনি । এ বছর ছাত্রদের সংখ্যা 4 লক্ষ 88 হাজার 907 জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 1 লক্ষ 20 হাজার বেশি ছিল ।
এ বারের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে 9 লক্ষ 49 হাজার 927 জন । কোনও ফলাফল এ বার অসম্পূর্ণ নেই বলে জানানো হয়েছে । এ বছর ছাত্রদের পাশের হার 88.59 শতাংশ । সেই তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে মেয়েরা ৷ ছাত্রীদের পাশের হার এ বছর 85 শতাংশ । উত্তরপত্র স্ক্রুটিনির জন্য 15 দিন সময় দিয়েছে পর্ষদ ৷
আরও পড়ুন: Madhyamik 2023 timetable: সামনের বছর কবে শুরু মাধ্যমিক ? রইল সম্পূর্ণ সূচি