কলকাতা, 2 ডিসেম্বর : প্রথমে উচ্চ মাধ্যমিক, এরপর বুধবার মাধ্যমিকের টেস্ট (Madhyamik Test 2022) পরীক্ষা বাধ্যতামূলক করেছে শিক্ষা দফতর । আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষার্থীদের বসতে হবে টেস্টে । নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। চলতি মাসেই হবে টেস্ট । কোভিড পরিস্থিতির অবনতি হলে যদি আবার পরীক্ষা বাতিল করতে হয়, তখন এই পরীক্ষার ফলাফলই হতে পারে মূল্যায়নের মাপকাঠি ৷
বুধবার মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুসারে চলতি মাসের 13 থেকে 24 ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট (Madhyamik Test compulsory) শেষ করে রিপোর্ট জমা দিতে হবে । এর আগে মাধ্যমিকের টেস্ট হবে কি না তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট করে জানানো না হলেও বুধবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পর্ষদ ।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে, অতিরিক্ত বিষয়সহ 7টি বিষয়ে 700 নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের । এ ছাড়াও পর্ষদের নির্দেশিকা মেনে প্রশ্নপত্র তৈরি করতে হবে স্কুলগুলিকে । পরীক্ষার ঠিক পরেই প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদকে । স্কুলের শিক্ষকরাই পরীক্ষার খাতা দেখবেন । পর্ষদের উচ্চপদস্থ আধিকারিক জানান, “চলতি সপ্তাহেই প্রতিটি স্কুলে মাধ্যমিকের টেস্টের বিস্তারিত সূচি পাঠিয়ে দেওয়া হবে।" তবে টেস্ট পরীক্ষার যাবতীয় কাজ যেমন টেস্টের প্রশ্নপত্র ছাপানো, খাতা দেখা, টেস্ট উত্তরপত্র ও নম্বর রাখার দায়িত্বে থাকবে স্কুল ।
আরও পড়ুন: Madhyamik and HS: আগামী বছর 7 মার্চ থেকে শুরু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক 2 এপ্রিল থেকে
করোনার তৃতীয় ঢেউ মাথা চাড়া দিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে । ইতিমধ্যেই শহরের একটি কলেজের এক ছাত্রী সংক্রমিত হওয়াতে আপাতত বন্ধ হয়েছে সেই কলেজ । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট নেওয়া বাধ্যতামূলক নয় বলে আগে জানানো হলেও এবার নির্দেশিকা জারি করে দুই ক্ষেত্রেই টেস্ট বাধ্যতামূলক বলে জানানো হল । তাই শিক্ষা মহল (Educationists reaction on Madhyamik Test) মনে করছে যে, সংক্রমণ ফের বাড়লে যদি স্কুল বন্ধ হয়ে যায় এবং বাতিল করতে হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সে ক্ষেত্রে বিকল্প মূল্যায়ন ব্যবস্থা হিসেব ধরা হবে টেস্ট পরীক্ষাকেই ।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে অনিমেষ হালদার বলেন, "টেস্ট পরীক্ষা অবশ্যই নেওয়া উচিত । কিন্তু 16 নভেম্বর ক্লাস শুরু করে এক মাসের মধ্যেই টেস্ট নিলে তা পরীক্ষার্থীদের কাছে খুব কষ্টকর । নানা কারণে অনেক ছাত্রছাত্রীই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি ।
এমনিতেই এখন পর্ষদের নির্দেশ মতো সপ্তাহে তিনদিন করে ক্লাস করানো যাচ্ছে । আরও কিছুদিন ক্লাস করিয়ে অন্তত 2022 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি এই পরীক্ষা নিলে কিছুটা সিলেবাস শেষ করা যেত । কারণ, কোনও কারণে পরিস্থিতির অবনতি হলে এই টেস্টের ফলাফলই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ।"
আরও পড়ুন: Mobile School in Murshidabad : পড়ুয়াদের বইমুখী করতে পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ স্কুল
পাশাপাশি এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক তথা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, "মূল পরীক্ষায় বসার আগে সব স্কুলেরই টেস্ট পরীক্ষা নেওয়া উচিত । টেস্ট নেওয়ার ক্ষেত্রে আগে কখনও নির্দেশিকা জারি হয়নি। তবে এই বছরের প্রথম দিকে বিষয়টি নিয়ে যেহেতু কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয় তাই এই বিজ্ঞপ্তি । করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় যদি স্কুলগুলি আবার বন্ধ হয়ে যায় এবং গত বছরের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়, তবে এই টেস্ট পরীক্ষার নম্বরের ভিত্তিতেই করা হবে চূড়ান্ত মূল্যায়ন । তবে এই বিষয়টির আমরা তীব্র বিরোধিতা করছি । রাজ্যে 12 নভেম্বর থেকে স্কুলগুলি খুলেছে । ক'জন ছাত্রছাত্রীর করোনা হয়েছে ? তাই অযথা পড়ুয়াদের মনে ভয়ের উদ্রেক করে স্কুল বন্ধ রাখা ও একের পর এক পরীক্ষা বাতিল করলে আখেরে ক্ষতি ছাত্রছাত্রীদেরই । এই বিষয়টির আমরা তীব্র বিরোধিতা করি ।"