কলকাতা, 13 অক্টোবর: উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত (West Bengal Weather Update)। ফুঁসছে একাধিক নদী। তার জেরে বিপর্যস্ত জনজীবন। উত্তরপ্রদেশ থেকে অরুনাচলপ্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়া অক্ষরেখা বিহার এবং এই রাজ্যের হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা ছুঁয়ে গিয়েছে । ফলে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে । এদিকে বুধবার দক্ষিণবঙ্গে বিকালের বেশ কিছুক্ষণের বৃষ্টিতে জলমগ্ন হয় কলকাতার বিভিন্ন এলাকা ৷ শহরে কোথাও 87 মিলিমিটার, কোথাও আবার 66 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছিল উত্তরবঙ্গ-সহ সিকিমের উত্তর দিকে (IMD Kolkata Weather Forecast)। উত্তরবঙ্গের উপরের যে জেলাগুলি রয়েছে সেখানে গত 24 ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টাতেও উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে দু‘-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদহ, দুই দিনাজপুরেও বৃষ্টি বেশি হবে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল 14 অক্টোবর থেকে বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে। আর আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ‘‘
আরও পড়ুন: কলকাতার বেহাল হাল ! কয়েকঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমার একাধিক জায়গা
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 95 শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 15.3 মিলিমিটার। বৃহস্পতিবার আকাশ মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে।
এবছর পুজোর সময়ও বৃষ্টি হয়েছে । তবে উৎসবে সেভাবে বাঁধা হতে পারেনি আবহাওয়া । কিন্তু পুজো-লক্ষ্মীপুজো মিটতেই বেড়েছে বৃষ্টির পরিমাণ । কলকাতায় মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল । এরপর বুধবার সন্ধ্যায় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে । জলমগ্ন হয় সন্ধ্যার শহর ।