কলকাতা, 9 জুলাই : ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এসএসকেএম-এর (SSKM Hospital) দু জন ডাক্তারকে বদলি (Doctors Transferred) করল রাজ্য সরকার ৷ এক আধিকারিক সূত্রে খবর, পোস্ট ডক্টরেটের এক ছাত্রী ওই দু জন ডাক্তারের বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷
একজন সহকারী অধ্যাপক ও এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধানকে বদলি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ নিগৃহীতা ছাত্রীর অভিযোগ, 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে তাঁকে হেনস্থা করা শুরু করেন সহকারী অধ্যাপক ৷ দফতরের প্রধান তখন একটি মেডিক্যাল কনফারেন্সে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলেন ৷ সেই সময়ে ওই সহকারী অধ্যাপকের সঙ্গে কাজ করতে হত ছাত্রীটিকে ৷ যত দিন যেতে থাকে ততই বাড়তে থাকে যৌন হেনস্থা ৷ অপর অভিযুক্ত সহকারী অধ্যাপককে মদত দিতেন বলে অভিযোগ ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন যুবতি ৷
আরও পড়ুন: দিল্লি বিধানসভায় জবাবদিহি করতে হবে না ফেসবুককে : সুপ্রিম কোর্ট
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের শীর্ষ এক চিকিৎসকের দাবি, "এই মার্চে গঠিত বিশাখা কমিটি দু জন অপরাধীকে ধরেও ফেলে ৷ সেটা নিগৃহীতাকে লিখিত আকারে জানানো হয়েছিল, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷"
আরও পড়ুন: শুভেন্দু-দিলীপের বিরুদ্ধে বলেও শৃঙ্খলা ভাঙেননি সৌমিত্র, সাফাই বঙ্গ বিজেপির সহসভাপতির
এই নিয়ে বৃহস্পতিবার তুমুল বিক্ষোভ হয় হাসপাতাল প্রাঙ্গণে ৷ এরপরই স্বাস্থ্য দফতর ওই দু জন ডাক্তারের বদলির নির্দেশ দেয় ৷ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধানকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ অপর অভিযুক্ত সহকারী অধ্যাপককে বদলি করে পাঠানো হয়েছে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷