ETV Bharat / city

National Youth Day 2022 : স্বামীজির জন্মদিনে ধনকড়ের টুইট, পরামর্শ মমতাকে - স্বামীজির জন্মদিনে ধনকড়ের টুইট

স্বামী বিবেকানন্দের জন্মদিন (Swami Vivekananda Birth Anniversary) জাতীয় যুব দিবসে (National Youth Day 2022) টুইট করে যুব সমাজকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গের তরুণ প্রতিভাকে সঠিক দিশা দেখাতে মমতাকে পরামর্শ দিলেন ৷

jagdeep dhankhar tweet
স্বামীজির জন্মদিনে ধনকড়ের টুইট
author img

By

Published : Jan 12, 2022, 7:19 AM IST

কলকাতা, 12 জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কবিগুরুর কবিতার লাইন তুলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar tweets on Swami Vivekananda Birth Anniversary) ৷ তবে শুধু সেটাই নয়, তার সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ ৷ টুইটে উল্লেখ করেন যুব ও ক্রীড়া মন্ত্রককেও ৷

12 জানুয়ারি স্বামীজির জন্মদিনে পালিত হয় জাতীয় যুব দিবস ৷ সেই উপলক্ষেই একটি টুইট করেন রাজ্যপাল ৷ লেখেন, স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রকের কাছে তরুণদের জন্য সুযোগ কামনা করি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের সম্ভাবনা এবং তাঁদের প্রতিভাকে পুরোপুরি কাজে লাগান ৷

শেষে রবীন্দ্রনাথের কবিতার লাইন "চিত্ত যেথা ভয়শূন্য" উল্লেখ করে রাজ্যপাল যুবদের শুভেচ্ছা জানান ৷ লেখেন, মন ভয়হীন এবং মাথা উঁচু করে পারিপার্শ্বিকের থেকে আশীর্বাদ গ্রহণ করুন ৷

আরও পড়ুন : Dhankhar Tweets on Rule of Law : ‘সরকারকে সোজা পথে আনার দায়িত্ব রাজ্যপালের’, ফের টুইট ধনকড়ের

রাজ্যপালের এদিনের টুইটে মমতাকে রাজ্যের যুবসমাজকে কীভাবে দিশা দেখাবেন তার পরামর্শের মধ্যেও খানিক খোঁচার আভাস পাচ্ছেন কেউ কেউ ৷ এমনিতেই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক অনেকাংশে আদায় কাঁচকলায় ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে শপথের দিন মমতাকে বোন বললেও মাঝে মধ্যেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় রাজ্যপাল ধনকড়কে ৷ পাল্টা জবাব দিতেও ছাড়েন না মুখ্যমন্ত্রী মমতা ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar Tweets : নেতাই যেতে বাধা শুভেন্দুকে, ফের মুখ্যসচিব ও ডিজি'কে তলব রাজ্যপালের

কলকাতা, 12 জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কবিগুরুর কবিতার লাইন তুলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar tweets on Swami Vivekananda Birth Anniversary) ৷ তবে শুধু সেটাই নয়, তার সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ ৷ টুইটে উল্লেখ করেন যুব ও ক্রীড়া মন্ত্রককেও ৷

12 জানুয়ারি স্বামীজির জন্মদিনে পালিত হয় জাতীয় যুব দিবস ৷ সেই উপলক্ষেই একটি টুইট করেন রাজ্যপাল ৷ লেখেন, স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রকের কাছে তরুণদের জন্য সুযোগ কামনা করি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের সম্ভাবনা এবং তাঁদের প্রতিভাকে পুরোপুরি কাজে লাগান ৷

শেষে রবীন্দ্রনাথের কবিতার লাইন "চিত্ত যেথা ভয়শূন্য" উল্লেখ করে রাজ্যপাল যুবদের শুভেচ্ছা জানান ৷ লেখেন, মন ভয়হীন এবং মাথা উঁচু করে পারিপার্শ্বিকের থেকে আশীর্বাদ গ্রহণ করুন ৷

আরও পড়ুন : Dhankhar Tweets on Rule of Law : ‘সরকারকে সোজা পথে আনার দায়িত্ব রাজ্যপালের’, ফের টুইট ধনকড়ের

রাজ্যপালের এদিনের টুইটে মমতাকে রাজ্যের যুবসমাজকে কীভাবে দিশা দেখাবেন তার পরামর্শের মধ্যেও খানিক খোঁচার আভাস পাচ্ছেন কেউ কেউ ৷ এমনিতেই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক অনেকাংশে আদায় কাঁচকলায় ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে শপথের দিন মমতাকে বোন বললেও মাঝে মধ্যেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় রাজ্যপাল ধনকড়কে ৷ পাল্টা জবাব দিতেও ছাড়েন না মুখ্যমন্ত্রী মমতা ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar Tweets : নেতাই যেতে বাধা শুভেন্দুকে, ফের মুখ্যসচিব ও ডিজি'কে তলব রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.