ETV Bharat / city

Dhankhar on Hanskhali Case : হাঁসখালি গণধর্ষণের ঘটনায় মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি'কে তলব রাজ্যপালের

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের সাংবিধানিক প্রধানের ৷ বিস্তারিত আলোচোনা সারতে আজ 4টের মধ্য়ে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (Dhankar summons Chief Secretary and DGP) ৷

WB Governor Jagdeep Dhankar
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের সাংবিধানিক প্রধানের
author img

By

Published : Apr 13, 2022, 11:47 AM IST

কলকাতা, 13 এপ্রিল : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ, ও মৃত্যুর পরে প্রমাণ লোপাটের জন্য জোর করে দাহ করে দেওয়া ৷ হাওড়ায় রামনবমীর মিছিলে হামলা ৷ সব মিলিয়ে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের সাংবিধানিক প্রধানের ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আজই রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (WB Governor Jagdeep Dhankar summons Chief Secretary and DGP) ৷

আজ বিকেল 4টের মধ্যে রাজ্যের দুই প্রশাসনিক প্রধানকে রাজভবনে উপস্থিত হতে বলা হয়েছে ৷ টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘‘মুখ্যসচিব এবং ডিজিপিকে 13 এপ্রিল বিকেল 4টার মধ্যে রাজভবনে তলব করা হল ৷ হাঁসখালিতে 14 বছরের নাবালিকাকে গণধর্ষণ এবং হাওড়ায় রামনবমীর ধর্মীয় মিছিলে হামলার ঘটনা সম্পর্কে রাজ্যপালকে অবহিত করার জন্য তাঁদের তলব করা হয়েছে ।’’

আরও পড়ুন : কমছে বিজেপির ধনকড় প্রীতি ? রাজ্যপালের টুইট নিয়ে এবার বিরক্তি প্রকাশ দিলীপের

সম্প্রতি রাজ্যপালকে নিয়ে খানিক অসন্তোষের সুর শোনা গিয়েছে বিজেপির নেতাদের মুখে ৷ পদ্মশিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘শুধু টুইট করলে হবে না ৷ রাজ্যের মানুষ চায় রাজ্যপাল কিছু করুন ৷’’ রাজ্যের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলেছেন তিনি ৷ দিলীপের সুরেই কথা বলতে শোনা গিয়েছে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে ৷ তাঁরও দাবি, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এই অরাজকতা থেকে বাংলার মানুষকে বাঁচানো রাজ্যপালের কর্তব্য ৷

তারপরেই এদিন মুখ্যসচিব এবং ডিজিকে তলব করলেন ধনখড় ৷ অন্যদিকে, হাঁসখালির গণধর্ষণ নিয়ে কার্যত ‘নক্ক্যারজনক’ মন্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে ৷ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে রাজ্যপাল বলেন, ‘‘তদন্ত চলাকালীন প্রশাসনিক ও সাংবিধানিক অবস্থানে থাকা লোকেদের বালখিল্য মন্তব্য করা উচিৎ নয় ৷ কারণ তা তদন্তকে প্রভাবিত করে ৷’’ নাম না করে রাজ্যপালের নিশানায় যে মমতাই, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

কলকাতা, 13 এপ্রিল : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ, ও মৃত্যুর পরে প্রমাণ লোপাটের জন্য জোর করে দাহ করে দেওয়া ৷ হাওড়ায় রামনবমীর মিছিলে হামলা ৷ সব মিলিয়ে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের সাংবিধানিক প্রধানের ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আজই রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (WB Governor Jagdeep Dhankar summons Chief Secretary and DGP) ৷

আজ বিকেল 4টের মধ্যে রাজ্যের দুই প্রশাসনিক প্রধানকে রাজভবনে উপস্থিত হতে বলা হয়েছে ৷ টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘‘মুখ্যসচিব এবং ডিজিপিকে 13 এপ্রিল বিকেল 4টার মধ্যে রাজভবনে তলব করা হল ৷ হাঁসখালিতে 14 বছরের নাবালিকাকে গণধর্ষণ এবং হাওড়ায় রামনবমীর ধর্মীয় মিছিলে হামলার ঘটনা সম্পর্কে রাজ্যপালকে অবহিত করার জন্য তাঁদের তলব করা হয়েছে ।’’

আরও পড়ুন : কমছে বিজেপির ধনকড় প্রীতি ? রাজ্যপালের টুইট নিয়ে এবার বিরক্তি প্রকাশ দিলীপের

সম্প্রতি রাজ্যপালকে নিয়ে খানিক অসন্তোষের সুর শোনা গিয়েছে বিজেপির নেতাদের মুখে ৷ পদ্মশিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘শুধু টুইট করলে হবে না ৷ রাজ্যের মানুষ চায় রাজ্যপাল কিছু করুন ৷’’ রাজ্যের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলেছেন তিনি ৷ দিলীপের সুরেই কথা বলতে শোনা গিয়েছে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে ৷ তাঁরও দাবি, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এই অরাজকতা থেকে বাংলার মানুষকে বাঁচানো রাজ্যপালের কর্তব্য ৷

তারপরেই এদিন মুখ্যসচিব এবং ডিজিকে তলব করলেন ধনখড় ৷ অন্যদিকে, হাঁসখালির গণধর্ষণ নিয়ে কার্যত ‘নক্ক্যারজনক’ মন্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে ৷ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে রাজ্যপাল বলেন, ‘‘তদন্ত চলাকালীন প্রশাসনিক ও সাংবিধানিক অবস্থানে থাকা লোকেদের বালখিল্য মন্তব্য করা উচিৎ নয় ৷ কারণ তা তদন্তকে প্রভাবিত করে ৷’’ নাম না করে রাজ্যপালের নিশানায় যে মমতাই, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.