ETV Bharat / city

Bengal Civic Poll 2022 : চার পৌরনিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের - চার পৌরনিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি করল কমিশন

আগামী 22 জানুয়ারি রাজ্যের চার পৌরনিগমে ভোট (Municipal Corporation Election 2022) ৷ ওই নির্বাচনের জন্য আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (WB election commission issues notification for upcoming Bengal civic poll) ৷

wb election commission issues notification for upcoming bengal civic poll
Bengal Civic Poll 2022 : চার পৌরনিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি করল কমিশন
author img

By

Published : Dec 28, 2021, 9:00 PM IST

Updated : Dec 29, 2021, 6:17 AM IST

কলকাতা, 28 ডিসেম্বর : 2022 সালের শুরুতেই রাজ্যের চারটি পৌরনিগমে ভোট (Municipal Corporation Election 2022) ৷ গতকাল, সোমবারই পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তা জানিয়েছে ৷ মঙ্গলবার শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর - এই চার পৌরনিগমের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (WB election commission issues notification for upcoming Bengal civic poll) ৷ তবে গতকাল পৌর নির্বাচনের দিন ঘোষণার সময় থেকেই ওই চারটি এলাকায় জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি ৷

পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি পৌরনিগম এবং শতাধিক পৌরসভার নির্বাচন গত কয়েক বছর ধরেই বকেয়া পড়ে ছিল ৷ তার মধ্যে গত 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন হয় ৷ 144টি ওয়ার্ডের মধ্যে 134টি ওয়ার্ডে জয় পায় তৃণমূল কংগ্রেস ৷

ওই নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই চারটি পৌরনিগমের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission) ৷ আগামী 22 জানুয়ারি ওই চারটি পৌরনিগমে ভোট ৷ গণনা 25 জানুয়ারি ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 3 জানুয়ারি । সেই মনোনয়নের স্ক্রুটিনি হবে 4 জানুয়ারি । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন 6 জানুয়ারি । বিজ্ঞপ্তি অনুসারে, 28 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এই 4 কেন্দ্রে সমস্ত ভোট প্রক্রিয়া ।

এদিকে এই পৌরনিগমগুলির সঙ্গে হাওড়াতেও ভোট হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই ভোট ঘোষণা হয়নি ৷ সূত্রের খবর, হাওড়া পৌরনিগম থেকে বালি পৌরসভাকে আলাদা করা সংক্রান্ত বিল নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের মধ্যে টানাপোড়েনের জেরেই হাওড়ার ভোট ঘোষণা করা যাচ্ছে না ৷

আরও পড়ুন : Ashok Bhattacharya will contest in Siliguri Poll : নেপথ্যে কি বুদ্ধদেবের ফোন, ফের শিলিগুড়ি পৌরভোটে লড়ছেন অশোক

কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ সোমবার রাজ্য নির্বাচন কমিশনে যে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস ছাড়া রাজনৈতিক দলগুলি বয়কট করে ৷ বয়কটের একাধিক কারণ ছিল ৷ আর সেই কারণগুলির মধ্যে অন্যতম হাওড়ায় কেন ভোট হচ্ছে না ৷

কলকাতা, 28 ডিসেম্বর : 2022 সালের শুরুতেই রাজ্যের চারটি পৌরনিগমে ভোট (Municipal Corporation Election 2022) ৷ গতকাল, সোমবারই পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তা জানিয়েছে ৷ মঙ্গলবার শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর - এই চার পৌরনিগমের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (WB election commission issues notification for upcoming Bengal civic poll) ৷ তবে গতকাল পৌর নির্বাচনের দিন ঘোষণার সময় থেকেই ওই চারটি এলাকায় জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি ৷

পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি পৌরনিগম এবং শতাধিক পৌরসভার নির্বাচন গত কয়েক বছর ধরেই বকেয়া পড়ে ছিল ৷ তার মধ্যে গত 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন হয় ৷ 144টি ওয়ার্ডের মধ্যে 134টি ওয়ার্ডে জয় পায় তৃণমূল কংগ্রেস ৷

ওই নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই চারটি পৌরনিগমের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission) ৷ আগামী 22 জানুয়ারি ওই চারটি পৌরনিগমে ভোট ৷ গণনা 25 জানুয়ারি ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 3 জানুয়ারি । সেই মনোনয়নের স্ক্রুটিনি হবে 4 জানুয়ারি । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন 6 জানুয়ারি । বিজ্ঞপ্তি অনুসারে, 28 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এই 4 কেন্দ্রে সমস্ত ভোট প্রক্রিয়া ।

এদিকে এই পৌরনিগমগুলির সঙ্গে হাওড়াতেও ভোট হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই ভোট ঘোষণা হয়নি ৷ সূত্রের খবর, হাওড়া পৌরনিগম থেকে বালি পৌরসভাকে আলাদা করা সংক্রান্ত বিল নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের মধ্যে টানাপোড়েনের জেরেই হাওড়ার ভোট ঘোষণা করা যাচ্ছে না ৷

আরও পড়ুন : Ashok Bhattacharya will contest in Siliguri Poll : নেপথ্যে কি বুদ্ধদেবের ফোন, ফের শিলিগুড়ি পৌরভোটে লড়ছেন অশোক

কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ সোমবার রাজ্য নির্বাচন কমিশনে যে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস ছাড়া রাজনৈতিক দলগুলি বয়কট করে ৷ বয়কটের একাধিক কারণ ছিল ৷ আর সেই কারণগুলির মধ্যে অন্যতম হাওড়ায় কেন ভোট হচ্ছে না ৷

Last Updated : Dec 29, 2021, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.