ETV Bharat / city

Dev Tweets on Corona Speculations : তিনি করোনা আক্রান্ত নন, টুইট দেবের - করোনো আক্রান্ত নন, টুইট করে জানালেন দেব

করোনা আক্রান্ত নন দেব, টুইট করে নিজেই জানিয়েছেন অভিনেতা (dev denied corona speculations)

dev denied corona speculations
করোনো আক্রান্ত নন, টুইট করে জানালেন দেব
author img

By

Published : Jan 5, 2022, 2:33 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : তিনি করোনা আক্রান্ত হননি ৷ তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর ভুল ৷ বুধবার দুপুরে টুইট করে এই খবর জানিয়েছেন (Dev Tweets on Corona Speculations) অভিনেতা সাংসদ দেব ৷ টুইটে অভিনেতা লিখেছেন, "আমার করোনা আক্রান্ত হওয়া নিয়ে যে জল্পনা চলছে তা ভুল ৷ আজ সকালে আমার আরটি-পিসিআর টেস্ট হয়েছে, রাতে রিপোর্ট পাব ৷ প্রায় যুদ্ধের পরিস্থিতি ৷ সিনেমা, মেলা, বড় জমায়েত সবই এখন অপেক্ষা করতে পারে ৷" পরে অন্য় একটি টুইটে তিনি লেখেন, "নিজের প্রিয়জনেদের যত্ন নিন ৷"

এদিন সকাল থেকেই জল্পনা রটেছিল দেব এবং তাঁর বান্ধবী রুক্মিণীর করোনা হয়েছে ৷ টুইট করে সেই গুজবই ওড়ালেন অভিনেতা ৷

  • Speculations regarding my Corona positive is wrong as of now

    Did my RT-PCR Test in the morning
    Will get my report at night

    Thanku everyone for the Concern 🙏🏻
    One thing is sure we are on the war footing stage
    Cinema,Rallies, Fair,Large Gatherings Everything can wait

    — Dev (@idevadhikari) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ফের করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী

3 জানুয়ারি রুক্মিণী টুইট করে জানিয়েছিলেন, তাঁর জ্বর কিন্তু করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

কলকাতা, 5 জানুয়ারি : তিনি করোনা আক্রান্ত হননি ৷ তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর ভুল ৷ বুধবার দুপুরে টুইট করে এই খবর জানিয়েছেন (Dev Tweets on Corona Speculations) অভিনেতা সাংসদ দেব ৷ টুইটে অভিনেতা লিখেছেন, "আমার করোনা আক্রান্ত হওয়া নিয়ে যে জল্পনা চলছে তা ভুল ৷ আজ সকালে আমার আরটি-পিসিআর টেস্ট হয়েছে, রাতে রিপোর্ট পাব ৷ প্রায় যুদ্ধের পরিস্থিতি ৷ সিনেমা, মেলা, বড় জমায়েত সবই এখন অপেক্ষা করতে পারে ৷" পরে অন্য় একটি টুইটে তিনি লেখেন, "নিজের প্রিয়জনেদের যত্ন নিন ৷"

এদিন সকাল থেকেই জল্পনা রটেছিল দেব এবং তাঁর বান্ধবী রুক্মিণীর করোনা হয়েছে ৷ টুইট করে সেই গুজবই ওড়ালেন অভিনেতা ৷

  • Speculations regarding my Corona positive is wrong as of now

    Did my RT-PCR Test in the morning
    Will get my report at night

    Thanku everyone for the Concern 🙏🏻
    One thing is sure we are on the war footing stage
    Cinema,Rallies, Fair,Large Gatherings Everything can wait

    — Dev (@idevadhikari) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ফের করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী

3 জানুয়ারি রুক্মিণী টুইট করে জানিয়েছিলেন, তাঁর জ্বর কিন্তু করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.