ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : রাত পোহালেই জেলার 25টি পৌরসভার ভোট গণনা, স্ট্রং-রুমে কড়া নিরাপত্তায় ইভিএম - রাত পোহালেই জেলার 25টি পৌরসভার ভোট গণনা

রাত পোহালেই রাজ্যের 108টি পৌর নির্বাচনের ভোট গণনা (Bengal Civic Polls 2022)। বুধবার সবচেয়ে বেশি সংখ্যক পৌরসভায় ভোটের ফলাফল ঘোষিত হতে চলেছে উত্তর 24 পরগণা জেলায়।

Bengal Civic Polls 2022
রাত পোহালেই জেলার 25টি পৌরসভার ভোট গণনা
author img

By

Published : Mar 1, 2022, 10:49 PM IST

বারাসত, 1 মার্চ: রাত পোহালেই রাজ্যের 108টি পৌর নির্বাচনের ভোট গণনা (Bengal Civic Polls 2022)। এরমধ্যে বুধবার সবচেয়ে বেশি সংখ্যক পৌরসভায় ভোটের ফলাফল ঘোষিত হতে চলেছে উত্তর 24 পরগণা জেলায়। সেখানে বারাসত,বনগাঁ,বসিরহাট এবং ব্যারাকপুর এই চার মহকুমা মিলিয়ে মোট 25টি পৌরসভার ভোট গণনা হবে বুধবার। তার আগে জেলার প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে প্রশাসনের তরফে। একদিকে গণনা কেন্দ্রের বাইরে যেমন রয়েছে পুলিশের টহলদারি ভ‍্যান। অন্যদিকে গণনা কেন্দ্রের প্রবেশ পথে নিরাপত্তার দায়িত্বে তেমনই রয়েছে পুলিশের সশস্ত্র কর্মীরা। শুধু তাই নয়, স্ট্রং-রুম পাহারার দায়িত্বও বর্তেছে রাজ্য পুলিশের সশস্ত্র কর্মীদের উপর। সেইসঙ্গে রয়েছে সিসিটিভির নজরদারিও। ফলে, নিরাপত্তার বজ্র আঁটুনি দিয়ে স্ট্রংরুমের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকেই। সুষ্ঠুভাবে ভোটের ফলাফল ঘোষণার দায়িত্ব এখন রাজ্য পুলিশের উপরেই। তাই নিরাপত্তায় কোনওরকম খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসনও।

জেলার 25টি পৌরসভায় ভোট গণনার জন্য আলাদা আলাদা কাউন্টিং সেন্টার করা হয়েছে। বারাসত ও মধ্যমগ্রাম পৌরসভার জন্য ভোট গণনা কেন্দ্র করা হয়েছে যথাক্রমে বারাসত সরকারি কলেজ এবং প্যারীচরণ গর্ভমেন্ট স্কুল। অশোকনগর ও হাবরা পৌরসভা নির্বাচনের ভোট গণনা হবে যথাক্রমে অশোকনগর বয়েজ সেকেন্ডারি হাইস্কুল এবং হাবরা শ্রীচৈতন্য কলেজে। একইভাবে বসিরহাট মহকুমার তিনটি পৌরসভার জন্য ভোট গণনা কেন্দ্র করা হয়েছে ভ‍্যাবলা পলিটেকনিক কলেজে। এছাড়া ব‍্যারাকপুর মহকুমার মোট 16টি পৌরসভার জন্য মোট তিনটি গণনা কেন্দ্র বাছা হয়েছে। একটি সোদপুরের বেসরকারি কলেজ অন্য দুটি নিউ ব‍্যারাকপুর এপিসি কলেজ এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। গোবরডাঙা পৌরসভার ভোট গণনাও হবে হাবরার শ্রীচৈতন্য কলেজে। বনগাঁ পৌরসভার জন্য ভোট গণনা কেন্দ্র করা হয়েছে বনগাঁর দীনবন্ধু কলেজে। আপাতত জেলার এই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র থেকে মোট 2 হাজার 306 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে বুধবার।

আরও পড়ুন: শ্যামনগরে বিজেপির রেল অবরোধে পুলিশের সামনে তৃণমূলের হামলা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে,জেলার এই 25টি পৌরসভার ভোটে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে তৃণমূল। তাদের প্রার্থী সংখ্যা 645। এরপরই রয়েছে বিজেপি এবং বামেরা। এই দুই রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা যথাক্রমে 604 ও 582। নির্দল প্রার্থীও রয়েছে প্রায় 200-এর কাছাকাছি। 25টি পৌরসভায় মোট 33 লাখ 72 হাজার 311 জন ভোটারের মধ্যে সবমিলিয়ে ভোট দিয়েছেন 26 লাখ 10 হাজার 388 জন। ভোটদানের হার ছিল 77.41 শতাংশ। পৌরভোট নিয়ে বিরোধী রাজনৈতিক দলের একাধিক অভিযোগ রয়েছে। ছাপ্পাভোট এবং পৌরভোটে সন্ত্রাস নিয়েও রীতিমতো সরব হয়েছেন তারা। ভোট গণনা নিয়ে বিশেষ উৎসাহ নেই বিরোধী রাজনৈতিক দলগুলির।

বারাসত, 1 মার্চ: রাত পোহালেই রাজ্যের 108টি পৌর নির্বাচনের ভোট গণনা (Bengal Civic Polls 2022)। এরমধ্যে বুধবার সবচেয়ে বেশি সংখ্যক পৌরসভায় ভোটের ফলাফল ঘোষিত হতে চলেছে উত্তর 24 পরগণা জেলায়। সেখানে বারাসত,বনগাঁ,বসিরহাট এবং ব্যারাকপুর এই চার মহকুমা মিলিয়ে মোট 25টি পৌরসভার ভোট গণনা হবে বুধবার। তার আগে জেলার প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে প্রশাসনের তরফে। একদিকে গণনা কেন্দ্রের বাইরে যেমন রয়েছে পুলিশের টহলদারি ভ‍্যান। অন্যদিকে গণনা কেন্দ্রের প্রবেশ পথে নিরাপত্তার দায়িত্বে তেমনই রয়েছে পুলিশের সশস্ত্র কর্মীরা। শুধু তাই নয়, স্ট্রং-রুম পাহারার দায়িত্বও বর্তেছে রাজ্য পুলিশের সশস্ত্র কর্মীদের উপর। সেইসঙ্গে রয়েছে সিসিটিভির নজরদারিও। ফলে, নিরাপত্তার বজ্র আঁটুনি দিয়ে স্ট্রংরুমের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকেই। সুষ্ঠুভাবে ভোটের ফলাফল ঘোষণার দায়িত্ব এখন রাজ্য পুলিশের উপরেই। তাই নিরাপত্তায় কোনওরকম খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসনও।

জেলার 25টি পৌরসভায় ভোট গণনার জন্য আলাদা আলাদা কাউন্টিং সেন্টার করা হয়েছে। বারাসত ও মধ্যমগ্রাম পৌরসভার জন্য ভোট গণনা কেন্দ্র করা হয়েছে যথাক্রমে বারাসত সরকারি কলেজ এবং প্যারীচরণ গর্ভমেন্ট স্কুল। অশোকনগর ও হাবরা পৌরসভা নির্বাচনের ভোট গণনা হবে যথাক্রমে অশোকনগর বয়েজ সেকেন্ডারি হাইস্কুল এবং হাবরা শ্রীচৈতন্য কলেজে। একইভাবে বসিরহাট মহকুমার তিনটি পৌরসভার জন্য ভোট গণনা কেন্দ্র করা হয়েছে ভ‍্যাবলা পলিটেকনিক কলেজে। এছাড়া ব‍্যারাকপুর মহকুমার মোট 16টি পৌরসভার জন্য মোট তিনটি গণনা কেন্দ্র বাছা হয়েছে। একটি সোদপুরের বেসরকারি কলেজ অন্য দুটি নিউ ব‍্যারাকপুর এপিসি কলেজ এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। গোবরডাঙা পৌরসভার ভোট গণনাও হবে হাবরার শ্রীচৈতন্য কলেজে। বনগাঁ পৌরসভার জন্য ভোট গণনা কেন্দ্র করা হয়েছে বনগাঁর দীনবন্ধু কলেজে। আপাতত জেলার এই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র থেকে মোট 2 হাজার 306 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে বুধবার।

আরও পড়ুন: শ্যামনগরে বিজেপির রেল অবরোধে পুলিশের সামনে তৃণমূলের হামলা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে,জেলার এই 25টি পৌরসভার ভোটে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে তৃণমূল। তাদের প্রার্থী সংখ্যা 645। এরপরই রয়েছে বিজেপি এবং বামেরা। এই দুই রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা যথাক্রমে 604 ও 582। নির্দল প্রার্থীও রয়েছে প্রায় 200-এর কাছাকাছি। 25টি পৌরসভায় মোট 33 লাখ 72 হাজার 311 জন ভোটারের মধ্যে সবমিলিয়ে ভোট দিয়েছেন 26 লাখ 10 হাজার 388 জন। ভোটদানের হার ছিল 77.41 শতাংশ। পৌরভোট নিয়ে বিরোধী রাজনৈতিক দলের একাধিক অভিযোগ রয়েছে। ছাপ্পাভোট এবং পৌরভোটে সন্ত্রাস নিয়েও রীতিমতো সরব হয়েছেন তারা। ভোট গণনা নিয়ে বিশেষ উৎসাহ নেই বিরোধী রাজনৈতিক দলগুলির।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.