কলকাতা, ৩০ মার্চ : অনেক দূরে ভোটকেন্দ্র। গরমের জেরে সেখানে ভোট দিতে যেতে পারবেন না গ্রামবাসীরা। তাই বদল করা হোক কেন্দ্র। এই দাবি বাঁকুড়ার শালতোড়া থানার গোবিন্দপুরের বাসিন্দাদের। তাঁরা বলছেন, ভোটকেন্দ্র বদল না হলে ভোট বয়কট করা হবে। গ্রামবাসীদের এই দাবি নজরে এসেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের। দপ্তর সূত্রে খবর, গ্রামবাসীদের দাবি পূরণ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।
গোবিন্দপুরে প্রায় ৩৫০টি পরিবারের বসবাস। তাদের একটা বড় অংশ ভোটার। তাঁরা বলছেন, "গ্রাম থেকে মাত্র ৫০ মিটার দূরে মাজিদ গ্রামে একটি বুথ আছে। তা সত্ত্বেও গ্রামের কোনও বাসিন্দার নাম সেই বুথে নথিভুক্ত করা হয়নি। প্রায় ৪ কিমি দূরে সিঙ্গির গ্রামের একটি ICDS সেন্টারে ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। প্রচণ্ড গরমে অতদূরে গিয়ে ভোট দিতে বয়স্ক ও মহিলাদের খুবই কষ্ট হবে। আমরা সিঙ্গির গ্রামে গিয়ে ভোট দিতে পারবে না। পাশের গ্রাম মাজিদে যদি ভোটকেন্দ্র হয় তাহলে ভোট দিতে যাব।"
জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক উমাশংকর এস বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। এনিয়ে ইতিমধ্যেই BDO ও থানা রিপোর্ট পাঠিয়েছে। গোবিন্দপুর গ্রামের ২-৩ কিমির মধ্যে একটি বুথের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাসিন্দারা চাইছেন গোবিন্দপুরেই ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হোক।"
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক আধিকারিক জানান, গোবিন্দপুরের বাসিন্দাদের দাবি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, "এমনটা হওয়ার কথা নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখব। তেমন কিছু ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"