ETV Bharat / city

রাজ্যে বড় আকারে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত VHP-র - জন্মাষ্টমী পালন করবে বিশ্ব হিন্দু পরিষদ

রাজ্যে আরও বড় আকারে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিল VHP ৷ সেজন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি শোভাযাত্রা বের হবে বলে জানানো হয়েছে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 4, 2019, 4:31 AM IST

কলকাতা, 4 অগাস্ট : রামনবমী, রথযাত্রার পর এবার বড় আকারে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ৷ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে তিনদিন ধরে এক হাজারের বেশি শোভাযাত্রা বের হবে বলে তাদের তরফে জানানো হয়েছে ৷

প্রতি বছরই জন্মাষ্টমী পালন করে VHP ৷ আর এবার তা বড় আকারে করতে উদ্যোগী হয়েছে তারা ৷ 23 অগাস্ট থেকে তিনদিন ধরে চলবে উৎসব ৷ গত বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 700টি জায়গায় জন্মাষ্টমী পালন করেছিল VHP ৷ এবার সেই সংখ্যাটা বেড়ে হাজার ছাড়াতে চলেছে ৷ উত্তর কলকাতায় 25, দক্ষিণ কলকাতায় 35, উত্তর 24 পরগনায় 50, বাঁকুড়ায় 5, পুরুলিয়ায় 35, হাওড়ায় 22 ও হুগলিতে 51টি বড় শোভাযাত্রা বের হবে । এছাড়া, রাজ্যের একাধিক প্রান্তে অসংখ্য ছোটো, মাঝারি ও বড় শোভাযাত্রা বেরোবে ৷

রাজ্য VHP-র মিডিয়া কনভেনর সৌরিশ মুখোপাধ্যায় বলেন, "বাংলায় আমরা এক হাজারের বেশি জায়গায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করছি । সেই তালিকাও প্রায় তৈরি হয়ে গেছে । সব জেলাতেই প্রস্তুতি চলছে ৷" সংগঠনের সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, "রাজ্যের প্রতিটি প্রান্তে VHP-র কার্যকর্তারা বিশেষভাবে জন্মাষ্টমী পালন করবেন । পুজোপাঠ, শ্রীকৃষ্ণের উপর সেমিনার, শ্রীকৃষ্ণের গানের আয়োজন করা হবে । শোভাযাত্রার জন্য কলকাতা পুলিশের থেকে অনুমতি চেয়ে আবেদন করব । বাংলার হিন্দুরা এবার প্রমাণ করে দেবেন, তাঁদের উপর আঘাত হানার চেষ্টা করলে সবাই রাস্তায় নামবেন ৷"

কলকাতা, 4 অগাস্ট : রামনবমী, রথযাত্রার পর এবার বড় আকারে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ৷ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে তিনদিন ধরে এক হাজারের বেশি শোভাযাত্রা বের হবে বলে তাদের তরফে জানানো হয়েছে ৷

প্রতি বছরই জন্মাষ্টমী পালন করে VHP ৷ আর এবার তা বড় আকারে করতে উদ্যোগী হয়েছে তারা ৷ 23 অগাস্ট থেকে তিনদিন ধরে চলবে উৎসব ৷ গত বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 700টি জায়গায় জন্মাষ্টমী পালন করেছিল VHP ৷ এবার সেই সংখ্যাটা বেড়ে হাজার ছাড়াতে চলেছে ৷ উত্তর কলকাতায় 25, দক্ষিণ কলকাতায় 35, উত্তর 24 পরগনায় 50, বাঁকুড়ায় 5, পুরুলিয়ায় 35, হাওড়ায় 22 ও হুগলিতে 51টি বড় শোভাযাত্রা বের হবে । এছাড়া, রাজ্যের একাধিক প্রান্তে অসংখ্য ছোটো, মাঝারি ও বড় শোভাযাত্রা বেরোবে ৷

রাজ্য VHP-র মিডিয়া কনভেনর সৌরিশ মুখোপাধ্যায় বলেন, "বাংলায় আমরা এক হাজারের বেশি জায়গায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করছি । সেই তালিকাও প্রায় তৈরি হয়ে গেছে । সব জেলাতেই প্রস্তুতি চলছে ৷" সংগঠনের সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, "রাজ্যের প্রতিটি প্রান্তে VHP-র কার্যকর্তারা বিশেষভাবে জন্মাষ্টমী পালন করবেন । পুজোপাঠ, শ্রীকৃষ্ণের উপর সেমিনার, শ্রীকৃষ্ণের গানের আয়োজন করা হবে । শোভাযাত্রার জন্য কলকাতা পুলিশের থেকে অনুমতি চেয়ে আবেদন করব । বাংলার হিন্দুরা এবার প্রমাণ করে দেবেন, তাঁদের উপর আঘাত হানার চেষ্টা করলে সবাই রাস্তায় নামবেন ৷"

Intro:

03-08-19



সুজয় ঘোষ, কলকাতা




কলকাতা: হিন্দু ভোটব্যাংকে নিজেদের দখলে রাখতে জন্মাষ্ঠমীতে রাজ্য জুরে ১ হাজার শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত বিশ্বহিন্দু পরিষদের(VHP).

মূলত, লোকসভা নির্বাচণে রাজ্যে বিজেপি ১৮ টি আসন জয়লাভের ক্ষেত্রে একটা বড় অংশের হিন্দু ভোটার বিজেপিকে ভোট দিয়েছে। যার ফলে বাংলায় ২ থেকে এক ধাক্কায় ১৮ টি আসন দখল করেছে বিজেপি। তাই সেই ভোট ব্যাংক অখ্যাত রাখতেই বাংলায় জন্মাষ্ঠমী কে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করতে চলেছে VHP।

উত্তর কলকাতা ২৫ টি, দক্ষিণ কলকাতায় ৩৫ টি, উত্তর ২৪ পরগনায় ৫০ টি, বাকুড়া-৫ টি, পুরুলিয়া-৩৫ টি, হাওড়ায়-২২, হুগলি জেলায়-৫১ টি বড় শোভাযাত্রাও বের হবে।


২৩, ২৪ ও ২৫ তারিখ ৩ দিন ব্যাপি বিশেষ জন্মাষ্ঠমী পালন করছে VHP। এই দিন ধরে ছোট- বড়- মাঝারি বিশেষ বণাঢ্য শোভাযাত্রা বের হবে।




২৩ আগষ্ট ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মতিথি রাজ্য জুড়ে পালন করে VHP। আগেরবারে রাজ্য জুড়ে মাত্র ৩৫০-৭০০ টি জায়গায় জন্মাষ্ঠমী পালন হয়েছিলো। এবার সেটা দ্বিগুন হচ্ছে। প্রায় ১৪০০ টি জায়গায়।

বিশ্বহিন্দু পরিষদের সর্ব ভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, " রাজ্যের প্রতিটি কোনায় কোনায় VHP এর কার্যকর্তারা বিশেষ ভাবে জন্মাষ্ঠমী পালন করবে। পূজাপাঠ, শ্রী কৃষ্ণের উপর সেমিনার, শ্রী কৃষ্ণের গান সবই এই শোভাযাত্রায় পালিত হবে। এই বনাঢ্য শোভাযাত্রা করার জন্য কলকাতা পুলিশের থেকে অনুমতি চেয়ে আবেদন করবো। বাংলায় হিন্দুরা এবার প্রমাণ করে দেবে তারাদের উপর আঘাত আনা চেষ্টা করা হলে সকল হিন্দুরা রাস্তায় নামবে"



রাজ্য VHP এর মিডিয়া কনভেনর সৌরিশ মুখোপাধ্যায় বলেন, " বাংলায় আমরা ১ হাজারের বেশী জায়গায় জন্মাষ্ঠমীর শোভাযাত্রা বের করছি। তার তালিকাও প্রায় তৈরি হয়ে গিয়েছে। সব জেলা থেকেই আলাদা আলাদা তালিকা তৈরি হচ্ছে। জন্মাষ্ঠমী পালনের জন্য আমাদের সব জেলায় প্রস্তুতি চলছে"Body:কপিConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.