কলকাতা, 4 অগাস্ট : রামনবমী, রথযাত্রার পর এবার বড় আকারে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ৷ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে তিনদিন ধরে এক হাজারের বেশি শোভাযাত্রা বের হবে বলে তাদের তরফে জানানো হয়েছে ৷
প্রতি বছরই জন্মাষ্টমী পালন করে VHP ৷ আর এবার তা বড় আকারে করতে উদ্যোগী হয়েছে তারা ৷ 23 অগাস্ট থেকে তিনদিন ধরে চলবে উৎসব ৷ গত বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 700টি জায়গায় জন্মাষ্টমী পালন করেছিল VHP ৷ এবার সেই সংখ্যাটা বেড়ে হাজার ছাড়াতে চলেছে ৷ উত্তর কলকাতায় 25, দক্ষিণ কলকাতায় 35, উত্তর 24 পরগনায় 50, বাঁকুড়ায় 5, পুরুলিয়ায় 35, হাওড়ায় 22 ও হুগলিতে 51টি বড় শোভাযাত্রা বের হবে । এছাড়া, রাজ্যের একাধিক প্রান্তে অসংখ্য ছোটো, মাঝারি ও বড় শোভাযাত্রা বেরোবে ৷
রাজ্য VHP-র মিডিয়া কনভেনর সৌরিশ মুখোপাধ্যায় বলেন, "বাংলায় আমরা এক হাজারের বেশি জায়গায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করছি । সেই তালিকাও প্রায় তৈরি হয়ে গেছে । সব জেলাতেই প্রস্তুতি চলছে ৷" সংগঠনের সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, "রাজ্যের প্রতিটি প্রান্তে VHP-র কার্যকর্তারা বিশেষভাবে জন্মাষ্টমী পালন করবেন । পুজোপাঠ, শ্রীকৃষ্ণের উপর সেমিনার, শ্রীকৃষ্ণের গানের আয়োজন করা হবে । শোভাযাত্রার জন্য কলকাতা পুলিশের থেকে অনুমতি চেয়ে আবেদন করব । বাংলার হিন্দুরা এবার প্রমাণ করে দেবেন, তাঁদের উপর আঘাত হানার চেষ্টা করলে সবাই রাস্তায় নামবেন ৷"