ETV Bharat / city

PIL Against 21st July Rally: 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ, সন্ধেয় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে রায়

author img

By

Published : Jul 19, 2022, 3:45 PM IST

21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলা সংক্রান্ত শুনানি শেষ হয়ে গিয়েছে ৷ তবে, মামলার রায় হাইকোর্টের ওয়েব সাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Verdict Over PIL Against TMC 21st July Rally will Uploaded in Calcutta HC Website) ৷

Verdict Over PIL Against TMC 21st July Rally will Uploaded in Calcutta HC Website
Verdict Over PIL Against TMC 21st July Rally will Uploaded in Calcutta HC Website

কলকাতা, 19 জুলাই: 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে একটি জনস্বার্থ মামলার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে ৷ তবে, এ নিয়ে রায়দানের কপি আজ সন্ধ্যার মধ্যে আদালতের ওয়েবসাইটে সরাসরি তুলে দেওয়া হবে বলে জানান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Verdict Over PIL Against TMC 21st July Rally will Uploaded in Calcutta HC Website) ৷

উল্লেখ্য, কলকাতার চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায় 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়ালি করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ চিকিৎসকের বক্তব্য ছিল রাজ্যে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে ৷ প্রতিদিন প্রায় 3-4 হাজার সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়ালি করা হলে, তাতে রাজ্যের মানুষেরই লাভ হবে ৷ প্রায় 10-12 লক্ষ লোক একই দিনে একসঙ্গে জমায়েত হলে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে মামলায় জানিয়েছেন তিনি ৷

এ দিন মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল আবেদনকারীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়ে 21 জুলাইয়ের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে ৷ প্রশাসন অনেক আগে থেকেই সুরক্ষাবিধির ব্যাপারে একাধিক নির্দেশিকা জারি করেছে ৷ এখন 21 জুলাইয়ের এই শহিদ দিবসের সমাবেশ ভার্চুয়ালি করা সম্ভব নয় ৷ সাধারণ লোকজন যাঁরা এই সমাবেশে অংশগ্রহণ করবেন, তাঁরা যাতে করোনার সুরক্ষাবিধি পালন করেন, তার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর এবং নবান্ন থেকে করোনাবিধি সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে ৷

21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলা

আরও পড়ুন: 21st July Security: তৃণমূলের শহিদ দিবসে 21 ঘণ্টা শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ

মামলাকারীর তরফে আইনজীবী শমীক বাগচী আদালতে বলেন, ‘‘রাজ্য সরকার যদি মনে করে, এই মুহূর্তে 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়ালি করা সম্ভব নয়, তাহলে পর্যাপ্ত সুরক্ষাবিধি যাতে মানা হয়, সেই ব্যাপারটি সুনিশ্চিত করুক আদালত ৷ উভয়পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত রেখেছেন ৷ আজ সন্ধ্যায় আদালতের ওয়েব সাইটে মামলার রায় তুলে দেওয়া হবে ৷

কলকাতা, 19 জুলাই: 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে একটি জনস্বার্থ মামলার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে ৷ তবে, এ নিয়ে রায়দানের কপি আজ সন্ধ্যার মধ্যে আদালতের ওয়েবসাইটে সরাসরি তুলে দেওয়া হবে বলে জানান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Verdict Over PIL Against TMC 21st July Rally will Uploaded in Calcutta HC Website) ৷

উল্লেখ্য, কলকাতার চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায় 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়ালি করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ চিকিৎসকের বক্তব্য ছিল রাজ্যে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে ৷ প্রতিদিন প্রায় 3-4 হাজার সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়ালি করা হলে, তাতে রাজ্যের মানুষেরই লাভ হবে ৷ প্রায় 10-12 লক্ষ লোক একই দিনে একসঙ্গে জমায়েত হলে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে মামলায় জানিয়েছেন তিনি ৷

এ দিন মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল আবেদনকারীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়ে 21 জুলাইয়ের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে ৷ প্রশাসন অনেক আগে থেকেই সুরক্ষাবিধির ব্যাপারে একাধিক নির্দেশিকা জারি করেছে ৷ এখন 21 জুলাইয়ের এই শহিদ দিবসের সমাবেশ ভার্চুয়ালি করা সম্ভব নয় ৷ সাধারণ লোকজন যাঁরা এই সমাবেশে অংশগ্রহণ করবেন, তাঁরা যাতে করোনার সুরক্ষাবিধি পালন করেন, তার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর এবং নবান্ন থেকে করোনাবিধি সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে ৷

21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলা

আরও পড়ুন: 21st July Security: তৃণমূলের শহিদ দিবসে 21 ঘণ্টা শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ

মামলাকারীর তরফে আইনজীবী শমীক বাগচী আদালতে বলেন, ‘‘রাজ্য সরকার যদি মনে করে, এই মুহূর্তে 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়ালি করা সম্ভব নয়, তাহলে পর্যাপ্ত সুরক্ষাবিধি যাতে মানা হয়, সেই ব্যাপারটি সুনিশ্চিত করুক আদালত ৷ উভয়পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত রেখেছেন ৷ আজ সন্ধ্যায় আদালতের ওয়েব সাইটে মামলার রায় তুলে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.