ETV Bharat / city

PAC Chairman : রায়দান স্থগিত, পিএসির চেয়ারম্যান হিসাবে মুকুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন প্রতিপক্ষের - পিএসির চেয়ারম্যান সংক্রান্ত মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

হাইকোর্টে পিএসি কমিটির চেয়ারম্যান সংক্রান্ত মামলার শুনানি শেষ হলে রায়দান স্থগিত রাখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷ সওয়াল করতে গিয়ে পিএসির চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারী অম্বিকা রায়ের আইনজীবী এস বৈদ্যনাথন ৷

রায়দান স্থগিত, পিএসির চেয়ারম্যান হিসাবে মুকুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন প্রতিপক্ষের
রায়দান স্থগিত, পিএসির চেয়ারম্যান হিসাবে মুকুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন প্রতিপক্ষের
author img

By

Published : Sep 15, 2021, 7:20 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) চেয়ারম্যান সংক্রান্ত মামলার শুনানি শেষ হল মঙ্গলবার ৷ মামলার রায় স্থগিত রাখল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাঁর বক্তব্য শেষ করেছিলেন সোমবার । পরেরদিন অর্থাৎ মঙ্গলবার মামলাকারী অম্বিকা রায়ের আইনজীবী এস বৈদ্যনাথন তাঁর বক্তব্য শেষ করেন ৷ তারপরই ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখা হচ্ছে বলে জানায় ।

আইনজীবী বৈদ্যনাথন বলেন, "পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নিয়োগ প্রথা বিরোধী ।" পাশাপাশি তাঁর যুক্তি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদাধিকারী ব্যক্তি অর্থনীতিতে জ্ঞান সম্পন্ন হলে তাতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয় । সেই দিকে তাকিয়ে মুকুল রায়ের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন ৷

এর আগে শুনানিতে রাজ্য জানিয়েছে, পিএসসি চেয়ারম্যান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা বিধানসভার স্পিকারের । সংবিধানের 212 ধারা অনুযায়ী এব্যাপারে তাঁর ক্ষমতায় হস্তক্ষেপ করা যায় না । এমনকি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও আদালতে মামলা করা যায় না । কারও আপত্তি থাকলে তিনি স্পিকারকে জানাতে পারেন । কিন্তু মামলা করতে পারেন না । পাশাপাশি বিধানসভার রেকর্ড অনুযায়ী মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক । তাই এই জনস্বার্থ মামলা আদালতের বাতিল করা উচিত ৷

একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে বিজয়ী হলেও 11 জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায় ৷ কিন্তু বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি । অন্যদিকে, বিজেপির বক্তব্য মুকুল রায় তৃণমূলে যোগদান করার পর পিএসির চেয়ারম্যান হিসাবে তাঁর নাম বিজেপির তরফে প্রস্তাব করা হয়নি । আপাতত আদালত কী রায় দান করে সেটাই দেখার ।

আরও পড়ুন : By Election : তিন বিধানসভা কেন্দ্রে থাকছে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, 15 সেপ্টেম্বর : পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) চেয়ারম্যান সংক্রান্ত মামলার শুনানি শেষ হল মঙ্গলবার ৷ মামলার রায় স্থগিত রাখল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাঁর বক্তব্য শেষ করেছিলেন সোমবার । পরেরদিন অর্থাৎ মঙ্গলবার মামলাকারী অম্বিকা রায়ের আইনজীবী এস বৈদ্যনাথন তাঁর বক্তব্য শেষ করেন ৷ তারপরই ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখা হচ্ছে বলে জানায় ।

আইনজীবী বৈদ্যনাথন বলেন, "পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নিয়োগ প্রথা বিরোধী ।" পাশাপাশি তাঁর যুক্তি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদাধিকারী ব্যক্তি অর্থনীতিতে জ্ঞান সম্পন্ন হলে তাতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয় । সেই দিকে তাকিয়ে মুকুল রায়ের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন ৷

এর আগে শুনানিতে রাজ্য জানিয়েছে, পিএসসি চেয়ারম্যান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা বিধানসভার স্পিকারের । সংবিধানের 212 ধারা অনুযায়ী এব্যাপারে তাঁর ক্ষমতায় হস্তক্ষেপ করা যায় না । এমনকি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও আদালতে মামলা করা যায় না । কারও আপত্তি থাকলে তিনি স্পিকারকে জানাতে পারেন । কিন্তু মামলা করতে পারেন না । পাশাপাশি বিধানসভার রেকর্ড অনুযায়ী মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক । তাই এই জনস্বার্থ মামলা আদালতের বাতিল করা উচিত ৷

একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে বিজয়ী হলেও 11 জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায় ৷ কিন্তু বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি । অন্যদিকে, বিজেপির বক্তব্য মুকুল রায় তৃণমূলে যোগদান করার পর পিএসির চেয়ারম্যান হিসাবে তাঁর নাম বিজেপির তরফে প্রস্তাব করা হয়নি । আপাতত আদালত কী রায় দান করে সেটাই দেখার ।

আরও পড়ুন : By Election : তিন বিধানসভা কেন্দ্রে থাকছে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.