ETV Bharat / city

চুল ঘন করার জন্য নামি কম্পানির দামি তেল কিনছেন? সাবধান ! - মাথার চুল ঘন করার তেল

নামিদামি কম্পানির মাথার চুল ঘন করার তেল,বডি লোশন, কাজল প্রভৃতির নকল করে বাজারে বিক্রি হচ্ছে ৷ কোনটা নকল আর কোনটা আসল বোঝা মুশকিল ৷ সম্প্রতি অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কলকাতার পোলক স্ট্রিটে উদ্ধার নকল তেল-সহ নানা ধরনের প্রসাধন সামগ্রী ৷

cosmetic items
কোনটা নকল আর কোনটা আসল বোঝা মুসকিল
author img

By

Published : Dec 3, 2020, 10:45 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : টিভির পর্দায় নামি তারকার বিজ্ঞাপন। তিনি পরামর্শ দিচ্ছেন একটি বিখ্যাত কম্পানির তেল মাথায় মাখার জন্য। তাহলেই নাকি আপনার চুল হবে ঘন-লম্বা-মোটা। সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পরিবারের জন্য কিনে আনছেন তেল? সাবধান ! বাজারে মিশে রয়েছে ওই তেলের নকল। দেখে বোঝার উপায় নেই। নকল ওই তেল আসল তেলের মতই হুবহু এক।


একটি নামি কম্পানির ম্যানেজার সনজিৎ ভৌমিক সম্প্রতি কলকাতা পুলিশের কাছে দায়ের করেন অভিযোগ। ভারত বিখ্যাত এক কম্পানির নামি তেলের নকলে বাজার ছেয়ে গেছে বলে অভিযোগ ছিল তার। অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। জানা যায় পোলক স্ট্রিটে ওই নকল তেল-সহ নানা ধরনের নকল ক্রিম, বডি লোশন, কাজল ইত্যাদির উৎস। সেখানে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে ফর্সা হওয়ার 27 টি ক্রিম, আঠারোটি বডি লোশন, চল্লিশটি কাজল, 15 টি বডি স্প্রে এবং 40 টি তেলের বোতল। নকল এই কারবারের জন্য চিহ্নিত করা হয় ফাহিম আহমেদ নামে 49 বছরের এক ব্যক্তিকে।

শেষ নয় এখানেই। সূত্রের খবর পেয়ে বউ বাজার থানা এলাকার ইভেন হসপিটাল রোডে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ক্রিম,বডি লোশন, তেল সহ নানা জিনিস। সেখানেই তৈরি করা হচ্ছিল ওই নকল তেল সহ জিনিসপত্র। সেখান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ড্রাম, স্টিকার, হ্যান্ড পাম্প অ্যালুমিনিয়াম কন্টেইনার, পাঞ্চিং মেশিন। এই ঘটনায় ফাহিমকে 41 এ ধারায় নোটিশ দিয়েছে কলকাতা পুলিশের এনফর্সমেন্ট ব্রাঞ্চ।

কলকাতা, 3 ডিসেম্বর : টিভির পর্দায় নামি তারকার বিজ্ঞাপন। তিনি পরামর্শ দিচ্ছেন একটি বিখ্যাত কম্পানির তেল মাথায় মাখার জন্য। তাহলেই নাকি আপনার চুল হবে ঘন-লম্বা-মোটা। সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পরিবারের জন্য কিনে আনছেন তেল? সাবধান ! বাজারে মিশে রয়েছে ওই তেলের নকল। দেখে বোঝার উপায় নেই। নকল ওই তেল আসল তেলের মতই হুবহু এক।


একটি নামি কম্পানির ম্যানেজার সনজিৎ ভৌমিক সম্প্রতি কলকাতা পুলিশের কাছে দায়ের করেন অভিযোগ। ভারত বিখ্যাত এক কম্পানির নামি তেলের নকলে বাজার ছেয়ে গেছে বলে অভিযোগ ছিল তার। অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। জানা যায় পোলক স্ট্রিটে ওই নকল তেল-সহ নানা ধরনের নকল ক্রিম, বডি লোশন, কাজল ইত্যাদির উৎস। সেখানে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে ফর্সা হওয়ার 27 টি ক্রিম, আঠারোটি বডি লোশন, চল্লিশটি কাজল, 15 টি বডি স্প্রে এবং 40 টি তেলের বোতল। নকল এই কারবারের জন্য চিহ্নিত করা হয় ফাহিম আহমেদ নামে 49 বছরের এক ব্যক্তিকে।

শেষ নয় এখানেই। সূত্রের খবর পেয়ে বউ বাজার থানা এলাকার ইভেন হসপিটাল রোডে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ক্রিম,বডি লোশন, তেল সহ নানা জিনিস। সেখানেই তৈরি করা হচ্ছিল ওই নকল তেল সহ জিনিসপত্র। সেখান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ড্রাম, স্টিকার, হ্যান্ড পাম্প অ্যালুমিনিয়াম কন্টেইনার, পাঞ্চিং মেশিন। এই ঘটনায় ফাহিমকে 41 এ ধারায় নোটিশ দিয়েছে কলকাতা পুলিশের এনফর্সমেন্ট ব্রাঞ্চ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.