কলকাতা, 17 জানুয়ারি: কোরোনার টিকাকরণের প্রথম দিনে রাজ্যে 14 জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে । এই 14 জনের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউ-তে ভর্তি রাখা হয়েছে । পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে । শনিবার কোরোনার ভ্যাকসিন নেওয়ার পর এই 14 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে । তবে এই পার্শ্বপ্রতিক্রিয়া কোরোনার ভ্যাকসিনের কারণে কি না তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর ।
16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোরোনার টিকাকরণ । এদিকে টিকাকরণের প্রথম দিনে এরাজ্যে 14 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শনিবার ভ্যাকসিন নেওয়ার পর এই 14 জন অসুস্থ বোধ করেন । তবে স্বাস্থ্য দপ্তরের তরফে দ্রুত এই 14 জনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । এই 14 জনের মধ্যে মুর্শিদাবাদের তিনজন এবং কলকাতার দু'জন রয়েছেন ।
এই 14 জনের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভরতি রাখা হয়েছে হাসপাতালে । তিনি কলকাতার বিসি রায় শিশু হাসপাতালের একজন নার্সিং স্টাফ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পিঙ্কি শূর নামে 36 বছর বয়সি ওই নার্সিং স্টাফ শনিবার বিকালে ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ বোধ করতে থাকেন । তাঁর কাঁপুনি শুরু হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । তাঁকে সিসিইউ-তে ভরতি করা হয় । তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে দেওয়া হয় অক্সিজেন । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই তাঁর রক্তের প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ছোটোবেলা থেকেই ক্রনিক অ্যাজ়মা রয়েছে এই নার্সের । কম বয়স থেকেই বিভিন্ন ওষুধে তাঁর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয় । এই নার্সিং স্টাফের অসুস্থতার বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ড্রাগ সেনসিটিভিটির জন্য এমন হয়েছে বলে মনে করা হচ্ছে । তবে ভ্যাকসিনের কারণেও এমন হতে পারে । এটা অ্যালার্জিক রিঅ্যাকশন । বিভিন্ন ভ্যাকসিনের ক্ষেত্রে এমন হতেই পারে । এর জন্য ভয় পাওয়ার কোনও কারণ নেই ।"
আরও পড়ুন হাসপাতালে ভরতি নার্স, টিকা নেওয়ার ফলেই কি অসুস্থ ?
স্বাস্থ্য অধিকর্তা বলেন, "এই নার্সিং স্টাফের অসুস্থতা ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নয় । অ্যালার্জিক রিঅ্যাকশন । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি । বিভিন্ন ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যালার্জিক রিঅ্যাকশন কমন বিষয় । অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার কারণে এই নার্সিং স্টাফকে হাসপাতালে আরও দু'দিন রেখে ছুটি দেওয়া হবে।" বাকি 13 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।
শনিবার এরাজ্যে 15 হাজার 707 জনকে কোরোনার ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে । এদিকে এই 15 হাজার 707 জনের মধ্যে মাত্র 14 জনের ক্ষেত্রে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে । তিনি আরও বলেন, "15 হাজার 707-এর মধ্যে 14 জনের ক্ষেত্রে অসুস্থতা দেখা দিয়েছে । অর্থাৎ এক হাজার জনের মধ্যে একজনেরও কম ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে । এমন সম্ভব হয়েছে দেশের মধ্যে আমাদের নজরদারি শ্রেষ্ঠ হওয়ার কারণে ।"
আরও পড়ুন প্রথম দিন টিকা নিলেন 1.91 লাখ
তিনি আরও বলেন, "কী হয় না হয় তা নিয়ে আমাদের আশঙ্কা ছিল । তবে আমাদের আত্মবিশ্বাস বাড়ছে । মারাত্মক কোনও ক্ষতিকর প্রভাব ফেলবে না ভ্যাকসিন। ভ্যাকসিন সাংঘাতিক পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আসছে না।"