ETV Bharat / city

আজ থেকে কলকাতায় শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’ - কলকাতা

বৃহস্পতিবার থেকে কলকাতা শহরে শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচি ৷ কলকাতা পৌরনিগমের উদ্যোগে এবং রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় শুরু হল এই পরিষেবা ৷ এদিন পোস্তা বাজার থেকে ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচিটি উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

vaccine on wheel started in Kolkata
আজ থেকে কলকাতায় শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’
author img

By

Published : Jun 3, 2021, 4:30 PM IST

কলকাতা, 3 জুন : আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচি ৷ কলকাতা পৌরনিগমের উদ্যোগে এবং রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় শুরু হল এই পরিষেবা ৷ শহরের বাজার এলাকাগুলি ঘুরে ঘুরে দোকান, ব্য়বসায়ী-সহ বিভিন্ন মানুষকে করোনার টিকা দেওয়া হবে ৷

এদিন পোস্তা বাজার থেকে ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচির উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ এই এসি বাসটি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে টিকাকরণ করবে ৷ মূলত বাজারের ব্যবসায়ী, দোকানের কর্মচারী, ট্রাকচালক, খালাসিদের টিকাকরণ করা হবে ৷ প্রতিদিন 300 জনকে টিকা দেওয়া হবে ৷

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘আজ একটি বাসে ভ্যাকসিন অন হুইল শুরু করা হল ৷ আগামী দিনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে ৷ আজ পোস্তা বাজার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে ৷ আগামী দিনে শহরের সমস্ত বাজার ও ট্রাক টার্মিনাল, যেখানে মালপত্র লোডিং ও আনলোডিং করা হয়, সেই সব জায়গাতেই টিকাকরণ করা হবে এই ভ্যাকসিন অন হুইল-এর সাহায্যে ৷’’

‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচির উদ্বোধন করেন ফিরহাদ হাকিম ৷

এদিন ফিরহাদ বলেন, ‘‘অনেক সময় ব্যবসায়ীরা তাঁদের দোকান ছেড়ে টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে লম্বা লাইনে অপেক্ষা করতে পারেন না ৷ কিন্তু তাঁরা খুব সহজেই বাজারে আসা এই বাস থেকে টিকা নিতে পারবেন ৷ এই বাসে প্রশিক্ষিত চিকিৎসকরা রয়েছেন ৷ কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা রয়েছে ৷’’

আরও পড়ুন : টিকাকরণের জের, রক্তশূন্য মালদা হাসপাতাল; চিন্তা বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে

প্রসঙ্গত, বুধবার রাতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যে 39 হাজার 500 করোনার টিকা পাঠানো হয়েছে ৷ রাজ্য সরকারের হাতেও আরও কিছু আগে থেকে কেনা টিকা রয়েছে ৷ ফিরহাদ জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের কাছে কোভ্যাকসিন নেই ৷ তাই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে ৷

কলকাতা, 3 জুন : আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচি ৷ কলকাতা পৌরনিগমের উদ্যোগে এবং রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় শুরু হল এই পরিষেবা ৷ শহরের বাজার এলাকাগুলি ঘুরে ঘুরে দোকান, ব্য়বসায়ী-সহ বিভিন্ন মানুষকে করোনার টিকা দেওয়া হবে ৷

এদিন পোস্তা বাজার থেকে ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচির উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ এই এসি বাসটি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে টিকাকরণ করবে ৷ মূলত বাজারের ব্যবসায়ী, দোকানের কর্মচারী, ট্রাকচালক, খালাসিদের টিকাকরণ করা হবে ৷ প্রতিদিন 300 জনকে টিকা দেওয়া হবে ৷

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘আজ একটি বাসে ভ্যাকসিন অন হুইল শুরু করা হল ৷ আগামী দিনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে ৷ আজ পোস্তা বাজার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে ৷ আগামী দিনে শহরের সমস্ত বাজার ও ট্রাক টার্মিনাল, যেখানে মালপত্র লোডিং ও আনলোডিং করা হয়, সেই সব জায়গাতেই টিকাকরণ করা হবে এই ভ্যাকসিন অন হুইল-এর সাহায্যে ৷’’

‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচির উদ্বোধন করেন ফিরহাদ হাকিম ৷

এদিন ফিরহাদ বলেন, ‘‘অনেক সময় ব্যবসায়ীরা তাঁদের দোকান ছেড়ে টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে লম্বা লাইনে অপেক্ষা করতে পারেন না ৷ কিন্তু তাঁরা খুব সহজেই বাজারে আসা এই বাস থেকে টিকা নিতে পারবেন ৷ এই বাসে প্রশিক্ষিত চিকিৎসকরা রয়েছেন ৷ কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা রয়েছে ৷’’

আরও পড়ুন : টিকাকরণের জের, রক্তশূন্য মালদা হাসপাতাল; চিন্তা বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে

প্রসঙ্গত, বুধবার রাতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যে 39 হাজার 500 করোনার টিকা পাঠানো হয়েছে ৷ রাজ্য সরকারের হাতেও আরও কিছু আগে থেকে কেনা টিকা রয়েছে ৷ ফিরহাদ জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের কাছে কোভ্যাকসিন নেই ৷ তাই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.