ETV Bharat / city

তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ - টিকাকরণ

রাজ্য়জুড়ে অভাব করোনা টিকার ৷ বেসরকারি হাসপাতালগুলির হাতে পর্যাপ্ত টিকা নেই ৷ এই পরিস্থিতিতে তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের সমস্ত বেসরকারি হাসপাতালে বন্ধ রইল করোনার টিকাকরণ ৷ প্রশ্নের মুখে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়াও ৷

Vaccination stop at private hospitals in West Bengal
তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ
author img

By

Published : May 1, 2021, 3:34 PM IST

Updated : May 1, 2021, 4:15 PM IST

কলকাতা, 1 মে : টিকার অভাব রাজ্যজুড়ে ৷ শনিবার (1 মে, 2021) থেকে খাতায়-কলমে তৃতীয় দফার টিকাকরণ শুরু হলেও এদিন পশ্চিমবঙ্গের সমস্ত বেসরকারি হাসপাতালেই বন্ধ থাকল করোনার টিকাকরণ ৷ এই অবস্থায় প্রশ্নের মুখে 18 থেকে 44 বছর বয়সীমার মধ্যে থাকা বাসিন্দাদের টিকাকরণ প্রক্রিয়া ৷

ইতিমধ্যেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেই মোতাবকে, শনিবার থেকেই দেশজুড়ে 45 বছর ও তার বেশি বয়সীদের পাশাপাশি 18 থেকে 44 বছর বয়সসীমার মধ্যে থাকা নাগরিকদেরও করোনার টিকা দেওয়ার কথা ৷ কিন্তু টিকার অভাবে আপাতত বিশ বাঁও জলে সেই কর্মসূচি ৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদিন রাজ্য়ের সমস্ত বেসরকারি হাসপাতালেই বন্ধ ছিল করোনার টিকাকরণ ৷ পরিস্থিতি খতিয়ে দেখে এই বিষয়ে রাজ্য়ের সহযোগিতা চেয়েছে বেসরকারি হাসপাতালগুলি ৷ সেই আবেদনের ভিত্তিতেই এদিন দুপুর বারোটায় হাসপাতালগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷ আলোচনা হয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷

বৈঠকে বেসরকারি হাসপাতালগুলির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের সমস্ত বেসরকারি হাসপাতালে করোনার টিকাকরণ বন্ধ রাখা হয়েছে ৷ তাঁদের পক্ষে খোলাবাজার থেকে টিকা সংগ্রহ করা যে সম্ভব নয়, তাও সরকারকে জানিয়ে দিয়েছেন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা ৷ কারণ, টিকার জন্য প্রয়োজনীয় ভায়াল তাঁরা জোগাড় করতে পারছেন না ৷ কাজেই রাজ্য সরকারের উপর নির্ভর করতে হচ্ছে। রাজ্য সরকার যেমন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে টিকা সংগ্রহ করছে ৷ একইভাবে বেসরকারি হাসপাতালগুলি রাজ্য় সরকারের মাধ্যমে সেই টিকা জোগাড় করছে ৷

আরও পড়ুন : জেলার ভ্যাকসিন সেন্টারে দীর্ঘ লাইন, বাড়ছে সংক্রমণের শঙ্কা

বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আলোচনার পরই সমস্য়া সমাধানের রাস্তা খুঁজতে শুরু করেছে রাজ্য সরকার ৷ স্বাস্থ্য ভবনের তরফে দ্রুত পর্যাপ্ত টিকার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ তবে এই পরিস্থিতিতে আগামী দু-তিন দিনের মধ্যে অন্তত বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ প্রক্রিয়া স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলেই মতে সংশ্লিষ্ট মহলের ৷ প্রশ্ন থেকে যাচ্ছে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ নিয়েও ৷ সেই প্রক্রিয়া কবে শুরু হবে, তার উত্তর আপাতত অজানা ৷

কলকাতা, 1 মে : টিকার অভাব রাজ্যজুড়ে ৷ শনিবার (1 মে, 2021) থেকে খাতায়-কলমে তৃতীয় দফার টিকাকরণ শুরু হলেও এদিন পশ্চিমবঙ্গের সমস্ত বেসরকারি হাসপাতালেই বন্ধ থাকল করোনার টিকাকরণ ৷ এই অবস্থায় প্রশ্নের মুখে 18 থেকে 44 বছর বয়সীমার মধ্যে থাকা বাসিন্দাদের টিকাকরণ প্রক্রিয়া ৷

ইতিমধ্যেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেই মোতাবকে, শনিবার থেকেই দেশজুড়ে 45 বছর ও তার বেশি বয়সীদের পাশাপাশি 18 থেকে 44 বছর বয়সসীমার মধ্যে থাকা নাগরিকদেরও করোনার টিকা দেওয়ার কথা ৷ কিন্তু টিকার অভাবে আপাতত বিশ বাঁও জলে সেই কর্মসূচি ৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদিন রাজ্য়ের সমস্ত বেসরকারি হাসপাতালেই বন্ধ ছিল করোনার টিকাকরণ ৷ পরিস্থিতি খতিয়ে দেখে এই বিষয়ে রাজ্য়ের সহযোগিতা চেয়েছে বেসরকারি হাসপাতালগুলি ৷ সেই আবেদনের ভিত্তিতেই এদিন দুপুর বারোটায় হাসপাতালগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷ আলোচনা হয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷

বৈঠকে বেসরকারি হাসপাতালগুলির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের সমস্ত বেসরকারি হাসপাতালে করোনার টিকাকরণ বন্ধ রাখা হয়েছে ৷ তাঁদের পক্ষে খোলাবাজার থেকে টিকা সংগ্রহ করা যে সম্ভব নয়, তাও সরকারকে জানিয়ে দিয়েছেন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা ৷ কারণ, টিকার জন্য প্রয়োজনীয় ভায়াল তাঁরা জোগাড় করতে পারছেন না ৷ কাজেই রাজ্য সরকারের উপর নির্ভর করতে হচ্ছে। রাজ্য সরকার যেমন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে টিকা সংগ্রহ করছে ৷ একইভাবে বেসরকারি হাসপাতালগুলি রাজ্য় সরকারের মাধ্যমে সেই টিকা জোগাড় করছে ৷

আরও পড়ুন : জেলার ভ্যাকসিন সেন্টারে দীর্ঘ লাইন, বাড়ছে সংক্রমণের শঙ্কা

বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আলোচনার পরই সমস্য়া সমাধানের রাস্তা খুঁজতে শুরু করেছে রাজ্য সরকার ৷ স্বাস্থ্য ভবনের তরফে দ্রুত পর্যাপ্ত টিকার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ তবে এই পরিস্থিতিতে আগামী দু-তিন দিনের মধ্যে অন্তত বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ প্রক্রিয়া স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলেই মতে সংশ্লিষ্ট মহলের ৷ প্রশ্ন থেকে যাচ্ছে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ নিয়েও ৷ সেই প্রক্রিয়া কবে শুরু হবে, তার উত্তর আপাতত অজানা ৷

Last Updated : May 1, 2021, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.