ETV Bharat / city

শিক্ষক দিবসের দিন নিয়োগের দাবিতে পথে নামবেন চাকরিপ্রার্থীরা - Upper Primary recruitment

আজ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন । মিছিল শেষে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন ৷

আপার প্রাইমারি চাকরিপ্রার্থী
author img

By

Published : Sep 5, 2019, 4:23 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : আবার পথে নামতে চলেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । আজ তাঁরা দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন । মিছিল শেষে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন চাকরিপ্রার্থীরা । দ্রুত নিয়োগের দাবি ছাড়াও কর্মসূচি থেকে দ্রুত প্যানেল প্রকাশ ও গেজেট অনুযায়ী রেশিও মেইনটেইন করে নিয়োগের দাবিও তোলা হবে ।

চাকরির আশায় দেখতে দেখতে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত । শেষ নিয়োগ হয়েছিল 2012 সালে । তারপরে 2014 সালে বিজ্ঞপ্তি জারি করে 2015 সালের 16 অগাস্ট পরীক্ষা হয় । ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসতে আসতে 2019 হয়ে যায় । সবমিলিয়ে প্রায় সাত বছর অপেক্ষা করে রয়েছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । 2019 সালে প্রক্রিয়ায় কিছুটা গতি এলেও হাইকোর্টের নির্দেশে ফের থমকে গেছে আপার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । এর আগেও বহুবার প্রক্রিয়া শুরু, ভেরিফিকেশন, ইন্টারভিউয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে পথে নামতে বাধ্য হয়েছিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । আজ শিক্ষক দিবসে আবার পথে নামতে চলেছেন তাঁরা । দাবি, প্যানেল প্রকাশ ও রেশিও মেইনটেইন করে দ্রুত নিয়োগ । এই দাবিগুলি নিয়ে আজ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ও তারপর রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিজেদের সমস্যা সম্পর্কে অবগত করার জন্য ডেপুটেশন দেবেন তাঁরা ।

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি কিশোর সরকার বলেন, "শিক্ষক দিবসের দিন আমরা উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের ব্যানারে রাজ্যপালের কাছে একটা ডেপুটেশন দেব । আমাদের মূল উদ্দেশ্য, 2015 সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তার দ্রুত সমাধান এবং দুর্গাপুজোর আগেই আমাদের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে যেন সম্পন্ন হয় । পাশাপাশি, যে সকল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে তাঁদের গেজেট অনুসারে যেন রেশিও মেইনটেইন করে, শূন্যপদ বৃদ্ধি করে নিয়োগ করা হয় । এই তিনটে দাবি নিয়ে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল করব এবং সেখান থেকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাব । একই সঙ্গে বিশিষ্টজনদের কাছে অনুরোধ, রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ঢিলেমি বা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়াকে দেরি করে করানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠুন । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি হাজার হাজার চাকরিপ্রার্থীদের বিষয়টা একটু লক্ষ্য করুন । যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সেই বিষয়ে কমিশনকে নির্দেশ দিন ।"

কলকাতা, 5 সেপ্টেম্বর : আবার পথে নামতে চলেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । আজ তাঁরা দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন । মিছিল শেষে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন চাকরিপ্রার্থীরা । দ্রুত নিয়োগের দাবি ছাড়াও কর্মসূচি থেকে দ্রুত প্যানেল প্রকাশ ও গেজেট অনুযায়ী রেশিও মেইনটেইন করে নিয়োগের দাবিও তোলা হবে ।

চাকরির আশায় দেখতে দেখতে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত । শেষ নিয়োগ হয়েছিল 2012 সালে । তারপরে 2014 সালে বিজ্ঞপ্তি জারি করে 2015 সালের 16 অগাস্ট পরীক্ষা হয় । ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসতে আসতে 2019 হয়ে যায় । সবমিলিয়ে প্রায় সাত বছর অপেক্ষা করে রয়েছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । 2019 সালে প্রক্রিয়ায় কিছুটা গতি এলেও হাইকোর্টের নির্দেশে ফের থমকে গেছে আপার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । এর আগেও বহুবার প্রক্রিয়া শুরু, ভেরিফিকেশন, ইন্টারভিউয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে পথে নামতে বাধ্য হয়েছিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । আজ শিক্ষক দিবসে আবার পথে নামতে চলেছেন তাঁরা । দাবি, প্যানেল প্রকাশ ও রেশিও মেইনটেইন করে দ্রুত নিয়োগ । এই দাবিগুলি নিয়ে আজ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ও তারপর রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিজেদের সমস্যা সম্পর্কে অবগত করার জন্য ডেপুটেশন দেবেন তাঁরা ।

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি কিশোর সরকার বলেন, "শিক্ষক দিবসের দিন আমরা উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের ব্যানারে রাজ্যপালের কাছে একটা ডেপুটেশন দেব । আমাদের মূল উদ্দেশ্য, 2015 সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তার দ্রুত সমাধান এবং দুর্গাপুজোর আগেই আমাদের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে যেন সম্পন্ন হয় । পাশাপাশি, যে সকল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে তাঁদের গেজেট অনুসারে যেন রেশিও মেইনটেইন করে, শূন্যপদ বৃদ্ধি করে নিয়োগ করা হয় । এই তিনটে দাবি নিয়ে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল করব এবং সেখান থেকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাব । একই সঙ্গে বিশিষ্টজনদের কাছে অনুরোধ, রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ঢিলেমি বা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়াকে দেরি করে করানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠুন । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি হাজার হাজার চাকরিপ্রার্থীদের বিষয়টা একটু লক্ষ্য করুন । যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সেই বিষয়ে কমিশনকে নির্দেশ দিন ।"

Intro:কলকাতা, ৪ সেপ্টেম্বর: আবার পথে নামতে চলেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। আগামীকাল তাঁরা দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন বলে জানাচ্ছেন। মিছিল শেষে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবি ছাড়াও আগামীকালের কর্মসূচি থেকে দ্রুত প্যানেল প্রকাশ ও গেজেট অনুযায়ী রেশিও মেইনটেইন করে নিয়োগের দাবিও তোলা হবে বলে জানাচ্ছেন তাঁরা।
Body:চাকরির আশায় একে একে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে। শেষ নিয়োগ হয়েছিল ২০১২ সালে। তারপরে ২০১৪ সালে বিজ্ঞপ্তি করে ২০১৫ সালের ১৬ অগাস্ট পরীক্ষা হয়। তার পরে ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসতে আসতে ২০১৯ সাল হয়ে যায়। সবমিলিয়ে প্রায় সাত বছর অপেক্ষা করে রয়েছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। ২০১৯ সালে প্রক্রিয়ায় কিছুটা গতি এলেও হাইকোর্টের নির্দেশে ফের থমকে গেছে আপার প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এর আগেও বহুবার প্রক্রিয়া শুরু, ভেরিফিকেশন, ইন্টারভিউয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে পথে নামতে বাধ্য হয়েছিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। আগামীকাল শিক্ষক দিবসে আবার পথে নামতে চলেছেন তাঁরা। দাবি, প্যানেল প্রকাশ ও রেশিও মেইনটেইন করে দ্রুত নিয়োগ। এই দাবিগুলি নিয়ে আগামীকাল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ও তারপর নতুন রাজ্যপালকে নিজেদের সমস্যা সম্পর্কে অবগত করার জন্য ডেপুটেশন দেবেন তাঁরা।

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি কিশোর সরকার বলেন, "আগামীকাল শিক্ষক দিবসের দিন আমরা উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের ব্যানারে মাননীয় রাজ্যপাল মহাশয়ের কাছে একটা ডেপুটেশন দিতে চলেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ২০১৫ সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তার দ্রুত সমাধান এবং দুর্গাপুজোর আগেই আমাদের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে যেন সম্পন্ন হয়। পাশাপাশি, যে সকল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে তাঁদের গেজেট অনুসারে যেন রেশিও মেইনটেইন করে, শূন্যপদ বৃদ্ধি করে নিয়োগ করা হয়। এই তিনটে দাবি নিয়ে আমরা কাল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল করব এবং সেখান থেকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাব। একই সঙ্গে আমরা রাজ্য সরকার ও যে সমস্ত বুদ্ধিজীবী মানুষজন আছেন তাঁদের কাছে অনুরোধ করছি রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ঢিলেমি বা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়াকে দেরি করে করানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠুন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি হাজার হাজার চাকরিপ্রার্থীদের বিষয়টা একটু লক্ষ্য করুন। যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সেই বিষয়ে কমিশনকে নির্দেশ দিন।"
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.