কলকাতা,20 অগস্ট: কাল, রবিবার নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশনে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মেরামতির কারণে আপ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে। আপ প্ল্যাটফর্ম থেকে ওই দিন ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করবে না (Maintenance Work in Kolkata Metro )।
কবি সুভাষ মুখি ট্রেন ডাউন প্লাটফর্মে এসে দাঁড়াবার পরে ফের ওই ডাউন প্লাটফর্ম থেকেই আপ ট্রেন অর্থাৎ দমদম ও দক্ষিণেশ্বর অভিমুখে ট্রেন ছাড়বে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। যদিও দিনের প্রথম পাঁচটি আপ ট্রেন কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ লাইন থেকেই ছাড়বে।
আরও পড়ুন: পার্থ দলের ক্যান্সার, কটাক্ষ তৃণমূল পৌরপ্রধানের, তাল ঠুকলেন সুজন
তবে এই রক্ষণাবেক্ষণের জন্য পরিষেবার উপর তেমন কোনও প্রভাব পড়বে না । কমবে না ট্রেনের সংখ্যাও । মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে রবিবার দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকে অনেকটাই। তাই যাত্রীদের তেমন একটা সমস্যায় পড়তে হবে না ।