ETV Bharat / city

ট্যাংরায় পর পর বিকট আওয়াজ, ফাটল রাস্তায় - blast

ট্যাংরা থানার কাছে বিকট আওয়াজ । ফাটল ফুটপাথ । ড্রেনের পাইপে জমা গ্যাস থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 6, 2019, 3:41 PM IST

Updated : Jun 6, 2019, 11:02 PM IST

কলকাতা, 6 জুন : ট্যাংরা থানার কাছে বিকট আওয়াজ । ফাটল ফুটপাথ ও সংলগ্ন রাস্তা । ঘটনাটি ট্যাংরার গোবিন্দখটিক রোডের । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন । পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকায় ড্রেনের পাইপলাইনগুলি বহুদিন পরিষ্কার না হওয়ায় গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে ।

tangra
ঘটনাস্থানের ছবি

স্থানীয়দের থেকে জানা গেছে, আজ দুপুরে ট্যাংরা থানার কাছে পর পর তিনটি বিকট আওয়াজ শোনা যায় । ম্যানহোলের মুখে বিস্ফোরণ হয় । ফাটে রাস্তা । দমকল ও পুলিশে খবর দেয় স্থানীয়রা । তারা এসে প্রাথমিক তদন্তের পর জানায়, পাইপে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 6 জুন : ট্যাংরা থানার কাছে বিকট আওয়াজ । ফাটল ফুটপাথ ও সংলগ্ন রাস্তা । ঘটনাটি ট্যাংরার গোবিন্দখটিক রোডের । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন । পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকায় ড্রেনের পাইপলাইনগুলি বহুদিন পরিষ্কার না হওয়ায় গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে ।

tangra
ঘটনাস্থানের ছবি

স্থানীয়দের থেকে জানা গেছে, আজ দুপুরে ট্যাংরা থানার কাছে পর পর তিনটি বিকট আওয়াজ শোনা যায় । ম্যানহোলের মুখে বিস্ফোরণ হয় । ফাটে রাস্তা । দমকল ও পুলিশে খবর দেয় স্থানীয়রা । তারা এসে প্রাথমিক তদন্তের পর জানায়, পাইপে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ।

দেখুন ভিডিয়ো
sample description
Last Updated : Jun 6, 2019, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.