ETV Bharat / city

Drinking Water Project : বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলার কাজের প্রশংসা কেন্দ্রের

author img

By

Published : Aug 30, 2022, 8:33 PM IST

মঙ্গলবার নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ সেই বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের এক আধিকারিকও উপস্থিত ছিলেন ৷ সেখানেই কেন্দ্রের তরফে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার (Drinking Water Project) ক্ষেত্রে বাংলার কাজের প্রশংসা করা হয়েছে বলে খবর ৷

Union Government Praises West Bengal Government on Drinking Water Project
Drinking Water Project : বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলার কাজের প্রশংসা কেন্দ্রের

কলকাতা, 30 অগস্ট : অতীতেও বিভিন্ন ক্ষেত্রে বাংলার উন্নয়নের কাজ প্রশংসিত হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে । বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভূয়সী প্রশংসা করেছে বাংলাকে । এবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার (Drinking Water Project) ক্ষেত্রে কেন্দ্রের প্রশংসা পেল বাংলা ।

প্রসঙ্গত মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয় । এই বৈঠকে আতস কাঁচের তলায় ছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ । এই বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে খোদ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক ।

প্রসঙ্গত, রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পে এখনও পর্যন্ত 46 লক্ষের বেশি বাড়িতে জল সংযোগ পৌঁছেছে । আর একে রাজ্যের একটা বড় সাফল্য হিসাবেই দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি । জানা গিয়েছে, সম্প্রতি 1 হাজার কোটি টাকাও দিয়েছে কেন্দ্র । এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত যে কাজ সম্পূর্ণ হয়েছে, তাঁর সার্টিফিকেশন প্রক্রিয়া শেষ করতে ।

এক্ষেত্রে কেন্দ্রের পক্ষেও রাজ্যকে স্বীকৃতি দেওয়াতে সুবিধা হবে । তবে তারা জানিয়েছে, মোটের উপর ভালো কাজ করছে রাজ্য। এবং যেভাবে রাজ্য এগোচ্ছে, তা প্রশংসার দাবি রাখে । এই বৈঠকে অবশ্য মুখ্যসচিব এই সাফল্যের পর নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্যসচিব ডিসেম্বরের মধ্যেই প্রতিটি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জলের লাইন পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ।

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ বিরোধী দল বিজেপি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের প্রকল্প নাম বদলে চালু করার অভিযোগ করেছে ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) পালটা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের প্রশংসা তৃণমূল কংগ্রেসের পক্ষে বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়েও সাহায্য করবে বলে মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন : কলকাতা নিরাপদ শহর, মমতার থেকে কাজ শেখা উচিত; মোদি-শাহকে বিঁধল তৃণমূল

কলকাতা, 30 অগস্ট : অতীতেও বিভিন্ন ক্ষেত্রে বাংলার উন্নয়নের কাজ প্রশংসিত হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে । বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভূয়সী প্রশংসা করেছে বাংলাকে । এবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার (Drinking Water Project) ক্ষেত্রে কেন্দ্রের প্রশংসা পেল বাংলা ।

প্রসঙ্গত মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয় । এই বৈঠকে আতস কাঁচের তলায় ছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ । এই বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে খোদ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক ।

প্রসঙ্গত, রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পে এখনও পর্যন্ত 46 লক্ষের বেশি বাড়িতে জল সংযোগ পৌঁছেছে । আর একে রাজ্যের একটা বড় সাফল্য হিসাবেই দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি । জানা গিয়েছে, সম্প্রতি 1 হাজার কোটি টাকাও দিয়েছে কেন্দ্র । এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত যে কাজ সম্পূর্ণ হয়েছে, তাঁর সার্টিফিকেশন প্রক্রিয়া শেষ করতে ।

এক্ষেত্রে কেন্দ্রের পক্ষেও রাজ্যকে স্বীকৃতি দেওয়াতে সুবিধা হবে । তবে তারা জানিয়েছে, মোটের উপর ভালো কাজ করছে রাজ্য। এবং যেভাবে রাজ্য এগোচ্ছে, তা প্রশংসার দাবি রাখে । এই বৈঠকে অবশ্য মুখ্যসচিব এই সাফল্যের পর নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্যসচিব ডিসেম্বরের মধ্যেই প্রতিটি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জলের লাইন পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ।

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ বিরোধী দল বিজেপি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের প্রকল্প নাম বদলে চালু করার অভিযোগ করেছে ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) পালটা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের প্রশংসা তৃণমূল কংগ্রেসের পক্ষে বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়েও সাহায্য করবে বলে মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন : কলকাতা নিরাপদ শহর, মমতার থেকে কাজ শেখা উচিত; মোদি-শাহকে বিঁধল তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.