ETV Bharat / city

কোরোনায় মৃতদের সৎকারে গাফিলতি ? টুইট "স্তম্ভিত" রাজ্যপালের - জগদীপ ধনকড়ের টুইট

রাজ্য সরকার যেভাবে কোরোনায় সংক্রমিতদের দেহ সৎকার করছে তা অসামাজিক ও অমার্জিত । টুইটে ক্ষোভ রাজ্যপালের ।

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়
author img

By

Published : Jun 13, 2020, 6:37 PM IST

কলকাতা, 13 জুন : ফের টুইট বাণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । গতকালই পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যে কোরোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট । এবার সেই নিয়ে রাজ্য সরকারকে আরও একবার আক্রমণ করলেন রাজ্যপাল। কোরোনায় মৃতদের দেহ সৎকারে অবহেলা করছে রাজ্য প্রশাসন, টুইটে এমনই অভিযোগ তুললেন তিনি ।

টুইটারে রাজ্যপাল লেখেন, "রাজ্যে কোরোনায় মৃতদের দেহ যে নোংরাভাবে সংকার করা হচ্ছে তা নিয়ে আমায় জানিয়েছেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । আমার কাছে 14 জন এমন রোগীর খবর আছে যাঁরা মারা গেছেন। তাঁদের হাসপাতালে ভরতি থেকে শুরু করে দেহ সৎকার পর্যন্ত যাবতীয় বিস্তারিত তথ্য রয়েছে । এই সবক'টি ক্ষেত্রেই মৃতদেহ সৎকারে গাফিলতি ধরা পড়েছে । এতে আমি স্তম্ভিত ।"

  • Commissioner Vinod Kumar @kmc_kolkata updated me about sordid saga of dead body disposal- factual details about all 14 dead bodies right from admission to hospital till disposal, as also lapses committed and those involved to be rendered.

    Ghastly episode has shocked all. (1/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "এই ভাবে মৃতদেহ সৎকার করা সত্যিই অসামাজিক ও অমার্জিত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কাজে নিন্দার ঝড় উঠছে । লোহার হুক দিয়ে বার বার টানাটানি করা হয়েছে দেহগুলি । আমাদের বহু প্রাচীন সৎকারের প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হচ্ছে । এর জন্য অতি সত্বর ক্ষমা চাওয়া প্রয়োজন ।"

  • Such uncivilised and uncouth approach in disposal of dead bodies @MamataOfficial came for severe condemnation all over. Our age old traditions were mercilessly decimated by repeated dragging of dead bodies by iron hook.

    Urge immediate apology to society at large. (2/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আজ সকালেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটে করেছিলেন । সেই টুইটে তিনি লিখেছিলেন, রাজ্য সরকারের তরফে দেওয়া কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয় ৷ সরকারের তরফে কেন সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি ৷

কীভাবে কোরোনা রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির সৎকারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে গতকাল এক শুনানিতে বিস্তারিত তথ্য জানতে চায় শীর্ষ আদালত । শুনানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের কোরোনা মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে মৃতদেহ । কোরোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে । হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকী মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে শামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।

এদিকে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, প্রশাসন কোরোনায় মৃতদের দেহর প্রতি যথাযথ মর্যাদা বজায় রাখে । প্রশাসন যথেষ্ট স্বচ্ছভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করছে । যথাযথ তথ্য পরিবেশন থেকে শুরু করে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আত্মীয় পরিজনদের সুযোগ করে দেওয়া, দেহের যথাযথ সৎকার করা ইত্যাদি সবকিছুই করছে রাজ্য । সদ্য যে মৃতদেহ সরানোর চিত্রটি সামনে এসেছে, তা ভুলভাবে পরিবেশন করা হচ্ছে । যে ছবি সামনে এসেছে সেটি মূলত দুর্ঘটনায় মৃত অজ্ঞাতপরিচয় দেহগুলি মর্গ থকে সরানো হচ্ছিল । এগুলির সঙ্গে কোরোনার কোনও যোগ নেই । রাজ্যের আধিকারিকদের ও রাজ্যপালকে এ-বিষয়ে জানানো হয়েছে ।

  • ..some unidentified and decomposed dead bodies lying (post accidents etc) in a morgue has no relationship whatsoever with the current pandemic.This has been communicated in writing and in person by most senior state officials even to Hon'ble Governor. (3/5)

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 13 জুন : ফের টুইট বাণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । গতকালই পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যে কোরোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট । এবার সেই নিয়ে রাজ্য সরকারকে আরও একবার আক্রমণ করলেন রাজ্যপাল। কোরোনায় মৃতদের দেহ সৎকারে অবহেলা করছে রাজ্য প্রশাসন, টুইটে এমনই অভিযোগ তুললেন তিনি ।

টুইটারে রাজ্যপাল লেখেন, "রাজ্যে কোরোনায় মৃতদের দেহ যে নোংরাভাবে সংকার করা হচ্ছে তা নিয়ে আমায় জানিয়েছেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । আমার কাছে 14 জন এমন রোগীর খবর আছে যাঁরা মারা গেছেন। তাঁদের হাসপাতালে ভরতি থেকে শুরু করে দেহ সৎকার পর্যন্ত যাবতীয় বিস্তারিত তথ্য রয়েছে । এই সবক'টি ক্ষেত্রেই মৃতদেহ সৎকারে গাফিলতি ধরা পড়েছে । এতে আমি স্তম্ভিত ।"

  • Commissioner Vinod Kumar @kmc_kolkata updated me about sordid saga of dead body disposal- factual details about all 14 dead bodies right from admission to hospital till disposal, as also lapses committed and those involved to be rendered.

    Ghastly episode has shocked all. (1/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "এই ভাবে মৃতদেহ সৎকার করা সত্যিই অসামাজিক ও অমার্জিত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কাজে নিন্দার ঝড় উঠছে । লোহার হুক দিয়ে বার বার টানাটানি করা হয়েছে দেহগুলি । আমাদের বহু প্রাচীন সৎকারের প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হচ্ছে । এর জন্য অতি সত্বর ক্ষমা চাওয়া প্রয়োজন ।"

  • Such uncivilised and uncouth approach in disposal of dead bodies @MamataOfficial came for severe condemnation all over. Our age old traditions were mercilessly decimated by repeated dragging of dead bodies by iron hook.

    Urge immediate apology to society at large. (2/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আজ সকালেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটে করেছিলেন । সেই টুইটে তিনি লিখেছিলেন, রাজ্য সরকারের তরফে দেওয়া কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয় ৷ সরকারের তরফে কেন সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি ৷

কীভাবে কোরোনা রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির সৎকারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে গতকাল এক শুনানিতে বিস্তারিত তথ্য জানতে চায় শীর্ষ আদালত । শুনানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের কোরোনা মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে মৃতদেহ । কোরোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে । হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকী মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে শামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।

এদিকে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, প্রশাসন কোরোনায় মৃতদের দেহর প্রতি যথাযথ মর্যাদা বজায় রাখে । প্রশাসন যথেষ্ট স্বচ্ছভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করছে । যথাযথ তথ্য পরিবেশন থেকে শুরু করে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আত্মীয় পরিজনদের সুযোগ করে দেওয়া, দেহের যথাযথ সৎকার করা ইত্যাদি সবকিছুই করছে রাজ্য । সদ্য যে মৃতদেহ সরানোর চিত্রটি সামনে এসেছে, তা ভুলভাবে পরিবেশন করা হচ্ছে । যে ছবি সামনে এসেছে সেটি মূলত দুর্ঘটনায় মৃত অজ্ঞাতপরিচয় দেহগুলি মর্গ থকে সরানো হচ্ছিল । এগুলির সঙ্গে কোরোনার কোনও যোগ নেই । রাজ্যের আধিকারিকদের ও রাজ্যপালকে এ-বিষয়ে জানানো হয়েছে ।

  • ..some unidentified and decomposed dead bodies lying (post accidents etc) in a morgue has no relationship whatsoever with the current pandemic.This has been communicated in writing and in person by most senior state officials even to Hon'ble Governor. (3/5)

    — HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.