কলকাতা, 13 জুন : ফের টুইট বাণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । গতকালই পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যে কোরোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট । এবার সেই নিয়ে রাজ্য সরকারকে আরও একবার আক্রমণ করলেন রাজ্যপাল। কোরোনায় মৃতদের দেহ সৎকারে অবহেলা করছে রাজ্য প্রশাসন, টুইটে এমনই অভিযোগ তুললেন তিনি ।
টুইটারে রাজ্যপাল লেখেন, "রাজ্যে কোরোনায় মৃতদের দেহ যে নোংরাভাবে সংকার করা হচ্ছে তা নিয়ে আমায় জানিয়েছেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । আমার কাছে 14 জন এমন রোগীর খবর আছে যাঁরা মারা গেছেন। তাঁদের হাসপাতালে ভরতি থেকে শুরু করে দেহ সৎকার পর্যন্ত যাবতীয় বিস্তারিত তথ্য রয়েছে । এই সবক'টি ক্ষেত্রেই মৃতদেহ সৎকারে গাফিলতি ধরা পড়েছে । এতে আমি স্তম্ভিত ।"
-
Commissioner Vinod Kumar @kmc_kolkata updated me about sordid saga of dead body disposal- factual details about all 14 dead bodies right from admission to hospital till disposal, as also lapses committed and those involved to be rendered.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ghastly episode has shocked all. (1/3)
">Commissioner Vinod Kumar @kmc_kolkata updated me about sordid saga of dead body disposal- factual details about all 14 dead bodies right from admission to hospital till disposal, as also lapses committed and those involved to be rendered.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020
Ghastly episode has shocked all. (1/3)Commissioner Vinod Kumar @kmc_kolkata updated me about sordid saga of dead body disposal- factual details about all 14 dead bodies right from admission to hospital till disposal, as also lapses committed and those involved to be rendered.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020
Ghastly episode has shocked all. (1/3)
তিনি আরও লেখেন, "এই ভাবে মৃতদেহ সৎকার করা সত্যিই অসামাজিক ও অমার্জিত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কাজে নিন্দার ঝড় উঠছে । লোহার হুক দিয়ে বার বার টানাটানি করা হয়েছে দেহগুলি । আমাদের বহু প্রাচীন সৎকারের প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হচ্ছে । এর জন্য অতি সত্বর ক্ষমা চাওয়া প্রয়োজন ।"
-
Such uncivilised and uncouth approach in disposal of dead bodies @MamataOfficial came for severe condemnation all over. Our age old traditions were mercilessly decimated by repeated dragging of dead bodies by iron hook.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Urge immediate apology to society at large. (2/3)
">Such uncivilised and uncouth approach in disposal of dead bodies @MamataOfficial came for severe condemnation all over. Our age old traditions were mercilessly decimated by repeated dragging of dead bodies by iron hook.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020
Urge immediate apology to society at large. (2/3)Such uncivilised and uncouth approach in disposal of dead bodies @MamataOfficial came for severe condemnation all over. Our age old traditions were mercilessly decimated by repeated dragging of dead bodies by iron hook.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020
Urge immediate apology to society at large. (2/3)
এদিকে আজ সকালেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটে করেছিলেন । সেই টুইটে তিনি লিখেছিলেন, রাজ্য সরকারের তরফে দেওয়া কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয় ৷ সরকারের তরফে কেন সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি ৷
কীভাবে কোরোনা রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির সৎকারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে গতকাল এক শুনানিতে বিস্তারিত তথ্য জানতে চায় শীর্ষ আদালত । শুনানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের কোরোনা মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে মৃতদেহ । কোরোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে । হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকী মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে শামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।
এদিকে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, প্রশাসন কোরোনায় মৃতদের দেহর প্রতি যথাযথ মর্যাদা বজায় রাখে । প্রশাসন যথেষ্ট স্বচ্ছভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করছে । যথাযথ তথ্য পরিবেশন থেকে শুরু করে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আত্মীয় পরিজনদের সুযোগ করে দেওয়া, দেহের যথাযথ সৎকার করা ইত্যাদি সবকিছুই করছে রাজ্য । সদ্য যে মৃতদেহ সরানোর চিত্রটি সামনে এসেছে, তা ভুলভাবে পরিবেশন করা হচ্ছে । যে ছবি সামনে এসেছে সেটি মূলত দুর্ঘটনায় মৃত অজ্ঞাতপরিচয় দেহগুলি মর্গ থকে সরানো হচ্ছিল । এগুলির সঙ্গে কোরোনার কোনও যোগ নেই । রাজ্যের আধিকারিকদের ও রাজ্যপালকে এ-বিষয়ে জানানো হয়েছে ।
-
..some unidentified and decomposed dead bodies lying (post accidents etc) in a morgue has no relationship whatsoever with the current pandemic.This has been communicated in writing and in person by most senior state officials even to Hon'ble Governor. (3/5)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">..some unidentified and decomposed dead bodies lying (post accidents etc) in a morgue has no relationship whatsoever with the current pandemic.This has been communicated in writing and in person by most senior state officials even to Hon'ble Governor. (3/5)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 13, 2020..some unidentified and decomposed dead bodies lying (post accidents etc) in a morgue has no relationship whatsoever with the current pandemic.This has been communicated in writing and in person by most senior state officials even to Hon'ble Governor. (3/5)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 13, 2020