ETV Bharat / city

Udayan Guha : সিতাইয়ে গুলি চালানোর ঘটনায় বিএসএফকেই কাঠগড়ায় তুললেন উদয়ন

সিতাইয়ে গতকাল বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে তিনজনের ৷ তার মধ্যে দু'জন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক ৷ বিএসএফের দাবি, মৃতরা গরুপাচারকারী ছিল ৷ এই গোটা ঘটনায় বিএসএফকেই দায়ী করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) ৷

Udayan Guha
Udayan Guha
author img

By

Published : Nov 13, 2021, 11:51 AM IST

কলকাতা, 13 নভেম্বর : সিতাইয়ে বিএসএফের গুলি চালনার ঘটনায় তীব্র নিন্দা করলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) । সিতাইয়ে বিএসএফের গুলিতে অসমর্থিত সূত্র অনুযায়ী মোট 4 জনের মৃত্যু হয় । এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে । তার প্রেক্ষিতেই সরাসরি বিএসএফকে কাঠ গড়ায় তুলেছেন তিনি । উদয়ন গুহ স্পষ্ট অভিযোগ করেছেন, বিএসএফের মদতেই সীমান্ত এলাকায় চলে গরুপাচার । ভারতীয়দের ওপরেই জুলুমবাজি করে বিএসএফই ।

বিধানসভায় গতকাল সাংবাদিক সম্মেলন করেন উদয়ন ৷ সেখানে বিএসএফের গুলি চালানোর পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । যেভাবে সরাসরি মাথায় গুলি চালানো হয়েছে তাতে এই ঘটনাকে পরিকল্পিত খুন আখ্যা দেন তিনি ।

সিতাইয়ে গুলি চালনার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন উদয়ন । দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেছেন বিএসএফের মদতেই চলে গরুপাচার । দিনহাটায় সাংবাদিক বৈঠক করে এই ঘটনার সরাসরি বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি । বলেন, "ভারতীয় সীমান্তের 150 গজ ভিতরে কাঁটা তারের বেড়া । ভারত তার নিজের জায়গা ছেড়ে কাঁটা তারের বেড়া দিচ্ছে । যত জুলুম ভারতীয়দের ওপর । বিএসএফের কী জুলুম আমরা জানি । আমরা যারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করি, আমরা জানি । আমাদের পর্যন্তও ছাড়ে না ওরা । গাড়ি আটকে নানা প্রশ্ন করে বিব্রত করে । সাধারণ মানুষও ওপরেও ওদের অত্যাচার বাড়বে ।" সিতাইয়ের ঘটনা নিয়ে অমিত শাহের মন্ত্রকের জবাবদিহি দাবি করেছেন তিনি ।

এদিকে সিতাই সীমান্তে বিএসএফের গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে । কোচবিহার সীমান্ত গুয়াহাটি ফ্রন্টিয়ারের আওতায় পড়ে । তাই সিতাই সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিএসএফ কর্তার রিপোর্ট তলব করেছেন গুয়াহাটির বিএসএফের আইজির । কী ঘটনা ঘটেছিল, কতজন জড়ো হয়েছিল, গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা ইত্যাদি-সহ 6টি বিষয়ে জানতে চেয়ে রিপোর্ট চাইলেন গুয়াহাটির আইজি । গুলি চালানোর কারণ উল্লেখ করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

কোচবিহারের সিতাই সীমান্তে বিএসএফের গুলি চালনার ঘটনায় প্রথমে 2 বাংলাদেশি ও 1 ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া যায় । পরে আরও একজনের দেহ উদ্ধার হয় । গরুপাচারের অভিযোগে গুলি, দাবি বিএসএফের । সাতভাণ্ডারীতে গুলি চালানো হয় বলে অভিযোগ । তবে বিএসএফ বলছে, মৃত্যু হয়েছে 2 জনের ।

অসমর্থিত সূত্রে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে । একজনের দেহ পড়ে রয়েছে সীমান্তের কাঁটা তারের এপারে । অপর তিনজনের দেহ ওপারে পড়ে থাকতে দেখা যায় । গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন । বিএসএফের বক্তব্য, চোরাপথে গরু পাচার চলছিল । পাচারকারীদের ধরতেই গুলি চালানো হয় । এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার হয়েছে । বিএসএফের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : Dilip Ghosh on Udayan Guha : গরুপাচারকারীদের মৃত্যুতে উদয়নের এত কষ্ট কেন, প্রশ্ন দিলীপের

কলকাতা, 13 নভেম্বর : সিতাইয়ে বিএসএফের গুলি চালনার ঘটনায় তীব্র নিন্দা করলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) । সিতাইয়ে বিএসএফের গুলিতে অসমর্থিত সূত্র অনুযায়ী মোট 4 জনের মৃত্যু হয় । এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে । তার প্রেক্ষিতেই সরাসরি বিএসএফকে কাঠ গড়ায় তুলেছেন তিনি । উদয়ন গুহ স্পষ্ট অভিযোগ করেছেন, বিএসএফের মদতেই সীমান্ত এলাকায় চলে গরুপাচার । ভারতীয়দের ওপরেই জুলুমবাজি করে বিএসএফই ।

বিধানসভায় গতকাল সাংবাদিক সম্মেলন করেন উদয়ন ৷ সেখানে বিএসএফের গুলি চালানোর পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । যেভাবে সরাসরি মাথায় গুলি চালানো হয়েছে তাতে এই ঘটনাকে পরিকল্পিত খুন আখ্যা দেন তিনি ।

সিতাইয়ে গুলি চালনার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন উদয়ন । দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেছেন বিএসএফের মদতেই চলে গরুপাচার । দিনহাটায় সাংবাদিক বৈঠক করে এই ঘটনার সরাসরি বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি । বলেন, "ভারতীয় সীমান্তের 150 গজ ভিতরে কাঁটা তারের বেড়া । ভারত তার নিজের জায়গা ছেড়ে কাঁটা তারের বেড়া দিচ্ছে । যত জুলুম ভারতীয়দের ওপর । বিএসএফের কী জুলুম আমরা জানি । আমরা যারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করি, আমরা জানি । আমাদের পর্যন্তও ছাড়ে না ওরা । গাড়ি আটকে নানা প্রশ্ন করে বিব্রত করে । সাধারণ মানুষও ওপরেও ওদের অত্যাচার বাড়বে ।" সিতাইয়ের ঘটনা নিয়ে অমিত শাহের মন্ত্রকের জবাবদিহি দাবি করেছেন তিনি ।

এদিকে সিতাই সীমান্তে বিএসএফের গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে । কোচবিহার সীমান্ত গুয়াহাটি ফ্রন্টিয়ারের আওতায় পড়ে । তাই সিতাই সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিএসএফ কর্তার রিপোর্ট তলব করেছেন গুয়াহাটির বিএসএফের আইজির । কী ঘটনা ঘটেছিল, কতজন জড়ো হয়েছিল, গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা ইত্যাদি-সহ 6টি বিষয়ে জানতে চেয়ে রিপোর্ট চাইলেন গুয়াহাটির আইজি । গুলি চালানোর কারণ উল্লেখ করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

কোচবিহারের সিতাই সীমান্তে বিএসএফের গুলি চালনার ঘটনায় প্রথমে 2 বাংলাদেশি ও 1 ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া যায় । পরে আরও একজনের দেহ উদ্ধার হয় । গরুপাচারের অভিযোগে গুলি, দাবি বিএসএফের । সাতভাণ্ডারীতে গুলি চালানো হয় বলে অভিযোগ । তবে বিএসএফ বলছে, মৃত্যু হয়েছে 2 জনের ।

অসমর্থিত সূত্রে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে । একজনের দেহ পড়ে রয়েছে সীমান্তের কাঁটা তারের এপারে । অপর তিনজনের দেহ ওপারে পড়ে থাকতে দেখা যায় । গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন । বিএসএফের বক্তব্য, চোরাপথে গরু পাচার চলছিল । পাচারকারীদের ধরতেই গুলি চালানো হয় । এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার হয়েছে । বিএসএফের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : Dilip Ghosh on Udayan Guha : গরুপাচারকারীদের মৃত্যুতে উদয়নের এত কষ্ট কেন, প্রশ্ন দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.