ETV Bharat / city

SSC Officials at Nizam Palace : পুলিশি প্রহরায় অবশেষে নিজাম প্যালেসে হাজিরা দুই এসএসসি আধিকারিকের - Two SSC officers appeared before CBI at the Nizam Palace

নিজাম প্যালেসে হাজিরা দিলেন এসএসসির দুই আধিকারিক (SSC Officials at Nizam Palace) ৷ পুলিশি প্রহরায় সোমবার তাঁরা সিবিআই অফিসে এসেছেন ৷

SSC Recruitment Case
নিজাম প্যালেসে হাজিরা দিলেন এসএসসির দুই আধিকারিক
author img

By

Published : Apr 4, 2022, 6:22 PM IST

কলকাতা, 4 এপ্রিল : অবশেষে সিবিআই দফতরে নিজাম প্যালেসের 14 তলায় এসএসসির দুই আধিকারিক হাজিরা দিলেন । এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা নিজাম পালেস আসেন । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একজন এসআই পদমর্যাদার অধিকারিক (SSC Officials at Nizam Palace) ।

হাইকোর্টের এসএসসির নিয়োগ নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে এদিন সিবিআইয়ের অফিসে হাজিরা দিলেন এসএসসির দুই আধিকারিক । হাইকোর্টের নির্দেশে তাঁরা হাজিরা দেন ৷ তবে এদিন নিজাম প্যালেসে ঢোকার সময় কোনও কথা বলতে চাননি তাঁরা (SSC Group D Recruitment Case at Calcutta High Court) ।

SSC Recruitment Case
নিজাম প্যালেসে ঢুকছেন দুই এসএসসি আধিকারিক

সিবিআইয়ের আধিকারিকরা এই দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা যাচ্ছে । মূলত কীভাবে এসএসসির এই নিয়োগ হয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ পাশাপাশি কোনও রাজনৈতিক প্রভাবশালী এই ঘটনায় যুক্ত রয়েছেন কিনা, তাও জানা চেষ্টা করছেন গোয়েন্দারা ।

কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় এসএসসির এই আধিকারিকদের সিবিআই দফতরে হাজিরা দিতে হবে ।

আরও পড়ুন : SSC Group D Recruitment Case : 4 আধিকারিককে আজ পুনরায় তলব সিবিআইয়ের, অপেক্ষা প্রধান বিচারপতির নির্দেশের

কলকাতা, 4 এপ্রিল : অবশেষে সিবিআই দফতরে নিজাম প্যালেসের 14 তলায় এসএসসির দুই আধিকারিক হাজিরা দিলেন । এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা নিজাম পালেস আসেন । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একজন এসআই পদমর্যাদার অধিকারিক (SSC Officials at Nizam Palace) ।

হাইকোর্টের এসএসসির নিয়োগ নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে এদিন সিবিআইয়ের অফিসে হাজিরা দিলেন এসএসসির দুই আধিকারিক । হাইকোর্টের নির্দেশে তাঁরা হাজিরা দেন ৷ তবে এদিন নিজাম প্যালেসে ঢোকার সময় কোনও কথা বলতে চাননি তাঁরা (SSC Group D Recruitment Case at Calcutta High Court) ।

SSC Recruitment Case
নিজাম প্যালেসে ঢুকছেন দুই এসএসসি আধিকারিক

সিবিআইয়ের আধিকারিকরা এই দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা যাচ্ছে । মূলত কীভাবে এসএসসির এই নিয়োগ হয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ পাশাপাশি কোনও রাজনৈতিক প্রভাবশালী এই ঘটনায় যুক্ত রয়েছেন কিনা, তাও জানা চেষ্টা করছেন গোয়েন্দারা ।

কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় এসএসসির এই আধিকারিকদের সিবিআই দফতরে হাজিরা দিতে হবে ।

আরও পড়ুন : SSC Group D Recruitment Case : 4 আধিকারিককে আজ পুনরায় তলব সিবিআইয়ের, অপেক্ষা প্রধান বিচারপতির নির্দেশের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.