কলকাতা, 22 ডিসেম্বর: লন্ডন থেকে কলকাতায় আসা এক বিমানের দুই যাত্রীর শরীরে কোভিড-19 সংক্রমণ খোঁজ মিলল । রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কোভিড-19 আক্রান্ত এই দু'জনকে বিশেষ আইসোলেশনে রাখা হয়েছে ।
আরও পড়ুন: কোরোনার ভ্যাকসিন নিলেন বাইডেন, করা হল লাইভ সম্প্রচার
জানা গিয়েছে, লন্ডন থেকে কলকাতায় বিমানটি গতকাল, সোমবার এসেছে । এই বিমানে 222 জন যাত্রী ছিলেন । এই কোভিড-19 টেস্টের রিপোর্টে দুই যাত্রীর শরীরে কোভিড-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিমানের দুই যাত্রীর কোভিড-19 পজিটিভ পাওয়া গিয়েছে । এই দু'জনকে আইসোলেশনে রাখা হয়েছে ।" জানা গিয়েছে, কোভিড-19-এ আক্রান্ত এই দু'জন উপসর্গহীন ।
আরও পড়ুন: 6 মাসে প্রথম, দেশে দৈনিক সংক্রমণ নামল 20 হাজারের নিচে
গতকাল, 21 ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক নির্দেশিকায় আজ থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত লন্ডন থেকে এদেশে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করে । আন্তর্জাতিক কোনও বিমানে চেপে লন্ডন থেকে এদেশে কোনও যাত্রী এলে, আরটি-পিসিআর পদ্ধতিতে সেই যাত্রীর কোভিড-19 টেস্ট করানো বাধ্যতামূলক করা হয়েছে । এর পাশাপাশি কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁদের কোভিড-19 পজিটিভ ধরা পড়বে, তাঁদেরকে অবশ্যই সরকারি ব্যবস্থাপনায় কোয়ারান্টাইন অথবা আইসোলেশনে থাকতে হবে । যাঁদের ক্ষেত্রে কোভিড-19 নেগেটিভ পাওয়া যাবে, তাঁদেরকে বাড়িতে সাতদিন আইসোলেশনে থাকতে হবে । ইংল্যান্ডে নতুন করে কোভিড-19 সংক্রমণের জেরে স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।