কলকাতা, 11 সেপ্টেম্বর : হাওড়া - যোধপুর/ বিকানের স্পেশালের পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । এই একটি ট্রেনের পরিবর্তে দু'টি স্পেশাল ট্রেন চালানো হবে – একটি হাওড়া-যোধপুর-হাওড়া স্টেশন ও অন্যটি হাওড়া-বিকানের-হাওড়া ।
আগামী 1 অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে 02307 / 02308 হাওড়া - যোধপুর / বিকানের স্পেশাল ট্রেনটি । এর পরিবর্তে চালানো হবে দু'টি ট্রেন । একটি যাবে যোধপুর এবং অপরটি যাবে বিকানের ।
02385 / 02386 হাওড়া - যোধপুর - হাওড়া স্পেশাল । এই ট্রেনটি সপ্তাহে চারদিন চলাচল করবে । আগামী 3 অক্টোবর থেকে 02385 হাওড়া থেকে প্রতি মঙ্গলবার, বুধবার, শনিবার ও রবিবার যোধপুর যাওয়ার জন্য রওনা হবে ট্রেনটি । এই ট্রেনটি জয়পুর, নাওয়া সিটি, কুচামান সিটি, মাকরানা, ডেগান, ও মেরটা রোড স্টেশনে থামবে ।
5 অক্টোবর থেকে 02386 যোধপুর থেকে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়ার জন্য ছাড়বে । এই ট্রেনটি মেরটা রোড, দেগানা, মাকরানা, কুচামান সিটি, নাওয়া সিটি ও জয়পুর স্টেশনে থামবে ।
আরও পড়ুন : 12 সেপ্টেম্বর থেকে আরও 40 জোড়া স্পেশাল ট্রেন
অন্যদিকে 02387 হাওড়া - বিকানের স্পেশাল 1 অক্টোবর থেকে প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়বে । এই ট্রেনটি জয়পুর, নাওয়া সিটি, কুচামান সিটি, মাকরানা, দেগানা, মেরটা রোড, নাগাউর, নোক্ষা ও দেশনোক স্টেশনে থামবে।
02388 বিকানের - হাওড়া স্পেশাল 3 অক্টোবর থেকে প্রতি সপ্তাহের বুধবার, শনিবার ও রবিবার ছাড়বে । এই ট্রেনটি দেশনোক, নোক্ষা, নাগাউর, মেরটা রোড, ডেগানা, মাকরানা, কুচামান সিটি, নাওয়া সিটি ও জয়পুর স্টেশনে থামবে।
প্রসঙ্গত, 5 সেপ্টেম্বর ভারতীয় রেলের তরফে জানানো হয়, বর্তমানে যে 115 জোড়া স্পেশাল ট্রেন চলছে, তার সঙ্গে আরও 40 জোড়া বাড়তি স্পেশাল ট্রেন দেওয়া হবে । 12 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকে এই নতুন ট্রেনগুলি চলাচল করা শুরু করবে বলেও জানানো হয়েছিল । রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব বলেছিলেন, বর্তমানে যেসব ট্রেনগুলি চলছে সেগুলিকে পর্যবেক্ষণে রাখা হবে । কোন ট্রেনগুলির লম্বা ওয়েটিং লিস্ট রয়েছে তা নির্ধারণ করা হবে । তিনি আরও বলেছিলেন, "যেখানেই নির্দিষ্ট কোনও একটি ট্রেনের চাহিদা বেশি দেখা যাবে বা লম্বা ওয়েটিং লিস্ট থাকবে, আমরা সেখানে আরও একটি ট্রেন চালাব ৷ যাতে সব যাত্রী যাতায়াত করতে পারেন ।"
পাশাপাশি পরীক্ষা বা সমতুল্য কোনও কারণে কোনও রাজ্যে ট্রেনের দরকার পড়লে সেখানেও ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছিল রেলের তরফে ।