ETV Bharat / city

Amit Shah's Bengal Visit : দু’দিনের বঙ্গ সফরে অমিত, শাহী সাক্ষাৎ চায় বিক্ষুব্ধরা

আগামী 16 এপ্রিল উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ সেদিন তিনবিঘায় সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি ৷ এছাড়া সেদিন ও তার পর দিন উত্তরবঙ্গ ও কলকাতায় বিজেপির বৈঠকেও তিনি থাকবেন বলে জানা গিয়েছে ৷

two-days-bengal-visit-of-amit-shah
Amit Shah's Bengal Visit : দু’দিনের বঙ্গ সফরে অমিত, শাহী সাক্ষাৎ চায় বিক্ষুব্ধরা
author img

By

Published : Apr 6, 2022, 5:27 PM IST

কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর প্রথমবার এই রাজ্যে পা রাখতে চলেছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ দু’দিনের সফরে তিনি আসছেন বাংলায় (Two Days Bengal Visit of Amit Shah) ৷ আগামী 16 এপ্রিল তিনি থাকবেন উত্তরবঙ্গে ৷ তার পর দিন 17 এপ্রিল তিনি কলকাতায় থাকবেন ৷ এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেমন তিনি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তেমনই বিজেপির অন্যতম হেভিওয়েট কেন্দ্রীয় নেতা হিসেবে বঙ্গের গেরুয়া শিবিরের সংগঠনের হালহকিকৎ নিয়ে খোঁজ খবর নেবেন ৷ অন্তত বিজেপি সূত্রে তেমনই জানা গিয়েছে ৷

বাংলার প্রধান বিরোধী দলের ওই সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি তাঁর মন্ত্রক থেকে চূড়ান্ত হয়েছে ৷ 16 এপ্রিল পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ উত্তরবঙ্গের তিনবিঘায় যাবেন ৷ সেখানে যোগ দেবেন সরকারি কর্মসূচিতে ৷ ওইদিনই উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিদের সঙ্গে বৈঠকও করবেন অমিত শাহ ৷

পরদিন কলকাতায় মূলত দলের কর্মসূচিতেই অংশ নেবেন অমিত শাহ ৷ বিজেপি সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সাংগঠনিক জেলার সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷ এছাড়া দলের কোর গ্রুপ অর্থাৎ রাজ্যস্তরের শীর্ষ নেতাদের সঙ্গেও আলাদাভাবে কথা বলবেন তিনি ৷

এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) জানান, বঙ্গ সফরের সময় অমিত শাহ যাতে সাংগঠনিক বৈঠক করেন, সেই বিষয়ে আবেদন করা হয়েছিল ৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে ৷ সেই মতো সমস্ত ব্যবস্থা করা হচ্ছে ৷ অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্য কমিটির নতুন সদস্যদের বৈঠক হবে বলেও তিনি জানিয়েছেন ৷

এদিকে বিজেপির অন্য একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অমিত শাহের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করতে পারেন গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ অংশ ৷ তাঁরা নিজেদের দাবি সরাসরি অমিত শাহের কাছে তুলে ধরতে চান ৷ অন্যদিকে সুকান্ত মজুমদার জানিয়েছেন, বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে একটি রিপোর্ট তাঁরা অমিত শাহের তুলে দেবেন ৷

আরও পড়ুন : TMCs Complaint against Suvendu : ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টায় অভিযুক্ত শুভেন্দু, কমিশনে কুণাল

কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর প্রথমবার এই রাজ্যে পা রাখতে চলেছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ দু’দিনের সফরে তিনি আসছেন বাংলায় (Two Days Bengal Visit of Amit Shah) ৷ আগামী 16 এপ্রিল তিনি থাকবেন উত্তরবঙ্গে ৷ তার পর দিন 17 এপ্রিল তিনি কলকাতায় থাকবেন ৷ এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেমন তিনি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তেমনই বিজেপির অন্যতম হেভিওয়েট কেন্দ্রীয় নেতা হিসেবে বঙ্গের গেরুয়া শিবিরের সংগঠনের হালহকিকৎ নিয়ে খোঁজ খবর নেবেন ৷ অন্তত বিজেপি সূত্রে তেমনই জানা গিয়েছে ৷

বাংলার প্রধান বিরোধী দলের ওই সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি তাঁর মন্ত্রক থেকে চূড়ান্ত হয়েছে ৷ 16 এপ্রিল পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ উত্তরবঙ্গের তিনবিঘায় যাবেন ৷ সেখানে যোগ দেবেন সরকারি কর্মসূচিতে ৷ ওইদিনই উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিদের সঙ্গে বৈঠকও করবেন অমিত শাহ ৷

পরদিন কলকাতায় মূলত দলের কর্মসূচিতেই অংশ নেবেন অমিত শাহ ৷ বিজেপি সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সাংগঠনিক জেলার সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷ এছাড়া দলের কোর গ্রুপ অর্থাৎ রাজ্যস্তরের শীর্ষ নেতাদের সঙ্গেও আলাদাভাবে কথা বলবেন তিনি ৷

এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) জানান, বঙ্গ সফরের সময় অমিত শাহ যাতে সাংগঠনিক বৈঠক করেন, সেই বিষয়ে আবেদন করা হয়েছিল ৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে ৷ সেই মতো সমস্ত ব্যবস্থা করা হচ্ছে ৷ অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্য কমিটির নতুন সদস্যদের বৈঠক হবে বলেও তিনি জানিয়েছেন ৷

এদিকে বিজেপির অন্য একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অমিত শাহের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করতে পারেন গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ অংশ ৷ তাঁরা নিজেদের দাবি সরাসরি অমিত শাহের কাছে তুলে ধরতে চান ৷ অন্যদিকে সুকান্ত মজুমদার জানিয়েছেন, বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে একটি রিপোর্ট তাঁরা অমিত শাহের তুলে দেবেন ৷

আরও পড়ুন : TMCs Complaint against Suvendu : ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টায় অভিযুক্ত শুভেন্দু, কমিশনে কুণাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.