কলকাতা, 12 এপ্রিল : আজ আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। দুই কেন্দ্রে সুষ্ঠ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷ আসানসোলের 100 শতাংশ বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে ৷ আসানসোলে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৷ উপনির্বাচনের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম (WB By Poll 2022)। 24 ঘণ্টার জন্য খোলা থাকবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর-033 2479 5726। সকাল থেকে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে কমিশনের কন্ট্রোল রুমে ৷ অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে ৷
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে যে এলাকাগুলিতে আজ ভোটগ্রহণ চলছে সেখানকার ভোটাররা অভিযোগ জানাতে যোগাযোগ করতে পারবেন উপরোক্ত নম্বরে। ভোটার থেকে প্রার্থী সকলেই অভিযোগ জানাতে পারবেন সংশ্লিষ্ট নম্বরে ৷
আরও পড়ুন : বালিগঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ল শহর
অন্যদিকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের জেলা নির্বাচন অফিস-সহ নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে আসছে প্রতিটি মুহূর্তের আপডেট। অভিযোগ জমা পড়া মাত্রই দ্রুত পদক্ষেপ করার কাজ চলছে কমিশনের তরফে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে কমিশনের তরফে ৷