কলকাতা, 15 অক্টোবর : কখনও তারা ঢোকে পাসপোর্ট নিয়ে । কখনও আবার বেআইনি পথে । এভাবেই চোরাই মোবাইলের কারবারিরা বাংলাদেশ থেকে ঢুকে পড়ে ভারতে । এদেশের নির্দিষ্ট ব্যক্তি কাছ থেকে কিনে নেয় চোরাই মোবাইল । তারপর তা নিয়ে ফের চলে যায় বাংলাদেশে । সেখানে এগুলি বিক্রি হয় বহুগুণ বেশি দামে । এমনই এক চক্রের সন্ধান পেল কলকাতা পুলিশ । ঘটনায় এক বাংলাদেশি সহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা হয়েছে শতাধিক মোবাইল ফোন ।
আজ কলকাতা পুলিশের গোয়েন্দারা হানা দেন 54 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে । সেখানে চোরাই মোবাইলের কারবার হয় বলে জানতে পেরেছিল তারা । সেখান থেকে উদ্ধার হয় 107টি মোবাইল । সেখানে মহম্মদ জাহাঙ্গির এবং আবদুল গফফর বিশ্বাস নামে দু'জন ছিল । তাদের মধ্যে জাহাঙ্গির বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা । আবদুলের বাড়ি নদিয়ার গঙনাপুরে । তাদের কাছ থেকে মোবাইল ছাড়াও উদ্ধার হয়েছে 25 হাজার 200 টাকা ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জাহাঙ্গির নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল । এই চক্রের সঙ্গে আগে থেকেই কাজ করে আবদুল । আলিমুদ্দিন স্ট্রিটে তারা এসেছিল চোরাই মোবাইলের ডেলিভারি নিতে। পুলিশের সন্দেহ এর সঙ্গে যুক্ত রয়েছে আরও কয়েকজন । তাদের খোঁজ চলছে ।