ETV Bharat / city

Nimta Transgender Murder : নিমতায় বৃহন্নলা খুনের ঘটনায় গ্রেফতার 2, পলাতক মূল অভিযুক্ত - Nimta Transgender Murder

নিমতায় বৃহন্নলা খুনের ঘটনায় গ্রেফতার করা হল দুই অভিযুক্তকে ৷ তবে ঘটনায় মূল অভিযুক্ত পলাতক ৷ তার মোবাইলের সূত্র ধরে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ এদিন ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় ৷

নিমতায় বৃহন্নলা খুনের কিনারা, গ্রেফতার 2
নিমতায় বৃহন্নলা খুনের কিনারা, গ্রেফতার 2
author img

By

Published : Aug 3, 2021, 7:12 PM IST

নিমতা, 3 অগস্ট : বৃহন্নলা খুনের ঘটনার কিনারা করল পুলিশ । গ্রেফতার করা হল 2 জনকে ৷ তবে মূল অভিযুক্ত পলাতক ৷ পুলিশ জানায়, ধৃত শেখ আকবর ওরফে ছোট্টু এবং মহম্মদ হোসেনের বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে ৷ মঙ্গলবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে । ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ।

নিমতা থানার সাবিত্রীতলায় রবিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে খুন হন বৃহন্নলা সুমনা ধর । গুলিবিদ্ধ অবস্থায় বারাসতের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে । তাঁর শরীরে 3টি গুলির ক্ষত পাওয়া যায় । ঘটনায় 4 জনের নামে অভিযোগ দায়ের হয় । নিমতা থানার পুলিশ সেদিন রাতে এই ঘটনায় শেখ আকবর ওরফে ছোট্টুকে আটক করে । গতকাল মহম্মদ হোসেনকে আটক করে । জিজ্ঞাসাবাদের পরে তাদের গ্রেফতার করা হয় ।

নিমতা থানার পুলিশ সূত্রে খবর, জেরায় ভেঙে পড়ে ধৃতরা ৷ তারা খুনের কথা স্বীকার করে । খুনের কারণ হিসাবে জানা গিয়েছে, সুমনা ধরের পাশাপাশিই গীতা মল্লিক হাজিও একটি দল চালাত । একে অপরের এলাকায় প্রবেশ নিয়ে দু'জনের মধ্যে বিবাদ হয় ৷ তার জেরেই খুন হতে হয় সুমনা ধরকে । ধৃতেরা গীতা মল্লিক হাজির দলের লোক । ঘটনার দিন সন্ধ্যায় সাবিত্রীতলায় সুমনা ধরের বাড়ির কাছে আসে চার আততায়ী ৷ অটো ভাড়া করে এসে তারা সুমনার বাড়ির কাছে অপেক্ষা করেছিল । সুমনা সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরছিল ৷ তখনই তার ওপরে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ তারপরই তারা সেখান থেকে চম্পট দেয় । এই ঘটনায় মূল অভিযুক্ত গীতা মল্লিক হাজি দিল্লি পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ৷ মোবাইলের সূত্র ধরে তার সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : নিমতায় তৃণমূল কর্মী খুনে আটক 2 বিজেপি কর্মী

নিমতা, 3 অগস্ট : বৃহন্নলা খুনের ঘটনার কিনারা করল পুলিশ । গ্রেফতার করা হল 2 জনকে ৷ তবে মূল অভিযুক্ত পলাতক ৷ পুলিশ জানায়, ধৃত শেখ আকবর ওরফে ছোট্টু এবং মহম্মদ হোসেনের বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে ৷ মঙ্গলবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে । ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ।

নিমতা থানার সাবিত্রীতলায় রবিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে খুন হন বৃহন্নলা সুমনা ধর । গুলিবিদ্ধ অবস্থায় বারাসতের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে । তাঁর শরীরে 3টি গুলির ক্ষত পাওয়া যায় । ঘটনায় 4 জনের নামে অভিযোগ দায়ের হয় । নিমতা থানার পুলিশ সেদিন রাতে এই ঘটনায় শেখ আকবর ওরফে ছোট্টুকে আটক করে । গতকাল মহম্মদ হোসেনকে আটক করে । জিজ্ঞাসাবাদের পরে তাদের গ্রেফতার করা হয় ।

নিমতা থানার পুলিশ সূত্রে খবর, জেরায় ভেঙে পড়ে ধৃতরা ৷ তারা খুনের কথা স্বীকার করে । খুনের কারণ হিসাবে জানা গিয়েছে, সুমনা ধরের পাশাপাশিই গীতা মল্লিক হাজিও একটি দল চালাত । একে অপরের এলাকায় প্রবেশ নিয়ে দু'জনের মধ্যে বিবাদ হয় ৷ তার জেরেই খুন হতে হয় সুমনা ধরকে । ধৃতেরা গীতা মল্লিক হাজির দলের লোক । ঘটনার দিন সন্ধ্যায় সাবিত্রীতলায় সুমনা ধরের বাড়ির কাছে আসে চার আততায়ী ৷ অটো ভাড়া করে এসে তারা সুমনার বাড়ির কাছে অপেক্ষা করেছিল । সুমনা সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরছিল ৷ তখনই তার ওপরে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ তারপরই তারা সেখান থেকে চম্পট দেয় । এই ঘটনায় মূল অভিযুক্ত গীতা মল্লিক হাজি দিল্লি পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ৷ মোবাইলের সূত্র ধরে তার সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : নিমতায় তৃণমূল কর্মী খুনে আটক 2 বিজেপি কর্মী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.