ETV Bharat / city

সালিশি সভা ডেকে তিন তালাক, হাইকোর্টের দ্বারস্থ যুবতি - KOLKATA

কেন্দ্র সরকার অর্ডিন্যান্স পাশ করে জানিয়েছে তিন তালাক নিষিদ্ধ ৷ পণের টাকা না মেলায় সালিশি সভায় এক ব্যক্তি তিন তালাক দিল নিজের অন্তঃসত্ত্বা বিবিকে ৷ ঘটনা দক্ষিণ 24 পরগনার ৷ সুরাহা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ যুবতি ৷

high-court
হাইকোর্টে
author img

By

Published : Mar 14, 2020, 3:22 PM IST

কলকাতা, 14 মার্চ: সালিশি সভায় তিন তালাক ৷ হাইকোর্টের দ্বারস্থ যুবতি ৷ কেন্দ্র সরকার অর্ডিন্যান্স পাশের পরও সালিশি সভায় তিন তালাক দিলেন স্বামী ৷ সুরাহা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিবি ৷

সম্প্রতি কেন্দ্র সরকার অর্ডিন্যান্স পাশ করে জানিয়েছে তিন তালাক নিষিদ্ধ । স্বামী যদি তাঁর বিবিকে তিন তালাক দেয় তাহলে সেটা শুধুমাত্র অবৈধ নয়,শাস্তিযোগ্য অপরাধও । এর বিরুদ্ধে থানায় অবিলম্বে অভিযোগ জানাতে পারবেন বিবি । এই দক্ষিণ 24 পরগনার এক বাসিন্দা পণের টাকা না পাওয়ার দাবিতে সালিশি সভায় তিন তালাকা দিয়ে দিলেন নিজের অন্তঃসত্ত্বা বিবিকে । এই পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য জোর করে ঐ স্বামী যৌন সম্পর্ক করেছেন বিবির সঙ্গে, অভিযোগ এমনই । পুলিশকে জানিয়ে সুরাহা না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যুবতি।

2017 সালের জানুয়ারি মাসে মৌসম বিবিকে(নাম পরিবর্তিত) বিবাহ করেন কুলতলি থানা এলাকার বাসিন্দা করিমুল মোল্লা(নাম পরিবর্তিত) । করিমুলের দাবি ছিল, বিয়েতে পণের টাকা হিসাবে কিছু দেওয়া হোক । টাকা না মেলায় চলতি বছরের 31 জানুয়ারি তার এলাকায় সে এক সালিশি সভা বসায় । সভায় সবার সামনে সে তিন তালাক দিয়ে দেয় বিবিকে । 31 জানুয়ারি জয়নগরে নিজের বাপের বাড়িতে চলে আসার সময় বিবি মৌসম বিবি কুলতলি থানায় যান অভিযোগ দায়ের করতে । পুলিশ অভিযোগ গ্রহণ করে । কিন্তু অভিযোগে শুধুমাত্র বধূ নির্যাতনের কথা বলা হয়েছে । তিন তালাকের বিষয়ে কোনও বক্তব্য গ্রহণ করতে অস্বীকার করে পুলিশ । এরপর তিনি বাপের বাড়িতে চলে আসেন ।

এই পরিস্থিতিতে তাঁর শওহর 29 ফেব্রুয়ারি জয়নগরে বাড়িতে আসে । হুমকি দেওয়া হয়, অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ৷ জোর করে যৌন সম্পর্ক করেন তিনি। বর্তমানে যুবতি 9 মাসের সন্তানসম্ভবা । জয়নগর থানায় অভিযোগ জানাতে গেলে থানা জানায় শওহর-বিবির ব্যাপার এতে নাক গলাবে না পুলিশ ।

কলকাতা, 14 মার্চ: সালিশি সভায় তিন তালাক ৷ হাইকোর্টের দ্বারস্থ যুবতি ৷ কেন্দ্র সরকার অর্ডিন্যান্স পাশের পরও সালিশি সভায় তিন তালাক দিলেন স্বামী ৷ সুরাহা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিবি ৷

সম্প্রতি কেন্দ্র সরকার অর্ডিন্যান্স পাশ করে জানিয়েছে তিন তালাক নিষিদ্ধ । স্বামী যদি তাঁর বিবিকে তিন তালাক দেয় তাহলে সেটা শুধুমাত্র অবৈধ নয়,শাস্তিযোগ্য অপরাধও । এর বিরুদ্ধে থানায় অবিলম্বে অভিযোগ জানাতে পারবেন বিবি । এই দক্ষিণ 24 পরগনার এক বাসিন্দা পণের টাকা না পাওয়ার দাবিতে সালিশি সভায় তিন তালাকা দিয়ে দিলেন নিজের অন্তঃসত্ত্বা বিবিকে । এই পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য জোর করে ঐ স্বামী যৌন সম্পর্ক করেছেন বিবির সঙ্গে, অভিযোগ এমনই । পুলিশকে জানিয়ে সুরাহা না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যুবতি।

2017 সালের জানুয়ারি মাসে মৌসম বিবিকে(নাম পরিবর্তিত) বিবাহ করেন কুলতলি থানা এলাকার বাসিন্দা করিমুল মোল্লা(নাম পরিবর্তিত) । করিমুলের দাবি ছিল, বিয়েতে পণের টাকা হিসাবে কিছু দেওয়া হোক । টাকা না মেলায় চলতি বছরের 31 জানুয়ারি তার এলাকায় সে এক সালিশি সভা বসায় । সভায় সবার সামনে সে তিন তালাক দিয়ে দেয় বিবিকে । 31 জানুয়ারি জয়নগরে নিজের বাপের বাড়িতে চলে আসার সময় বিবি মৌসম বিবি কুলতলি থানায় যান অভিযোগ দায়ের করতে । পুলিশ অভিযোগ গ্রহণ করে । কিন্তু অভিযোগে শুধুমাত্র বধূ নির্যাতনের কথা বলা হয়েছে । তিন তালাকের বিষয়ে কোনও বক্তব্য গ্রহণ করতে অস্বীকার করে পুলিশ । এরপর তিনি বাপের বাড়িতে চলে আসেন ।

এই পরিস্থিতিতে তাঁর শওহর 29 ফেব্রুয়ারি জয়নগরে বাড়িতে আসে । হুমকি দেওয়া হয়, অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ৷ জোর করে যৌন সম্পর্ক করেন তিনি। বর্তমানে যুবতি 9 মাসের সন্তানসম্ভবা । জয়নগর থানায় অভিযোগ জানাতে গেলে থানা জানায় শওহর-বিবির ব্যাপার এতে নাক গলাবে না পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.