ETV Bharat / city

Mamata Banerjee : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার - narendra modi

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এবার জাতীয়স্তরে ব্যবহার করা হবে খেলা হবে স্লোগান ৷

trinamool khela hobe will use nationally in next lokshabha election said mamata banerjee
বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার
author img

By

Published : Jul 21, 2021, 5:06 PM IST

Updated : Jul 21, 2021, 7:01 PM IST

কলকাতা, 21 জুলাই : এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্লোগান ছিল ‘খেলা হবে’ ৷ সেই স্লোগান নির্বাচনী প্রচারের সময় রাজ্যের মানুষের মুখেমুখে ফিরেছে এই স্লোগান ৷ এবার সেই ‘খেলা হবে’ স্লোগানকে জাতীয় স্তরে নিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস ৷ তাই তারা এবার ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে বিজেপি বিরোধী প্রচার করবে ৷ বুধবার শহিদ দিবসের মঞ্চ থেকে এই কথাই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে তৃণমূল ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর থেকে জাতীয়স্তরেও গ্রহণযোগ্যতা বেড়েছে মমতার ৷ কারণ, এবারের ভোটে মমতার লড়াই মূলত ছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ৷ তাই মমতার জয়ে মোদির হার হয়েছে বলাই যায় ৷

আরও পড়ুন : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

সেই জন্য তৃণমূল নেত্রীকে কেন্দ্র করেই বিজেপির বিরোধীদের একজোট করার কাজ শুরু হয়েছে ৷ একুশের মঞ্চ থেকে সেই প্রক্রিয়ার সুর কার্যত বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খেলা হবে স্লোগানকে একেবারে জাতীয়স্তরে নিয়ে গেলেন ৷ তিনি এদিন বলেন, ‘‘খেলা এখনই থামবে না ৷ বিজেপিকে যতদিন বিতাড়িত না করি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে ৷’’

কয়েকদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্য সরকার এবার খেলা হবে দিবস পালন করবে ৷ কিন্তু কবে সেই দিবস পালিত হবে, তা তিনি জানাননি সেই দিন ৷ বুধবার একুশের মঞ্চ থেকে সেই ঘোষণাও করলেন মমতা ৷ তিনি জানালেন, 16 অগস্ট খেলা দিবস পালন করা হবে ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

করোনা (Covid) পরিস্থিতিতে এবারও 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল মাধ্যমে হয় ৷ দেশের রাজধানী-সহ দেশের বিভিন্ন অংশে সরাসরি সম্প্রচার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে ৷ তাই এদিন সারা দেশকে কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল সকলের ৷

প্রত্যাশামতোই ভাষণের বেশির ভাগটাই বিজেপি বিরোধিতায় ভরা ছিল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিজেপিকে হারানোর জন্য এখন থেকেই জোটবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি ৷ বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ার (Sharad Pawar), কংগ্রেস (Congress) নেতা চিদম্বরমদের মমতার প্রস্তাব, বিজেপি বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডাকা হোক ৷

আরও পড়ুন : Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা

কলকাতা, 21 জুলাই : এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্লোগান ছিল ‘খেলা হবে’ ৷ সেই স্লোগান নির্বাচনী প্রচারের সময় রাজ্যের মানুষের মুখেমুখে ফিরেছে এই স্লোগান ৷ এবার সেই ‘খেলা হবে’ স্লোগানকে জাতীয় স্তরে নিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস ৷ তাই তারা এবার ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে বিজেপি বিরোধী প্রচার করবে ৷ বুধবার শহিদ দিবসের মঞ্চ থেকে এই কথাই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে তৃণমূল ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর থেকে জাতীয়স্তরেও গ্রহণযোগ্যতা বেড়েছে মমতার ৷ কারণ, এবারের ভোটে মমতার লড়াই মূলত ছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ৷ তাই মমতার জয়ে মোদির হার হয়েছে বলাই যায় ৷

আরও পড়ুন : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

সেই জন্য তৃণমূল নেত্রীকে কেন্দ্র করেই বিজেপির বিরোধীদের একজোট করার কাজ শুরু হয়েছে ৷ একুশের মঞ্চ থেকে সেই প্রক্রিয়ার সুর কার্যত বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খেলা হবে স্লোগানকে একেবারে জাতীয়স্তরে নিয়ে গেলেন ৷ তিনি এদিন বলেন, ‘‘খেলা এখনই থামবে না ৷ বিজেপিকে যতদিন বিতাড়িত না করি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে ৷’’

কয়েকদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্য সরকার এবার খেলা হবে দিবস পালন করবে ৷ কিন্তু কবে সেই দিবস পালিত হবে, তা তিনি জানাননি সেই দিন ৷ বুধবার একুশের মঞ্চ থেকে সেই ঘোষণাও করলেন মমতা ৷ তিনি জানালেন, 16 অগস্ট খেলা দিবস পালন করা হবে ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

করোনা (Covid) পরিস্থিতিতে এবারও 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল মাধ্যমে হয় ৷ দেশের রাজধানী-সহ দেশের বিভিন্ন অংশে সরাসরি সম্প্রচার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে ৷ তাই এদিন সারা দেশকে কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল সকলের ৷

প্রত্যাশামতোই ভাষণের বেশির ভাগটাই বিজেপি বিরোধিতায় ভরা ছিল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিজেপিকে হারানোর জন্য এখন থেকেই জোটবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি ৷ বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ার (Sharad Pawar), কংগ্রেস (Congress) নেতা চিদম্বরমদের মমতার প্রস্তাব, বিজেপি বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডাকা হোক ৷

আরও পড়ুন : Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা

Last Updated : Jul 21, 2021, 7:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.