ETV Bharat / city

Pappu T Shirt: ভারতের সবচেয়ে বড় পাপ্পু ! অমিত শাহকে আক্রমণে টি-শার্ট আনছে তৃণমূল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) ভারতের সবচেয়ে বড় পাপ্পু বলে শুক্রবার কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এবার সেই নিয়ে টিশার্ট আনার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

author img

By

Published : Sep 3, 2022, 4:00 PM IST

Updated : Sep 3, 2022, 4:24 PM IST

trinamool-congress-planning-to-make-indias-biggest-pappu-t-shirt
Indias Biggest Pappu T Shirt: ভারতের সবচেয়ে বড় পাপ্পু ! অমিত শাহকে আক্রমণে টিশার্ট আনছে তৃণমূল

কলকাতা, 3 সেপ্টেম্বর : রাহুল গান্ধিকে (Rahul Gandhi) পাপ্পু বলে কটাক্ষ করে বিজেপি (BJP) ৷ কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মনে করেন, ভারতের সবচেয়ে বড় পাপ্পু হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ শুক্রবারই অভিষেকের এই বক্তব্য প্রথমবার প্রকাশ্যে এসেছে ৷

প্রত্যাশিত ভাবে তার পরই হইহই করে আসরে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা-কর্মীরা ৷ সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু’ (Indias Biggest Pappu) পোস্ট দিতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের অনেকেই ৷ কিন্তু একধাপ এগিয়ে এবার এই নিয়ে টি-শার্ট আনার পরিকল্পনাও চলছে বলে তৃণমূল সূত্রে খবর ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) গতকাল, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ বিকেল সাড়ে 5টা নাগাদ তিনি বেরিয়ে আসেন ৷

তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ৷ কয়লা ও গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সরাসরি কাঠগড়ায় তোলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ এই দুর্নীতিকে হোম মিনিস্টার স্ক্যাম বলেও দাবি করেন তিনি ৷ তাছাড়া অভিযোগ করেন, বিরোধী বিধায়ক কেনাই একমাত্র কাজ অমিত শাহের ৷ তিনি বিরোধীশূন্য রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চান ৷ সেই কারণেই অমিত শাহকে ভারতের সবচেয়ে বড় পাপ্পু বলেন অভিষেক ৷

এর পর সোশ্যাল মিডিয়ায় অমিত শাহের মুখের কার্টুন ছবি দিয়ে ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু বলে ছবি দেওয়া শুরু হতে থাকে তৃণমূলের তরফে ৷ তার মধ্যে একটি ছবিতে আবার দু’জনকে দু’টি টি-শার্ট হাতে নিয়ে দেখা যায় ৷ ওই টিশার্টেও রয়েছে অমিত শাহের মুখের কার্টুন ছবি দিয়ে ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু লেখা ৷

সূত্রের খবর, ওই দু’জন আইপ্যাকের কর্মী ৷ এবার তৃণমূল কংগ্রেসের তরফে ওই টি-শার্ট তৈরি করে দলের কর্মী-সমর্থকদের দেওয়া হবে৷ আর ব্যাঙ্গাত্মক ভাবে আক্রমণ করা হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, কার্টুনের মাধ্যমে সমালোচনা রাজনীতিতে অন্যতম হাতিয়ার ৷ যা অনেক সময় বিভিন্ন দলের মুখপত্রে দেখা যায় ৷ ইদানীং সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের কার্টুন দেখা যায় ৷ কখনও বিজেপি এই ধরনের কার্টুন দিয়ে তৃণমূলকে আক্রমণ করে৷ কখনও আবার উল্টোটাও হয় ৷

আবার টি-শার্ট সংস্কৃতিও গত কয়েকবছরে রাজনীতিতে জনপ্রিয় হয়েছে ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নামাঙ্কিত নমো টি-শার্ট বা তাঁর ছবি দেওয়া টি-শার্ট গেরুয়া শিবিরে বেশ জনপ্রিয় ৷ কিন্তু অন্য কোনও দলের নেতাকে নিয়ে ব্যাঙ্গ করতে টি-শার্টের পরিকল্পনা সম্ভবত এই প্রথম বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

আরও পড়ুন : বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের

কলকাতা, 3 সেপ্টেম্বর : রাহুল গান্ধিকে (Rahul Gandhi) পাপ্পু বলে কটাক্ষ করে বিজেপি (BJP) ৷ কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মনে করেন, ভারতের সবচেয়ে বড় পাপ্পু হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ শুক্রবারই অভিষেকের এই বক্তব্য প্রথমবার প্রকাশ্যে এসেছে ৷

প্রত্যাশিত ভাবে তার পরই হইহই করে আসরে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা-কর্মীরা ৷ সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু’ (Indias Biggest Pappu) পোস্ট দিতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের অনেকেই ৷ কিন্তু একধাপ এগিয়ে এবার এই নিয়ে টি-শার্ট আনার পরিকল্পনাও চলছে বলে তৃণমূল সূত্রে খবর ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) গতকাল, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ বিকেল সাড়ে 5টা নাগাদ তিনি বেরিয়ে আসেন ৷

তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ৷ কয়লা ও গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সরাসরি কাঠগড়ায় তোলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ এই দুর্নীতিকে হোম মিনিস্টার স্ক্যাম বলেও দাবি করেন তিনি ৷ তাছাড়া অভিযোগ করেন, বিরোধী বিধায়ক কেনাই একমাত্র কাজ অমিত শাহের ৷ তিনি বিরোধীশূন্য রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চান ৷ সেই কারণেই অমিত শাহকে ভারতের সবচেয়ে বড় পাপ্পু বলেন অভিষেক ৷

এর পর সোশ্যাল মিডিয়ায় অমিত শাহের মুখের কার্টুন ছবি দিয়ে ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু বলে ছবি দেওয়া শুরু হতে থাকে তৃণমূলের তরফে ৷ তার মধ্যে একটি ছবিতে আবার দু’জনকে দু’টি টি-শার্ট হাতে নিয়ে দেখা যায় ৷ ওই টিশার্টেও রয়েছে অমিত শাহের মুখের কার্টুন ছবি দিয়ে ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু লেখা ৷

সূত্রের খবর, ওই দু’জন আইপ্যাকের কর্মী ৷ এবার তৃণমূল কংগ্রেসের তরফে ওই টি-শার্ট তৈরি করে দলের কর্মী-সমর্থকদের দেওয়া হবে৷ আর ব্যাঙ্গাত্মক ভাবে আক্রমণ করা হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, কার্টুনের মাধ্যমে সমালোচনা রাজনীতিতে অন্যতম হাতিয়ার ৷ যা অনেক সময় বিভিন্ন দলের মুখপত্রে দেখা যায় ৷ ইদানীং সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের কার্টুন দেখা যায় ৷ কখনও বিজেপি এই ধরনের কার্টুন দিয়ে তৃণমূলকে আক্রমণ করে৷ কখনও আবার উল্টোটাও হয় ৷

আবার টি-শার্ট সংস্কৃতিও গত কয়েকবছরে রাজনীতিতে জনপ্রিয় হয়েছে ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নামাঙ্কিত নমো টি-শার্ট বা তাঁর ছবি দেওয়া টি-শার্ট গেরুয়া শিবিরে বেশ জনপ্রিয় ৷ কিন্তু অন্য কোনও দলের নেতাকে নিয়ে ব্যাঙ্গ করতে টি-শার্টের পরিকল্পনা সম্ভবত এই প্রথম বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

আরও পড়ুন : বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের

Last Updated : Sep 3, 2022, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.