কলকাতা, 2 জুলাই : সারদা কাণ্ডে (Saradha Case) গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ দীর্ঘ সময় তাঁকে কারাগারের অন্তরালে থাকতে হয় ৷ সম্প্রতি এই বিষয়টি উল্লেখ করে তাঁর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার বিধানসভার বিরোধী দলনেতাকে (Leader of Opposition) পালটা জবাব দিলেন কুণাল ঘোষ ৷
শুক্রবার এই ইস্যুতে কুণাল ঘোষ টুইট করেন ৷ আর সেখানে শুভেন্দুকে জবাব দিতে গিয়ে টেনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের প্রসঙ্গ ৷ তিনি শুভেন্দু অধিকারীকে ভাই সম্বোধন করে টুইটারে লিখেছেন, ‘‘আমি জেলে গিয়েছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি ৷ তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন ৷’’
আরও পড়ুন : বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ
এখানে উল্লেখ করা প্রয়োজন যে বৃহস্পতিবার দিনভর শুভেন্দু অধিকারী নয়াদিল্লিতে ছিলেন ৷ দুপুরে তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সেই বৈঠকের প্রসঙ্গ তুলেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ আর এর সঙ্গে তিনি জুড়েছেন গুজরাট হিংসায় অভিযুক্ত হয়ে অমিত শাহের জেলে যাওয়ার প্রসঙ্গটি ৷ কুণাল ঘোষের দাবি, শুভেন্দুর এই আচরণ ছেলেমানুষির সামিল ৷
-
.@SuvenduWB ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@SuvenduWB ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021.@SuvenduWB ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021
এর পর তিনি হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ৷ তিনি লিখেছেন, ‘‘দলবদলেও বাঁচবে কি ? কোন জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো ৷ দিন গোনা শুরু ৷’’ কিন্তু কোন অভিযোগে শুভেন্দুর জেলযাত্রার পথ প্রশস্ত হচ্ছে, তা অবশ্য স্পষ্ট করেননি কুণাল ঘোষ ৷
আরও পড়ুন : বিজেপির বাধায় প্রথম দিনই তপ্ত বিধানসভা, 'স্বৈরতান্ত্রিক' সরকারের বিরুদ্ধে সরব শুভেন্দু
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী নারদ মামলায় অভিযুক্ত ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই ৷ তৃণমূলের অভিযোগ, তদন্তে ছাড় পেতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেছেন শুভেন্দু ৷ অন্যদিকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর কাঁথিতে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের হয় ৷ তাঁর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছে ৷