কলকাতা, 13 সেপ্টেম্বর : নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) চলাকালীন পুলিশের উপর আক্রমণ করেছে বিজেপি, এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই নিয়ে একটি টুইট করা হয়েছে তৃণমূলের তরফে ৷
ওই টুইটে একটি ভিডিয়ো দেওয়া হয়েছে ৷ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এক পুলিশ আধিকারিককে মারধর করছেন বিজেপি কর্মী ৷ ইটও ছুঁড়ছে ৷
টুইটে তৃণমূলের তরফে লেখা হয়েছে যে বিজেপির হিপোক্রেসি সকলের সামনে বেরিয়ে এল ৷ ওই পুলিশের কী দোষ ছিল, সেই প্রশ্ন তোলা হয়েছে ৷ পুলিশ সমাজের রক্ষক বলেও বর্ণনা করা হয়েছে ৷ রাখির দিনে বিজেপি পুলিশ কর্মীদের রাখি পরায় বলেও লেখা হয়েছে সেখানে ৷
এর আগে অন্য একটি টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধেও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী লালবাজার (Lalbazar) থেকেই পুলিশকে হুমকি দিচ্ছে ৷ তৃণমূলের প্রশ্ন, এর মানে কি ? ইডি ও সিবিআই ছাড়া কি বিজেপির নিয়ন্ত্রণে আছে কি ? বিজেপির কাছ থেকে কি সুবিচার পাওয়া যায় ?
আরও পড়ুন : লেডি কিমকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে, মমতাকে বিঁধলেন শুভেন্দু