কলকাতা, 24 মে : দিন দিন কলকাতা পৌরনিগমে অনলাইন পেমেন্টের সংখ্যা বাড়ছে (Trend of epayment increasing among citizens of Kolkata)। তেমনটাই বলছে পৌরনিগমের তথ্য । জানা গিয়েছে, 2021 এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে অনলাইন পেমেন্ট বেড়েছে প্রায় 116 শতাংশ । আয়ও বেড়েছে বেশ খানিকটা ।
করোনাকাল থেকেই অনলাইন লেনদেনে যেমন কর্তৃপক্ষ উৎসাহ দিয়েছে, তেমনই তাল মিলিয়ে সাড়া দিয়েছেন নাগরিকরা । পৌরনিগম সূত্রে খবর, 2021 এপ্রিলে বিভিন্ন খাতে অনলাইন পেমেন্টের মাধ্যমে আয় হয় 70 কোটি 74 লক্ষ টাকা । সেই হিসাবে 2022-এর এপ্রিলের মধ্যে 152 কোটি 46 লক্ষ টাকা অনলাইনে পেমেন্ট করেছেন নাগরিকরা । এপ্রিলে অনলাইন এবং অফলাইন মাধ্যমে জমা পড়েছিল 281 কোটি টাকা । আয়ের অর্ধেকের বেশি টাকা অনলাইনে জমা পড়েছে । কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) হিসাব অনুযায়ী, গত বছর এপ্রিলে অনলাইন পেমেন্টে জমা পড়া অর্থের 34 শতাংশই হয়েছে ই-পেমেন্ট মারফত । এবছর সেই হার বেড়ে হয়েছে প্রায় 116 শতাংশ ।
আরও পড়ুন : KMC Biodiversity Report : কলকাতা জীববৈচিত্রে রিপোর্ট প্রকাশ পৌরনিগমের
পৌরনিগমের আধিকারিকরা জানান, করোনার সময় সব বন্ধ থাকায় পৌরনিগমের আয় তলানিতে ঠেকেছিল । টুকটাক ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করার সুযোগ থাকলেও নাগরিকরা সেই সুযোগ নিতেন না । তবে করোনার সময় মানুষ আসতে না পারায় অনলাইন পরিষেবার ওপর কর্তৃপক্ষ জোর দেন । লাগাতার প্রচারের সঙ্গে সঙ্গেই বিভিন্ন পরিষেবা অনলাইন করা হয় । সম্পত্তি কর প্রদান, মিউটেশন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সেও অনলাইনে করে দেওয়া হয় । ফলে এক ক্লিকেই মানুষ বাড়ি বসে টাকা জমা করার ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকে না । অন্য দিকে দীর্ঘ লাইন দেওয়া বা বারে বারে ঘুরে যাওয়ার হয়রানির হাত থেকেও নাগরিকরা রেহাই পান ।