ETV Bharat / city

Firhad Hakim On Unfit Bus: আনফিট বাস চিহ্নিত করতে আধিকারিকদের নির্দেশ ফিরহাদের - Firhad Hakim On Unfit Bus

শহরে প্রতিদিনই ঘটে চলেছে দুর্ঘটনা। এবার আনফিট বাস চিহ্নিতকরণের উদ্যোগ নিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim On Unfit Bus)। ইতিমধ্যে এবিষয়ে আধিকারিকদের নির্দেশও দিয়েছেন তিনি ।

Firhad Hakim Ordered
Firhad Hakim Ordered
author img

By

Published : Jan 30, 2022, 7:57 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: ছুটির দিন ভরদুপুরে কলকাতার প্রাণকেন্দ্র ডরিনা ক্রসিং থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে একটি বাস দুর্ঘটনা। বরযাত্রী নিয়ে যাওয়া বাস উল্টে ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি এতটাই বেশি ছিল যে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সেটি উল্টে যায় ৷ আহত হন বাসে থাকা যাত্রীরা। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সম্প্রতি, পথ দুর্ঘটনা কমাতে রাজ্যে ট্রাফিক আইনকে আরও কড়াকড়ি করা হয়েছে। জরিমানার টাকাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। তবুও লাগাম টানা যাচ্ছে না দুর্ঘটনায়। শহরে প্রতিদিনই ঘটে চলেছে একের পর দুর্ঘটনা। এবার আনফিট বাস চিহ্নিতকরণের উদ্যোগ নিলেন স্বয়ং পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim On Unfit Bus)।

আরও পড়ুন: রাজভবনের কাছে উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

এদিন দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "মাইনর ইঞ্জুরি আছে। এটা আমি কলকাতার আরটিওকে বলেছি। যে বাস আনফিট অর্থাৎ সিএফ নেই, সেই বাসগুলিকে অবিলম্বে বাজেয়াপ্ত করার জন্য। এই বাসের সিএফ নেই তাই নয়, যে টায়ারগুলি বাসে লাগানো ছিল সেগুলি কিছু রিসোলিং টায়ার ছিল। রিসোলিং টায়ার থাকার কারণে এর যে ভার নেওয়ার ক্ষমতা থাকা উচিত সেটা নিতে পারেনি। সেই কারণে বাসটি টার্নিংয়ের সময় উল্টে যায়। এটা আমি পুলিশকেও বলেছি। পুলিশ কমিশনারকে হোয়াটসঅ্যাপ করেছি। আমাদের দফতরকে বলেছি জরুরি ভিত্তিতে চেকিং করে কোনটা ভ্যালিড ভেহিক্যাল আর কোনটা ইনভ্যালিড ভেহিক্যাল তা জানাতে।"

কলকাতা, 30 জানুয়ারি: ছুটির দিন ভরদুপুরে কলকাতার প্রাণকেন্দ্র ডরিনা ক্রসিং থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে একটি বাস দুর্ঘটনা। বরযাত্রী নিয়ে যাওয়া বাস উল্টে ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি এতটাই বেশি ছিল যে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সেটি উল্টে যায় ৷ আহত হন বাসে থাকা যাত্রীরা। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সম্প্রতি, পথ দুর্ঘটনা কমাতে রাজ্যে ট্রাফিক আইনকে আরও কড়াকড়ি করা হয়েছে। জরিমানার টাকাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। তবুও লাগাম টানা যাচ্ছে না দুর্ঘটনায়। শহরে প্রতিদিনই ঘটে চলেছে একের পর দুর্ঘটনা। এবার আনফিট বাস চিহ্নিতকরণের উদ্যোগ নিলেন স্বয়ং পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim On Unfit Bus)।

আরও পড়ুন: রাজভবনের কাছে উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

এদিন দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "মাইনর ইঞ্জুরি আছে। এটা আমি কলকাতার আরটিওকে বলেছি। যে বাস আনফিট অর্থাৎ সিএফ নেই, সেই বাসগুলিকে অবিলম্বে বাজেয়াপ্ত করার জন্য। এই বাসের সিএফ নেই তাই নয়, যে টায়ারগুলি বাসে লাগানো ছিল সেগুলি কিছু রিসোলিং টায়ার ছিল। রিসোলিং টায়ার থাকার কারণে এর যে ভার নেওয়ার ক্ষমতা থাকা উচিত সেটা নিতে পারেনি। সেই কারণে বাসটি টার্নিংয়ের সময় উল্টে যায়। এটা আমি পুলিশকেও বলেছি। পুলিশ কমিশনারকে হোয়াটসঅ্যাপ করেছি। আমাদের দফতরকে বলেছি জরুরি ভিত্তিতে চেকিং করে কোনটা ভ্যালিড ভেহিক্যাল আর কোনটা ইনভ্যালিড ভেহিক্যাল তা জানাতে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.