ETV Bharat / city

CITU-র হরতালে বীরভূমে অবরোধ, অন্যত্র ট্রেন ও বাস স্বাভাবিক - CITU Strike

ভোর 6টা থেকে হরতাল শুরু হয়েছে ৷ কিন্তু রাজ্যের বিভিন্ন অংশে এখন সেভাবে হরতালের কোন প্রভাব লক্ষ করা যায়নি ৷

CITU Strike
কলকাতায় হরতাল
author img

By

Published : Jan 8, 2020, 6:58 AM IST

কলকাতা, 8 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে আজ দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে CITU ৷

ভোর 6টা থেকে হরতাল শুরু হয়েছে ৷ কিন্তু রাজ্যের বিভিন্ন অংশে এখনও সেভাবে হরতালের কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি ৷ কলকাতার পাশাপাশি দুর্গাপুর, মালদা, রায়গঞ্জ-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে ৷ তবে বীরভূমের রামপুরহাটে CITU তরফে ট্রেন অবরোধ করা হয় ৷

CITU Strike
আসানসোলে রাস্তায় বাস, অটো
CITU Strike
রামপুরহাটে রেল অবরোধ

কলকাতা, 8 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে আজ দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে CITU ৷

ভোর 6টা থেকে হরতাল শুরু হয়েছে ৷ কিন্তু রাজ্যের বিভিন্ন অংশে এখনও সেভাবে হরতালের কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি ৷ কলকাতার পাশাপাশি দুর্গাপুর, মালদা, রায়গঞ্জ-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে ৷ তবে বীরভূমের রামপুরহাটে CITU তরফে ট্রেন অবরোধ করা হয় ৷

CITU Strike
আসানসোলে রাস্তায় বাস, অটো
CITU Strike
রামপুরহাটে রেল অবরোধ
Intro:বামপন্থী শ্রমিক সংগঠন সহ বেশ কিছু কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচারণ করে 12 দফা দাবির ভিত্তিতে বুধবার সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বনধের দিনের খুব সকালের ছবিটা শিল্পাঞ্চল দুর্গাপুরে একেবারেই স্বাভাবিক। দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ব দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে সকালবেলায় বনধ সমর্থনকারীদের যেমন দেখা মিলল না, ঠিক তেমনি বন্ধ বিরোধী যারা সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে দেখা গেল না। কুয়াশাচ্ছন্ন সকালে দুর্গাপুরের 2 নম্বর জাতীয় সড়ক দেখা গেল অন্যান্য দিনের মতোই অবলীলায় দূরপাল্লার গাড়ি গুলিকে দৌড়াতে। সকালবেলায় দুর্গাপুর ইস্পাত কারখানায় নাইট শিফট সেরে একদিকে কর্মীরা যখন বাড়ি ফেরার লম্বা লাইন দেখা গেল, আবার মর্নিং শিফটে যারা কাজে যোগদান করতে গেলেন তাদেরকেও দেখা গেল উৎসবের মেজাজে অন্যদিনের মতই কর্মক্ষেত্রে দৌড়াতে।বনধের দিনের একেবারে সকালে চিত্রটা কোনভাবেই বনধের ছবিকে কে প্রতিষ্ঠা করেনি।।Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.