কলকাতা, 18 জুলাই : করোনা আবহের মধ্যেই উচ্ছেদের ফলে বিপাকে পড়েছেন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারের ব্যবসায়ীরা । কোভিড পরিস্থিতির মধ্যেই দোকান ভেঙে দেওয়ায় আর্থিক সঙ্কটের মধ্যে পড়তে হবে তাঁদের এমনই দাবি করলেন তাঁরা ৷
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু'ধারে প্রায় 400টি দোকান ভাঙল প্রশাসন । কল্যাণী ও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে যুক্ত করার কাজ শুরু হবে ৷ তাই এক্সপ্রেসওয়ের দুই ধারের দোকানপাট সরিয়ে দিতে শনিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়তে উপস্থিত হয় ৷ আনা হয় জেসিবি মেশিন । সেই জেসিবি মেশিন দিয়ে দোকান সরিয়ে দেওয়া হয় । জুলাইয়ের প্রথমেই এই সমস্ত দোকানদারকে নোটিশ দেওয়া হয় দোকান সরিয়ে দেওয়ার জন্য । নোটিশ পেয়ে দোকানদাররা দোকান সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন । কিন্তু অনেক ব্যবসায়ীই দোকান সরাতে পারেননি । শনিবার এখানকার সব দোকানই ভেঙে দেওয়া হয় ৷
কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দু'টি জুড়ে 6 লেনের রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ তার জন্যই রাস্তার দু'ধারে থাকা 10-12 বছরের পুরানো দোকানগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । দিন পনেরো আগেই দোকানগুলি তুলে দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল । কিন্তু অনেক দোকানদার তা না মানায় অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ ও প্রশাসন মিলে দোকানগুলি নিজেরাই সরিয়ে দেয় ৷ এদিন পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে ঘটনাস্থলে আসেন পরিস্থিতি খতিয়ে দেখতে ।
উচ্ছেদের ফলে ব্যবসায়ীরা কার্যত বেকার হয়ে পড়লেন । করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে তার মধ্যে আবার দোকান ভাঙার ফলে মাথায় হাত পড়েছে দোকানদারদের । তাঁরা বলেন, "লকডাউনে মধ্যে আমরা কী করব এখন জানি না । আমাদের রুজি-রোজগার সব শেষ হয়ে গেল ।" এদিন এই উচ্ছেদের ফলে কয়েক হাজার দোকানদার এবং তাঁদের পরিবারের উপার্জনের রাস্তা বন্ধ হল ৷
আরও পড়ুন : নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে বেআইনি দোকান উচ্ছেদ মালদা প্রশাসনের