ETV Bharat / city

3 হাজার ছুঁতে চলল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা - কলকাতা

রাজ্যে ক্রমে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 148 জন ৷ মৃত্যু হয়েছে আরও ছ'জনের ৷

Coronavirus
কোরোনা ভাইরাস
author img

By

Published : May 19, 2020, 6:45 AM IST

কলকাতা, 18 মে: 3000 ছুঁতে চলল রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় 150 জন ৷ মৃতের সংখ্যা ছয় ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 148 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 হাজার 825 ৷ কোরোনায় আক্রান্ত হয়ে আরও ছ'জনের মৃত্যু হয়েছে ৷ এর ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 178-এ ৷ কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের ৷

এদিকে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও 47 জন ৷ এই নিয়ে মোট 1 হাজার 23 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1 হাজার 670 ৷

রাজ্যের মোট 23টি ল্যাবে আজ 7 হাজার 614টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 93 হাজার 570টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে ৷

ইতিমধ্যেই অনেকে রাজ্যে ফিরেছেন ৷ এখনও ফিরছেন অনেকে । নিয়ম অনুযায়ী তাঁদের কোয়ারানটিনে থাকতে হচ্ছে ৷ স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, 582টি সরকারি কোয়ারানটিনে মোট 11 হাজার 571 জন রয়েছেন ৷ কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন 29 হাজার 615 জন ৷ রাজ্যে হোম কোয়ারানটিনে রয়েছেন 77 হাজার 235 জন ৷

কলকাতা, 18 মে: 3000 ছুঁতে চলল রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় 150 জন ৷ মৃতের সংখ্যা ছয় ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 148 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 হাজার 825 ৷ কোরোনায় আক্রান্ত হয়ে আরও ছ'জনের মৃত্যু হয়েছে ৷ এর ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 178-এ ৷ কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের ৷

এদিকে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও 47 জন ৷ এই নিয়ে মোট 1 হাজার 23 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1 হাজার 670 ৷

রাজ্যের মোট 23টি ল্যাবে আজ 7 হাজার 614টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 93 হাজার 570টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে ৷

ইতিমধ্যেই অনেকে রাজ্যে ফিরেছেন ৷ এখনও ফিরছেন অনেকে । নিয়ম অনুযায়ী তাঁদের কোয়ারানটিনে থাকতে হচ্ছে ৷ স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, 582টি সরকারি কোয়ারানটিনে মোট 11 হাজার 571 জন রয়েছেন ৷ কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন 29 হাজার 615 জন ৷ রাজ্যে হোম কোয়ারানটিনে রয়েছেন 77 হাজার 235 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.