ETV Bharat / city

টপ নিউজ় @ সকাল 9 টা - খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Aug 4, 2020, 9:10 AM IST

1. ETV ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

পরপর তিনটি মামলা দায়ের করা হয় ETV ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে ৷ এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই সাংবাদিক ।

2. রাম মন্দির নির্মাণের সূচনা হবে 5টি রুপোর ইট, ফল্গুর বালিতে

কণামাত্র লোহা ব্যবহার করা হবে না রাম মন্দির নির্মাণে ৷ 57 একরের মন্দির কমপ্লেক্সে তৈরি করা হবে "রামকথা কুঞ্জ পার্ক" ৷ যা আসলে রামের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনশালা ৷

3. রাম জন্মভূমি আন্দোলনের পুরোধা যাঁরা

মূলত লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর জোশির নেতৃত্বেই গতি পেয়েছিল রাম মন্দির তৈরির আন্দোলন । অনুগামীদের উদ্বুদ্ধ করতে দেশজুড়ে রথযাত্রার ধারণা এনেছিলেন তাঁরা ।

4. "5 অগাস্ট হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন", লকডাউন প্রত্যাহারের আবেদন দিলীপের

"5 অগাস্টের লকডাউন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি রাজ্যের কাছে ৷ বদলে অন্য কোনও দিন লকডাউন হোক ৷ ওই দিনটা হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন ৷ দয়া করে মানুষের আবেগ নিয়ে খেলবেন না ৷" বললেন দিলীপ ঘোষ ৷

5. ফের লকডাউনের দিন বদল রাজ্যে

ফের পরিবর্তন হল লকডাউনের দিন । এই নিয়ে তৃতীয়বার লকডাউনের দিন পরিবর্তন করা হল । 5, 8, 20, 21, 27, 28 ও 31 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ।

6. কোরোনায় একদিনে রাজ্যে মৃত 53

রাজ্যে এখনও পর্যন্ত 54 হাজার 818 জন মানুষ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এই মুহূর্তে ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 21 হাজার 683 জন । রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার 70.07 শতাংশ ।

7. পরিবারের 2 জন কোরোনায় আক্রান্ত, আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

পরিবারের দুজনের শরীরে ধরা পড়েছে কোরোনা সংক্রমণ। তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেলফ আইসোলেশনে গেলেন ৷

8. জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার জন্য কমিটি গঠন রাজ্যের

জাতীয় শিক্ষানীতি নিয়ে পর্যালোচনার জন্য এবার কমিটি গঠন করল রাজ্য সরকার । কমিটিতে রয়েছেন ছ'জন ।

9. বয়সের ভুল স্বীকারে শাস্তি নয়, নতুন স্কিম BCCI-র

ঘরোয়া ক্রিকেটে বয়স ভাঁড়ানো বন্ধ করতে নতুন নীতি আনল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷ এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভলেন্টারি ডিসকোর্স স্কিম বা VDS ৷

10. সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে আসেনি, জানাল মুম্বই পুলিশ

সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসেনি । এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের জড়িত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি ।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ কমিশনার।

1. ETV ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

পরপর তিনটি মামলা দায়ের করা হয় ETV ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে ৷ এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই সাংবাদিক ।

2. রাম মন্দির নির্মাণের সূচনা হবে 5টি রুপোর ইট, ফল্গুর বালিতে

কণামাত্র লোহা ব্যবহার করা হবে না রাম মন্দির নির্মাণে ৷ 57 একরের মন্দির কমপ্লেক্সে তৈরি করা হবে "রামকথা কুঞ্জ পার্ক" ৷ যা আসলে রামের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনশালা ৷

3. রাম জন্মভূমি আন্দোলনের পুরোধা যাঁরা

মূলত লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর জোশির নেতৃত্বেই গতি পেয়েছিল রাম মন্দির তৈরির আন্দোলন । অনুগামীদের উদ্বুদ্ধ করতে দেশজুড়ে রথযাত্রার ধারণা এনেছিলেন তাঁরা ।

4. "5 অগাস্ট হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন", লকডাউন প্রত্যাহারের আবেদন দিলীপের

"5 অগাস্টের লকডাউন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি রাজ্যের কাছে ৷ বদলে অন্য কোনও দিন লকডাউন হোক ৷ ওই দিনটা হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন ৷ দয়া করে মানুষের আবেগ নিয়ে খেলবেন না ৷" বললেন দিলীপ ঘোষ ৷

5. ফের লকডাউনের দিন বদল রাজ্যে

ফের পরিবর্তন হল লকডাউনের দিন । এই নিয়ে তৃতীয়বার লকডাউনের দিন পরিবর্তন করা হল । 5, 8, 20, 21, 27, 28 ও 31 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ।

6. কোরোনায় একদিনে রাজ্যে মৃত 53

রাজ্যে এখনও পর্যন্ত 54 হাজার 818 জন মানুষ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এই মুহূর্তে ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 21 হাজার 683 জন । রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার 70.07 শতাংশ ।

7. পরিবারের 2 জন কোরোনায় আক্রান্ত, আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

পরিবারের দুজনের শরীরে ধরা পড়েছে কোরোনা সংক্রমণ। তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেলফ আইসোলেশনে গেলেন ৷

8. জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার জন্য কমিটি গঠন রাজ্যের

জাতীয় শিক্ষানীতি নিয়ে পর্যালোচনার জন্য এবার কমিটি গঠন করল রাজ্য সরকার । কমিটিতে রয়েছেন ছ'জন ।

9. বয়সের ভুল স্বীকারে শাস্তি নয়, নতুন স্কিম BCCI-র

ঘরোয়া ক্রিকেটে বয়স ভাঁড়ানো বন্ধ করতে নতুন নীতি আনল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷ এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভলেন্টারি ডিসকোর্স স্কিম বা VDS ৷

10. সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে আসেনি, জানাল মুম্বই পুলিশ

সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসেনি । এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের জড়িত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি ।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ কমিশনার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.