ETV Bharat / city

টপ নিউজ় @ সন্ধে 7টা

মেদিনীপুরে দু’বার দিলীপ ঘোষকে আটকাল পুলিশ ৷ পাশাপাশি আমফান বিধ্বস্ত কলকাতা ও রাজ্যের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক বলে জানাল স্বরাষ্ট্র দপ্তর ৷ অন্যদিকে, আগামীকাল ইদ ৷ কিন্তু বাজারে ক্রেতার ভিড় নেই ৷

top news
টপ নিউজ়
author img

By

Published : May 24, 2020, 7:13 PM IST

1. নন্দকুমারের পর ডেবরা, একই দিনে দ্বিতীয়বার আটক দিলীপ

ফের দিলীপ ঘোষকে বাধা ৷ এবার পশ্চিম মেদিনীপুরের আষাঢ়ির কাছে তাঁকে আটকাল পুলিশ ৷ তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে যাওয়ার পথে তিনি বাধাপ্রাপ্ত হন ৷ এই নিয়ে আজ দ্বিতীয়বার পুলিশের বাধার সম্মুখীন হলেন BJP-র রাজ্য সভাপতি ৷

2. কলকাতা ও রাজ্যের অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক, জানাল স্বরাষ্ট্র দপ্তর

আজ রাজ্য়ের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, CESC সরকারকে জানিয়েছে, তারা পাটুলি, মুকুন্দপুর, যাদবপুর, NSC বোস রোড, বেহালা চৌরাস্তাসহ কলকাতার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করে দিয়েছে ।

3. তৃণমূল কর্মীর মৃত্যুর পর সাঁইথিয়ার গ্রাম থেকে উদ্ধার 40টি বোমা

সাঁইথিয়ার বলাইচণ্ডী গ্রাম থেকে প্রায় 40টি বোমা উদ্ধার করল পুলিশ । গতকাল এই গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলাকালীন বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের । ঘটনায় আজ পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে । গ্রামজুড়ে পুলিশি টহল চলছে ।

4. যোগাযোগ রাখলে আগেই সেনা নামানো যেত, মুখ্যমন্ত্রীকে টুইটে বার্তা রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ যোগাযোগ বজায় রাখুন । সেটা রাখলে তিন দিন আগেই সেনাবাহিনী তলব করা যেত ।

5. আমফান : লন্ডভন্ড সুন্দরবনের চিত্র

বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আঘাত হানে সাইক্লোন আমফান ৷ শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে বিধ্বস্ত হয়ে পড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ৷ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় দুই 24 পরগনা ৷

6. জওয়ানদের আটকে রাখার খবর মিথ্যা, জনিয়ে দিল ভারতীয় সেনা

লাদাখে ভারত-চিন সীমান্তে টহলরত ভারতীয় সেনার কয়েকজনকে আটকে রেখেছিল চিন সেনা । এমন খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তা মিথ্যা বলে আজ জানিয়ে দিল ভারতীয় সেনা । সেনাবাহিনী সূত্রে খবর, "এটা সত্যি নয় ।"

7.লকডাউন : দিল্লির স্টেশনে ঠেলাগাড়ি থেকে জল ও খাবার লুট একদল পরিযায়ীর

ওল্ড দিল্লি স্টেশনে পানীয় জল এবং খাবার ভরতি ঠেলাগাড়ি দেখে ঝাঁপিয়ে পড়লেন কয়েকজন পরিযায়ী শ্রমিক । খাবার ও জল লুট করে পালান তাঁরা । ওল্ড দিল্লি স্টেশনের শুক্রবারের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে।

8. লকডাউন : জামা মসজিদ চত্বরে ইদের রং যেন ফিকে

আগামীকাল ইদ । তবে এইবার দিল্লির জামা মসজিদ চত্বরের ছবিটা অন্যবারের থেকে আলাদা । ইদের কেনা-কাটার জন্য ভিড় ভেঙে পড়েনি দোকানগুলিতে ।

9. সময় আমাদের একসঙ্গে বাঁচতে শেখাচ্ছে : আশা ভোঁসলে

আশা ভোঁসলে মনে করছেন যে, লকডাউন আমাদের ভারতীয় সংস্কৃতির শিকড়ে নিয়ে যাচ্ছে, একসঙ্গে বাঁচতে শেখাচ্ছে । IANS-কে মনের কথা জানালেন বর্ষীয়ান গায়িকা ।

10. কোরোনায় আক্রান্ত অভিনেতা কিরণ কুমার

ফের কোরোনার থাবা বলিউডে । আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার । আরোগ্য কামনা করলেন অভিনেত্রী কাশমেরা শাহ ।

1. নন্দকুমারের পর ডেবরা, একই দিনে দ্বিতীয়বার আটক দিলীপ

ফের দিলীপ ঘোষকে বাধা ৷ এবার পশ্চিম মেদিনীপুরের আষাঢ়ির কাছে তাঁকে আটকাল পুলিশ ৷ তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে যাওয়ার পথে তিনি বাধাপ্রাপ্ত হন ৷ এই নিয়ে আজ দ্বিতীয়বার পুলিশের বাধার সম্মুখীন হলেন BJP-র রাজ্য সভাপতি ৷

2. কলকাতা ও রাজ্যের অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক, জানাল স্বরাষ্ট্র দপ্তর

আজ রাজ্য়ের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, CESC সরকারকে জানিয়েছে, তারা পাটুলি, মুকুন্দপুর, যাদবপুর, NSC বোস রোড, বেহালা চৌরাস্তাসহ কলকাতার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করে দিয়েছে ।

3. তৃণমূল কর্মীর মৃত্যুর পর সাঁইথিয়ার গ্রাম থেকে উদ্ধার 40টি বোমা

সাঁইথিয়ার বলাইচণ্ডী গ্রাম থেকে প্রায় 40টি বোমা উদ্ধার করল পুলিশ । গতকাল এই গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলাকালীন বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের । ঘটনায় আজ পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে । গ্রামজুড়ে পুলিশি টহল চলছে ।

4. যোগাযোগ রাখলে আগেই সেনা নামানো যেত, মুখ্যমন্ত্রীকে টুইটে বার্তা রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ যোগাযোগ বজায় রাখুন । সেটা রাখলে তিন দিন আগেই সেনাবাহিনী তলব করা যেত ।

5. আমফান : লন্ডভন্ড সুন্দরবনের চিত্র

বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আঘাত হানে সাইক্লোন আমফান ৷ শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে বিধ্বস্ত হয়ে পড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ৷ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় দুই 24 পরগনা ৷

6. জওয়ানদের আটকে রাখার খবর মিথ্যা, জনিয়ে দিল ভারতীয় সেনা

লাদাখে ভারত-চিন সীমান্তে টহলরত ভারতীয় সেনার কয়েকজনকে আটকে রেখেছিল চিন সেনা । এমন খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তা মিথ্যা বলে আজ জানিয়ে দিল ভারতীয় সেনা । সেনাবাহিনী সূত্রে খবর, "এটা সত্যি নয় ।"

7.লকডাউন : দিল্লির স্টেশনে ঠেলাগাড়ি থেকে জল ও খাবার লুট একদল পরিযায়ীর

ওল্ড দিল্লি স্টেশনে পানীয় জল এবং খাবার ভরতি ঠেলাগাড়ি দেখে ঝাঁপিয়ে পড়লেন কয়েকজন পরিযায়ী শ্রমিক । খাবার ও জল লুট করে পালান তাঁরা । ওল্ড দিল্লি স্টেশনের শুক্রবারের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে।

8. লকডাউন : জামা মসজিদ চত্বরে ইদের রং যেন ফিকে

আগামীকাল ইদ । তবে এইবার দিল্লির জামা মসজিদ চত্বরের ছবিটা অন্যবারের থেকে আলাদা । ইদের কেনা-কাটার জন্য ভিড় ভেঙে পড়েনি দোকানগুলিতে ।

9. সময় আমাদের একসঙ্গে বাঁচতে শেখাচ্ছে : আশা ভোঁসলে

আশা ভোঁসলে মনে করছেন যে, লকডাউন আমাদের ভারতীয় সংস্কৃতির শিকড়ে নিয়ে যাচ্ছে, একসঙ্গে বাঁচতে শেখাচ্ছে । IANS-কে মনের কথা জানালেন বর্ষীয়ান গায়িকা ।

10. কোরোনায় আক্রান্ত অভিনেতা কিরণ কুমার

ফের কোরোনার থাবা বলিউডে । আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার । আরোগ্য কামনা করলেন অভিনেত্রী কাশমেরা শাহ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.