ETV Bharat / city

শনি ও রবি রাতে বাতিল কয়েকটি ট্রেন

বারাসত বনগাঁ লাইনে আগামীকাল ও রবিবার রাতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ট্রেন চলাচলে সমস্যা দেখা দিতে পারে। ইন্টারলকিং ও সিগন্যালিং প্যানেলের ইন্টারলকিং কাজের জন্য ব্যাহত হবে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে কয়েকটি লোকাল ট্রেন।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 29, 2019, 12:18 PM IST

কলকাতা, 29 মার্চ : শিয়ালদা শাখার অশোকনগর স্টেশনের বারাসত-বনগাঁ লাইনে আগামীকাল ও রবিবার রাতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ট্রেন চলাচলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বাতিল হচ্ছে কয়েকটি লোকাল ট্রেনও।পূর্ব রেল সূত্রে খবর নন ইন্টারলকিং ও সিগন্যালিং প্যানেলের ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামীকাল ও রবিবার রাত ১২টা ৫৫ থেকে ভোর ৫টা ২৫ পর্যন্ত ট্রেন চলাচল করবে বেশ ধীরে। কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য সিগনাল ও রেল লাইনের মেরামতের কাজটি করানো হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তারা।ট্রেন লাইনে কাজের জন্য ৩৩৮১১/৩৩৮১২ শিয়ালদা-বনগাঁ লোকলটি বাতিল করা হয়েছে। এছাড়াও ৩৩৮১৪ লোকালটি বনগাঁ স্টেশন থেকে ৪টে ২৫-এ ছাড়ার বদলে ছাড়বে ৪টে ৪০-এ।দু'দিন লাইনে কাজ চলবে। সেই কারণে এই শাখার সবকটি ট্রেন দেরিতে চলবে।

কলকাতা, 29 মার্চ : শিয়ালদা শাখার অশোকনগর স্টেশনের বারাসত-বনগাঁ লাইনে আগামীকাল ও রবিবার রাতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ট্রেন চলাচলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বাতিল হচ্ছে কয়েকটি লোকাল ট্রেনও।পূর্ব রেল সূত্রে খবর নন ইন্টারলকিং ও সিগন্যালিং প্যানেলের ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামীকাল ও রবিবার রাত ১২টা ৫৫ থেকে ভোর ৫টা ২৫ পর্যন্ত ট্রেন চলাচল করবে বেশ ধীরে। কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য সিগনাল ও রেল লাইনের মেরামতের কাজটি করানো হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তারা।ট্রেন লাইনে কাজের জন্য ৩৩৮১১/৩৩৮১২ শিয়ালদা-বনগাঁ লোকলটি বাতিল করা হয়েছে। এছাড়াও ৩৩৮১৪ লোকালটি বনগাঁ স্টেশন থেকে ৪টে ২৫-এ ছাড়ার বদলে ছাড়বে ৪টে ৪০-এ।দু'দিন লাইনে কাজ চলবে। সেই কারণে এই শাখার সবকটি ট্রেন দেরিতে চলবে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.