ETV Bharat / city

Tarun Majumdar: সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তরুণ মজুমদার, শোকবার্তা ভাস্বরের

author img

By

Published : Jul 4, 2022, 4:49 PM IST

প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar Passes Away) ৷ দীর্ঘদিন তিনি কলকাতার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

Tollywood Condoles Tarun Majumdar Death
Tarun Majumdar: সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তরুণ মজুমদার, শোকবার্তা ভাস্বরের

কলকাতা, 4 জুলাই : তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড (Tollywood Condoles Tarun Majumdar Death) ৷ তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই এসএসকেএমে (SSKM Hospital) এক এক করে সেখানে আসতে শুরু করেন টলিউডে তাঁর সহকর্মীরা ৷

এসেছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘ওঁর ছবি দেখে বড় হয়েছি ৷ অনেক কিছু শিখেছি ৷ আমাদের অভিভাবক ছিলেন ৷ বাংলার মাটির গন্ধ ছবিতে পেয়েছি ৷ তাঁর প্রয়াণে যে ক্ষতি হল, তা অপূরণীয় ৷’’

তরুণ মজুমদার পরিচালিত বেশ কিছু ছবিতে গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ৷ তিনি বলেন, ‘‘বেশ কিছু ছবিতে গান গেয়েছি ৷ অনেক নতুন নায়ক নায়িকাকে উনি সিনেমায় এনেছেন ৷’’

সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তরুণ মজুমদার, শোকবার্তা ভাস্বরের

তরুণ মজুমদারের হাত ধরে চলচ্চিত্র জগতের আত্মপ্রকাশ করেছিলেন তাপস পাল ৷ দাদার কীর্তি ছিল তাপস পালের প্রথম সিনেমা ৷ করোনাকাল শুরুর কিছু আগেই প্রয়াত হন টলিউডের এই নায়ক ৷ এদিন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল এসেছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ তিনিও স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ ৷ তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল হাসপাতালে আসার আগে পর্যন্ত ৷ এমনটাই জানিয়েছেন নন্দিনী পাল ৷

তরুণ মজুমদার পরিচালিত আলো সিনেমায় অভিনয় করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘উনি সময়ের থেকে অনেক এগিয়েছিলেন ৷ আলোর পর দু’টি শর্ট ফিল্ম করেছিলেন আমাদের নিয়ে ৷ সেই সময় হিন্দি-বাংলায় শর্ট ফিল্মের চল সেই অর্থে ছিল না ৷ দ্বিতীয়টি আবার ছিল প্রথমটার সিক্যুয়েল ৷ অভিনেতা-অভিনেত্রীদের নিজের সন্তানের মতো মনে করতেন ৷’’

এদিকে রাজ্য সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত পরিচালকের শেষকৃত্য করতে চেয়েছিল ৷ জানা গিয়েছে যে পরিবারের তরফে প্রত্যাখান করা হয়েছে ৷ তবে পরিবারের ইচ্ছে অনুযায়ী তাঁর দেহ দান করা হচ্ছে এসএসকেএমে ৷

এই নিয়ে গণদর্পণের অন্যতম সম্পাদক শ্যামল চট্টোপাধ্যায় জানান, গণদর্পণকে মরণোত্তর দেহদানে ইচ্ছাপ্রকাশ করেছিলেন ৷ কিন্তু অঙ্গীকারপত্র সই হয়নি ৷ এদিন পরিবারের তরফে দেহদানের ইচ্ছাপ্রকাশ করা হয় ৷ সেই মতো ব্যবস্থা করা হয় ৷

এদিন দুপুরে এসএসকেএম থেকে তরুণ মজুমদারের মরদেহ বের করে নিয়ে যাওয়া হয় এনটিওয়ান স্টুডিয়োতে ৷ তার পর আবার দেহ দানের জন্য নিয়ে আসা হয় এসএসকেএমে ৷

আরও পড়ুন : Ratna Ghosal remembers Tarun Majumdar: আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

কলকাতা, 4 জুলাই : তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড (Tollywood Condoles Tarun Majumdar Death) ৷ তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই এসএসকেএমে (SSKM Hospital) এক এক করে সেখানে আসতে শুরু করেন টলিউডে তাঁর সহকর্মীরা ৷

এসেছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘ওঁর ছবি দেখে বড় হয়েছি ৷ অনেক কিছু শিখেছি ৷ আমাদের অভিভাবক ছিলেন ৷ বাংলার মাটির গন্ধ ছবিতে পেয়েছি ৷ তাঁর প্রয়াণে যে ক্ষতি হল, তা অপূরণীয় ৷’’

তরুণ মজুমদার পরিচালিত বেশ কিছু ছবিতে গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ৷ তিনি বলেন, ‘‘বেশ কিছু ছবিতে গান গেয়েছি ৷ অনেক নতুন নায়ক নায়িকাকে উনি সিনেমায় এনেছেন ৷’’

সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তরুণ মজুমদার, শোকবার্তা ভাস্বরের

তরুণ মজুমদারের হাত ধরে চলচ্চিত্র জগতের আত্মপ্রকাশ করেছিলেন তাপস পাল ৷ দাদার কীর্তি ছিল তাপস পালের প্রথম সিনেমা ৷ করোনাকাল শুরুর কিছু আগেই প্রয়াত হন টলিউডের এই নায়ক ৷ এদিন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল এসেছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ তিনিও স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ ৷ তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল হাসপাতালে আসার আগে পর্যন্ত ৷ এমনটাই জানিয়েছেন নন্দিনী পাল ৷

তরুণ মজুমদার পরিচালিত আলো সিনেমায় অভিনয় করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘উনি সময়ের থেকে অনেক এগিয়েছিলেন ৷ আলোর পর দু’টি শর্ট ফিল্ম করেছিলেন আমাদের নিয়ে ৷ সেই সময় হিন্দি-বাংলায় শর্ট ফিল্মের চল সেই অর্থে ছিল না ৷ দ্বিতীয়টি আবার ছিল প্রথমটার সিক্যুয়েল ৷ অভিনেতা-অভিনেত্রীদের নিজের সন্তানের মতো মনে করতেন ৷’’

এদিকে রাজ্য সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত পরিচালকের শেষকৃত্য করতে চেয়েছিল ৷ জানা গিয়েছে যে পরিবারের তরফে প্রত্যাখান করা হয়েছে ৷ তবে পরিবারের ইচ্ছে অনুযায়ী তাঁর দেহ দান করা হচ্ছে এসএসকেএমে ৷

এই নিয়ে গণদর্পণের অন্যতম সম্পাদক শ্যামল চট্টোপাধ্যায় জানান, গণদর্পণকে মরণোত্তর দেহদানে ইচ্ছাপ্রকাশ করেছিলেন ৷ কিন্তু অঙ্গীকারপত্র সই হয়নি ৷ এদিন পরিবারের তরফে দেহদানের ইচ্ছাপ্রকাশ করা হয় ৷ সেই মতো ব্যবস্থা করা হয় ৷

এদিন দুপুরে এসএসকেএম থেকে তরুণ মজুমদারের মরদেহ বের করে নিয়ে যাওয়া হয় এনটিওয়ান স্টুডিয়োতে ৷ তার পর আবার দেহ দানের জন্য নিয়ে আসা হয় এসএসকেএমে ৷

আরও পড়ুন : Ratna Ghosal remembers Tarun Majumdar: আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.