ETV Bharat / city

Higher Secondary Result : আজ উচ্চ মাধ্যমিকের ফল, ওয়েবসাইটে জানা যাবে চারটের পর - Mamata Banerjee

আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ৷ তিনটেয় ফল ঘোষণা হবে ৷ আর বিকেল চারটের পর থেকেই সংসদের ওয়েবসাইটে দেখা যাবে ফল ৷ পাশাপাশি এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও জানা যাবে রেজাল্ট ৷

আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল
আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল
author img

By

Published : Jul 22, 2021, 9:47 AM IST

কলকাতা, 22 জুলাই : মঙ্গলবার ছিল মাধ্যমিকের ৷ আজ পালা উচ্চ মাধ্যমিকের ৷ তিনটেয় ফল ঘোষণা হবে ৷ আর বিকেল চারটের পর অনলাইনে ফলাফল দেখা যাবে ৷ পাশাপাশি এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 9 লাখ ৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে, অনলাইনে এদিন ফল ঘোষণা হলেও পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন 23 জুলাই । আগামিকাল সকাল 11 টা থেকে স্কুলের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট ও শংসাপত্র ৷ তারপরই পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন ৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in থেকে জানা যাবে ফলাফল ৷ মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানতে হলে www.results.shiksha এবং এসএমএসের মাধ্যমে www.exametc.com এবং www.indiaresults.com থেকে ফলাফল জানা যাবে ৷ এইসব ওয়েবসাইট থেকে আজ বিকেল চারটের পর থেকেই রেজাল্ট জানা যাবে ৷ তবে তার আগে পরীক্ষার্থীদের তাঁদের রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর রেজিস্টার করাতে হবে ৷

মাধ্যমিকের ক্ষেত্রে না হলেও আগে থেকেই উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছিল ৷ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ও একাদশ শ্রেণির থিওরির নম্বর নিয়ে তৈরি করা হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ৷ মানে এবছর যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাঁদের 2019 সালের মাধ্যমিকে পাওয়া নম্বরের 40 শতাংশ ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় থিওরিতে পাওয়া নম্বরের 60 শতাংশ নম্বর যোগ করে মার্কশিট তৈরি করা হবে ৷ মাধ্যমিকের ফলাফল থেকে নম্বর যোগ হওয়ার থেকে সেই পরীক্ষায় প্রাপ্ত 4টি সর্বোচ্চ নম্বরের 40 শতাংশ নেওয়া হবে ৷ তার সঙ্গে যোগ হবে একাদশের নম্বর ৷ এই পদ্ধতিতে মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা ফের পরীক্ষায় বসতে পারবেন বলেও জানিয়েছে সংসদ ৷ সেক্ষেত্রে তাঁদের লিখিত পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য করা হবে ৷

করোনার পরিস্থিতিতে থমকে গিয়েছে শিক্ষাব্যবস্থা ৷ প্রতিষ্ঠানগুলি তো বন্ধ রয়েছে সেই আগের বছর থেকেই ৷ করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় গত বছর এরাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচিতে থাকা শেষ কয়েকটি পরীক্ষা হতে পারেনি ৷ তবে গত বছর মাধ্যমিক সম্পন্ন হয়েছিল ৷

এবছর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গোটা দেশেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনওটাই হয়নি ৷ পশ্চিমবঙ্গেও বাতিল হয় দু'টি পরীক্ষাই ৷ সাধারণ মানুষ এবং পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের থেকে ইমেলের মাধ্যমে মতামত সংগ্রহ করে গত 7 জুন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল হওয়ার কথা ঘোষণা করেন ৷ জানান, 34 হাজার ই-মেল প্রেরকের মধ্যে 83 শতাংশ মানুষ পরীক্ষা না হওয়ার পক্ষে মতামত জানিয়েছেন । এরপরই 17 জুন তিনি জানান, জুলাইয়ে প্রকাশিত হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল ৷ চলতি মাসের 13 তারিখ জানানো হয়, 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে ৷ সেইমতো আজ ফল প্রকাশ হবে বেলা তিনটেয় ৷

আরও পড়ুন : মাধ্যমিকে এবার পাশ 100 শতাংশ, সর্বোচ্চ নম্বর পেল 79 জন

কলকাতা, 22 জুলাই : মঙ্গলবার ছিল মাধ্যমিকের ৷ আজ পালা উচ্চ মাধ্যমিকের ৷ তিনটেয় ফল ঘোষণা হবে ৷ আর বিকেল চারটের পর অনলাইনে ফলাফল দেখা যাবে ৷ পাশাপাশি এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 9 লাখ ৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে, অনলাইনে এদিন ফল ঘোষণা হলেও পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন 23 জুলাই । আগামিকাল সকাল 11 টা থেকে স্কুলের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট ও শংসাপত্র ৷ তারপরই পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন ৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in থেকে জানা যাবে ফলাফল ৷ মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানতে হলে www.results.shiksha এবং এসএমএসের মাধ্যমে www.exametc.com এবং www.indiaresults.com থেকে ফলাফল জানা যাবে ৷ এইসব ওয়েবসাইট থেকে আজ বিকেল চারটের পর থেকেই রেজাল্ট জানা যাবে ৷ তবে তার আগে পরীক্ষার্থীদের তাঁদের রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর রেজিস্টার করাতে হবে ৷

মাধ্যমিকের ক্ষেত্রে না হলেও আগে থেকেই উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছিল ৷ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ও একাদশ শ্রেণির থিওরির নম্বর নিয়ে তৈরি করা হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ৷ মানে এবছর যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাঁদের 2019 সালের মাধ্যমিকে পাওয়া নম্বরের 40 শতাংশ ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় থিওরিতে পাওয়া নম্বরের 60 শতাংশ নম্বর যোগ করে মার্কশিট তৈরি করা হবে ৷ মাধ্যমিকের ফলাফল থেকে নম্বর যোগ হওয়ার থেকে সেই পরীক্ষায় প্রাপ্ত 4টি সর্বোচ্চ নম্বরের 40 শতাংশ নেওয়া হবে ৷ তার সঙ্গে যোগ হবে একাদশের নম্বর ৷ এই পদ্ধতিতে মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা ফের পরীক্ষায় বসতে পারবেন বলেও জানিয়েছে সংসদ ৷ সেক্ষেত্রে তাঁদের লিখিত পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য করা হবে ৷

করোনার পরিস্থিতিতে থমকে গিয়েছে শিক্ষাব্যবস্থা ৷ প্রতিষ্ঠানগুলি তো বন্ধ রয়েছে সেই আগের বছর থেকেই ৷ করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় গত বছর এরাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচিতে থাকা শেষ কয়েকটি পরীক্ষা হতে পারেনি ৷ তবে গত বছর মাধ্যমিক সম্পন্ন হয়েছিল ৷

এবছর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গোটা দেশেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনওটাই হয়নি ৷ পশ্চিমবঙ্গেও বাতিল হয় দু'টি পরীক্ষাই ৷ সাধারণ মানুষ এবং পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের থেকে ইমেলের মাধ্যমে মতামত সংগ্রহ করে গত 7 জুন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল হওয়ার কথা ঘোষণা করেন ৷ জানান, 34 হাজার ই-মেল প্রেরকের মধ্যে 83 শতাংশ মানুষ পরীক্ষা না হওয়ার পক্ষে মতামত জানিয়েছেন । এরপরই 17 জুন তিনি জানান, জুলাইয়ে প্রকাশিত হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল ৷ চলতি মাসের 13 তারিখ জানানো হয়, 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে ৷ সেইমতো আজ ফল প্রকাশ হবে বেলা তিনটেয় ৷

আরও পড়ুন : মাধ্যমিকে এবার পাশ 100 শতাংশ, সর্বোচ্চ নম্বর পেল 79 জন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.