ETV Bharat / city

কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন - মরশুমের শীতলতম দিন

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ তরাই ও ডুয়ার্সের জেলাগুলিতে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সর্তকতাও দিয়েছে আবহাওয়া অফিস । বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে।

today temperature
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 28, 2019, 1:49 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। 20 ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ তরাই ও ডুয়ার্সের জেলাগুলিতে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সর্তকতাও দিয়েছে আবহাওয়া অফিস । বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আজ রাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, হুগলি, ও দক্ষিণ 24 পরগনায় ।


আজ সকাল থেকে হালকা কুয়াশা ছিল কলকাতায় । বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে যায় । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 .9 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন 68 শতাংশ ও সর্বোচ্চ 99 শতাংশ ।


এক নজরে আজ কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা :

  • কোচবিহার 9.1 ডিগ্রি সেলসিয়াস
  • দার্জিলিং 1.6 ডিগ্রি সেলসিয়াস
  • জলপাইগুড়ি 8.2 ডিগ্রি সেলসিয়াস
  • কালিম্পং 4 ডিগ্রি সেলসিয়াস
  • মালদা 9.5 ডিগ্রি সেলসিয়াস
  • শিলিগুড়ি 5 ডিগ্রি সেলসিয়াস
  • বালুরঘাট 9.2 ডিগ্রি সেলসিয়াস
  • আসানসোল 8.2 ডিগ্রি সেলসিয়াস
  • হুগলি 12 ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া 8.5 ডিগ্রি সেলসিয়াস
  • ব্যারাকপুর 10 ডিগ্রি সেলসিয়াস
  • বহরমপুর 10 ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান 8.3 ডিগ্রি সেলসিয়াস
  • ক্যানিং 11 ডিগ্রি সেলসিয়াস
  • ডায়মন্ড হারবার 10 ডিগ্রি সেলসিয়াস
  • দিঘা 9.3 ডিগ্রি সেলসিয়াস
  • দমদম 10.8 ডিগ্রি সেলসিয়াস
  • হলদিয়া 11.1 ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুণ্ডা 8.6 ডিগ্রি সেলসিয়াস
  • কলকাতা 11.1 ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর 9.6 ডিগ্রি সেলসিয়াস
  • পানাগড় 8.3 ডিগ্রি সেলসিয়াস
  • পুরুলিয়া 7 ডিগ্রি সেলসিয়াস
  • সটলেক 11.6 ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন 7.4 ডিগ্রি সেলসিয়াস

কলকাতা, 28 ডিসেম্বর : আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। 20 ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ তরাই ও ডুয়ার্সের জেলাগুলিতে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সর্তকতাও দিয়েছে আবহাওয়া অফিস । বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আজ রাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, হুগলি, ও দক্ষিণ 24 পরগনায় ।


আজ সকাল থেকে হালকা কুয়াশা ছিল কলকাতায় । বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে যায় । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 .9 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন 68 শতাংশ ও সর্বোচ্চ 99 শতাংশ ।


এক নজরে আজ কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা :

  • কোচবিহার 9.1 ডিগ্রি সেলসিয়াস
  • দার্জিলিং 1.6 ডিগ্রি সেলসিয়াস
  • জলপাইগুড়ি 8.2 ডিগ্রি সেলসিয়াস
  • কালিম্পং 4 ডিগ্রি সেলসিয়াস
  • মালদা 9.5 ডিগ্রি সেলসিয়াস
  • শিলিগুড়ি 5 ডিগ্রি সেলসিয়াস
  • বালুরঘাট 9.2 ডিগ্রি সেলসিয়াস
  • আসানসোল 8.2 ডিগ্রি সেলসিয়াস
  • হুগলি 12 ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া 8.5 ডিগ্রি সেলসিয়াস
  • ব্যারাকপুর 10 ডিগ্রি সেলসিয়াস
  • বহরমপুর 10 ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান 8.3 ডিগ্রি সেলসিয়াস
  • ক্যানিং 11 ডিগ্রি সেলসিয়াস
  • ডায়মন্ড হারবার 10 ডিগ্রি সেলসিয়াস
  • দিঘা 9.3 ডিগ্রি সেলসিয়াস
  • দমদম 10.8 ডিগ্রি সেলসিয়াস
  • হলদিয়া 11.1 ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুণ্ডা 8.6 ডিগ্রি সেলসিয়াস
  • কলকাতা 11.1 ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর 9.6 ডিগ্রি সেলসিয়াস
  • পানাগড় 8.3 ডিগ্রি সেলসিয়াস
  • পুরুলিয়া 7 ডিগ্রি সেলসিয়াস
  • সটলেক 11.6 ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন 7.4 ডিগ্রি সেলসিয়াস
Intro:আজ মৌসুমের শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত কুড়ি ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে কলকাতায় হালকা কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার প্রভাব কেটে আকাশ পরিষ্কার হয়েছে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 দশমিক 9 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রী কম। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন 68% ও সর্বোচ্চ 99%।


Body:ঘন কুয়াশার সর্তকতা রয়েছে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় শিলা বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ তরাই ডুয়ার্সে জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নতুন বছরের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। ফের আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 30 শে ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা ফের আসতে চলেছে জম্মু-কাশ্মীরে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আবহাওয়ার ফেরারো একবার পরিবর্তন ঘটবে। নতুন বছরের দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের পশ্চিমের জেলা গুলোতে।


Conclusion:আজ কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে। উত্তরের জেলা গুলোর মধ্যে জলপাইগুড়ি মালদা ও 2 দিনাজপুরে কোল্ড ডে পরিস্থিতি থাকবে। আজ রাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝারগ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদিয়া হুগলি ও দক্ষিণ 24 পরগনাতে। আগামীকাল রোববার করলে পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি মালদা ও দুই দিনাজপুরে।


সর্বনিম্ন তাপমাত্রা
কোচবিহার 9.1
দার্জিলিং 1.6
জলপাইগুড়ি 8.2
কালিংপং 4
মালদা 9.5
শিলিগুড়ি 5
বালুরঘাট 9.2
আসানসোল 8.2
হুগলি 12
বাঁকুড়া 8.5
ব্যারাকপুর 10
বহরমপুর 10
বর্ধমান 8.3
ক্যানিং 11
ডায়মন হারবার 10
দীঘা 9.3
দমদম 10.8
হলদিয়া 11.1
কলাইকুন্ডা 8.6
কলকাতা 11.1
মেদিনীপুর 9.6
পানাগর 8.3
পুরুলিয়া 7
সটলেক 11.6
শ্রীনিকেতন 7.4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.