JEE-NEET পিছনোর দাবিতে আজ অবস্থান-বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের - তৃণমূল ছাত্র পরিষদ
কোরোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা পিছনোর দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পথে নেমে বিক্ষোভ দেখাবে তৃণমূল ছাত্র পরিষদ ।
কলকাতা, 28 অগাস্ট : JEE-NEET পরীক্ষার বিরোধিতা করে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর কোরোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা পিছনোর দাবিতে আজ পথে নামবে তৃণমূলের ছাত্র সংগঠন । প্রতিষ্ঠা দিবসে গান্ধিমূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে তারা।
কোরোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা পিছনোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আগেই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকও হয় ৷ কিন্তু, এত কিছু সত্ত্বেও পরীক্ষা না পিছনোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । যাকে কেন্দ্র করে বেজায় চটেছেন তৃণমূল নেত্রী । তাঁর নির্দেশে আজ পথে নেমে বিক্ষোভ দেখাবে তৃণমূল ছাত্র পরিষদ ।
আজই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । আর এই দিনেই পড়ুয়াদের স্বার্থরক্ষার জন্য গান্ধি মূর্তির পাদদেশে জমায়েত হয়ে অবস্থান-বিক্ষোভ করবেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । কার্যত পরীক্ষা পিছনোর দাবিতে আওয়াজ তুলবেন তাঁরা । আর তারপরই সংগঠনের প্রতিষ্ঠা দিবস ভার্চুয়ালি পালন করা হবে । সেখানে বক্তব্য পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।