ETV Bharat / city

TMCP Protest Against BJP : মমতাকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের ছাত্র সংগঠনের - tmcp protest against bjp in front of universities

এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP Protest in front of universities in kolkata) ৷

TMCP Protest in front of universities
বারাণসীতে মমতাকে কালো পতাকা দেখানোর পাল্টা প্রতিবাদ তৃণমূলের ছাত্র সংগঠনের
author img

By

Published : Mar 3, 2022, 10:44 PM IST

কলকাতা, 3 মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহর ছবি গঙ্গা জলে ভাসান দিয়ে সেই জলে পুজো করে প্রতিবাদ জানাল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP Protest Against BJP) ৷ বুধবার বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ । এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ৷

গানে প্রতিবাদে মুখর হয়ে ওঠে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির চত্বর ৷ তবে শুধু শহর কলকাতাতেই নয়, এদিন রাজ্যজুড়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ৷ কালো পতাকাও ছিল প্রতিবাদীদের হাতে ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহের পাশাপাশি যোগী আদিত্যনাথের ছবিও এদিন গঙ্গাজলে বিসর্জন দেন তৃণমূল সমর্থকরা ৷

আরও পড়ুন : মমতা নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন, কটাক্ষ তথাগতর

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন,"গতকাল বারাণসীতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ৷ এর প্রতিবাদের কোনও ভাষা আমার জানা নেই । মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নিতান্তই একটি ব্যক্তিগত কর্মসূচি যোগ দিয়ে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলেন ৷ কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না । সেখানে যাওয়ার সময় বিজেপি সমর্থকরা তাঁকে কালো পতাকা দেখায় ও 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে । আজ সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সবাই একত্রিত হয়েছি । আমরা মনে করি এই কালো পতাকা মুখ্যমন্ত্রীকে নয় একজন নারীকে দেখানো হয়েছে। বাংলার সম্মানকে দেখানো হয় । বাংলার প্রত্যেক মানুষের কাছে এটা লজ্জার বিষয় । তাই আমরা আজ এই ধিক্কার দিবস পালনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি।"

কলকাতা, 3 মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহর ছবি গঙ্গা জলে ভাসান দিয়ে সেই জলে পুজো করে প্রতিবাদ জানাল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP Protest Against BJP) ৷ বুধবার বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ । এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ৷

গানে প্রতিবাদে মুখর হয়ে ওঠে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির চত্বর ৷ তবে শুধু শহর কলকাতাতেই নয়, এদিন রাজ্যজুড়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ৷ কালো পতাকাও ছিল প্রতিবাদীদের হাতে ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহের পাশাপাশি যোগী আদিত্যনাথের ছবিও এদিন গঙ্গাজলে বিসর্জন দেন তৃণমূল সমর্থকরা ৷

আরও পড়ুন : মমতা নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন, কটাক্ষ তথাগতর

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন,"গতকাল বারাণসীতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ৷ এর প্রতিবাদের কোনও ভাষা আমার জানা নেই । মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নিতান্তই একটি ব্যক্তিগত কর্মসূচি যোগ দিয়ে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলেন ৷ কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না । সেখানে যাওয়ার সময় বিজেপি সমর্থকরা তাঁকে কালো পতাকা দেখায় ও 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে । আজ সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সবাই একত্রিত হয়েছি । আমরা মনে করি এই কালো পতাকা মুখ্যমন্ত্রীকে নয় একজন নারীকে দেখানো হয়েছে। বাংলার সম্মানকে দেখানো হয় । বাংলার প্রত্যেক মানুষের কাছে এটা লজ্জার বিষয় । তাই আমরা আজ এই ধিক্কার দিবস পালনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.