ETV Bharat / city

Partha Chatterjee: সরকারি কর্মী সংগঠন থেকে সরানো হোক পার্থর নাম ! আনুষ্ঠানিক ঘোষণা চাইছেন কর্মীরা - অর্পিতা মুখোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এবার সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্ব থেকেও আনুষ্ঠানিকভাবে তাঁকে সরানোর দাবি উঠছে ৷ কী বলছেন তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী ?

TMC Workers Union wants to remove Partha Chatterjee name from its leadership
Partha Chatterjee: সরকারি কর্মী সংগঠন থেকে সরানো হোক পার্থর নাম ! আনুষ্ঠানিক ঘোষণা চাইছেন কর্মীরা
author img

By

Published : Jul 31, 2022, 6:01 PM IST

কলকাতা, 31 জুলাই: নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়ে রাজ্য মন্ত্রিসভা এবং দলের সমস্ত পদ থেকে অপসারিত হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ৷ রাজ্যবাসীর চোখ এখন টাকার পাহাড় ও পার্থ-অর্পিতার (Arpita Mukherjee) সম্পত্তির দিকে ৷ এদিকে, পার্থকে কেন্দ্র করে দলের অন্দরেও অস্বস্তি বাড়ছে ৷ পার্থর অপসারণের জেরে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ শাখা কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে ৷ কারণ, এত দিন সেগুলি পরিচালনা করতেন পার্থই ৷ সংশ্লিষ্ট সংগঠনগুলির নেতা-নেত্রীরা চাইছেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়ের বদলে অন্য কারও নাম ঘোষণা করে, তাঁকে সেগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হোক ৷ বিশেষ করে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের কর্মীরা চাইছেন, যত দ্রুত সম্ভব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরকারি কর্মচারী ফেডারেশনের সমস্ত সংযোগ ছিন্ন করে ফেলা হোক !

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে দল এবং সরকারের সমস্ত পথ থেকে আগেই অপসারিত করা হয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা না করলেও আমরা ধরে নিচ্ছি, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় সরকারি কর্মচারী ফেডারেশনের দায়িত্বেও নেই ৷ তবুও আমরা চাই, এই সংগঠন থেকে তাঁর অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে দলের তরফ থেকে ঘোষণা করা হোক ৷ একইসঙ্গে, নতুন কাউকে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হোক ৷"

আরও পড়ুন: Partha Chatterjee: আমার কোনও টাকা নেই ! হাসপাতালে ঢোকার মুখে দাবি পার্থর

সূত্রের খবর, এমনিতেই সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রদানের প্রশ্নে তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশন একটু চাপে রয়েছে ৷ এই প্রেক্ষাপটে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হলে পার্থকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার ৷ এই যুক্তি মনোজও অস্বীকার করছেন না ৷ আর সেই কারণেই সংগঠনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পার্থর অপসারণ ঘোষণা করার দাবি তোলা হচ্ছে ৷

প্রসঙ্গত, 2016 সাল থেকেই সরকারি কর্মচারী ফেডারেশনের দায়িত্বে রয়েছেন পার্থ ৷ একটা সময় প্রদীপ বন্দ্য়োপাধ্য়ায় এই সংগঠনটি দেখতেন ৷ তাঁর প্রয়াণের পর সামগ্রিকভাবে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পার্থ ৷ কিন্তু, এখন পরিস্থিতি বদলে গিয়েছে ৷ পার্থর সঙ্গে জড়িয়ে থেকে কেউই আর নিজের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলতে রাজি নন ৷ সূত্রের খবর, শুধুমাত্র সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বেই বদল নয়, ঝাড়গ্রাম জেলা পর্যবেক্ষকের দায়িত্বেও নতুন মুখ আনা হতে পারে ৷ উল্লেখ্য, এই মুহূর্তে দলের আলাদা করে কোনও জেলা পর্যবেক্ষক না থাকলেও ঝাড়গ্রাম জেলার সাংগঠনিক কাজকর্ম দীর্ঘদিন ধরেই দেখতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এবার সেখানেও বদল আনার কথা ভাবা হচ্ছে ৷

কলকাতা, 31 জুলাই: নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়ে রাজ্য মন্ত্রিসভা এবং দলের সমস্ত পদ থেকে অপসারিত হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ৷ রাজ্যবাসীর চোখ এখন টাকার পাহাড় ও পার্থ-অর্পিতার (Arpita Mukherjee) সম্পত্তির দিকে ৷ এদিকে, পার্থকে কেন্দ্র করে দলের অন্দরেও অস্বস্তি বাড়ছে ৷ পার্থর অপসারণের জেরে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ শাখা কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে ৷ কারণ, এত দিন সেগুলি পরিচালনা করতেন পার্থই ৷ সংশ্লিষ্ট সংগঠনগুলির নেতা-নেত্রীরা চাইছেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়ের বদলে অন্য কারও নাম ঘোষণা করে, তাঁকে সেগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হোক ৷ বিশেষ করে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের কর্মীরা চাইছেন, যত দ্রুত সম্ভব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরকারি কর্মচারী ফেডারেশনের সমস্ত সংযোগ ছিন্ন করে ফেলা হোক !

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে দল এবং সরকারের সমস্ত পথ থেকে আগেই অপসারিত করা হয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা না করলেও আমরা ধরে নিচ্ছি, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় সরকারি কর্মচারী ফেডারেশনের দায়িত্বেও নেই ৷ তবুও আমরা চাই, এই সংগঠন থেকে তাঁর অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে দলের তরফ থেকে ঘোষণা করা হোক ৷ একইসঙ্গে, নতুন কাউকে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হোক ৷"

আরও পড়ুন: Partha Chatterjee: আমার কোনও টাকা নেই ! হাসপাতালে ঢোকার মুখে দাবি পার্থর

সূত্রের খবর, এমনিতেই সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রদানের প্রশ্নে তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশন একটু চাপে রয়েছে ৷ এই প্রেক্ষাপটে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হলে পার্থকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার ৷ এই যুক্তি মনোজও অস্বীকার করছেন না ৷ আর সেই কারণেই সংগঠনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পার্থর অপসারণ ঘোষণা করার দাবি তোলা হচ্ছে ৷

প্রসঙ্গত, 2016 সাল থেকেই সরকারি কর্মচারী ফেডারেশনের দায়িত্বে রয়েছেন পার্থ ৷ একটা সময় প্রদীপ বন্দ্য়োপাধ্য়ায় এই সংগঠনটি দেখতেন ৷ তাঁর প্রয়াণের পর সামগ্রিকভাবে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পার্থ ৷ কিন্তু, এখন পরিস্থিতি বদলে গিয়েছে ৷ পার্থর সঙ্গে জড়িয়ে থেকে কেউই আর নিজের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলতে রাজি নন ৷ সূত্রের খবর, শুধুমাত্র সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বেই বদল নয়, ঝাড়গ্রাম জেলা পর্যবেক্ষকের দায়িত্বেও নতুন মুখ আনা হতে পারে ৷ উল্লেখ্য, এই মুহূর্তে দলের আলাদা করে কোনও জেলা পর্যবেক্ষক না থাকলেও ঝাড়গ্রাম জেলার সাংগঠনিক কাজকর্ম দীর্ঘদিন ধরেই দেখতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এবার সেখানেও বদল আনার কথা ভাবা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.