ETV Bharat / city

TMC Cancel Nagaland Visit : বিমানবন্দরে আটকানোর আশঙ্কায় শেষ মুহূর্তে বাতিল তৃণমূলের নাগাল্যান্ড সফর

রবিবার জঙ্গি দমন অভিযান চলাকালীন সেনার গুলিতে বেশ কয়েকজন সাধারণ নাগাল্যান্ডবাসীর মৃত্যু হয় ৷ এই ঘটনা নিয়ে উত্তাল সারা দেশ ৷ সেই কারণেই আজ, সোমবার সেখানে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল ৷ কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল হল (TMC Cancel Nagaland Visit) ৷

tmc visit to nagaland cancel last minute due to fear of being stopped at airport
TMC Cancels MPs Nagaland Visit : বিমানবন্দরে আটকানোর আশঙ্কায় শেষমুহূর্তে বাতিল তৃণমূলের নাগাল্যান্ড সফর
author img

By

Published : Dec 6, 2021, 1:24 PM IST

Updated : Dec 6, 2021, 2:15 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : বিমানবন্দরে পৌঁছেও নাগাল্যান্ড যাওয়া হল না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের । শেষ মুহূর্তে সফর বাতিল করা হল দলের তরফে (TMC MPs Cancel Nagaland Visit) ৷ তৃণমূল সূত্রে খবর, তারা মনে করছে যে নাগাল্যান্ডের এখন যা পরিস্থিতি, তাতে তাদের প্রতিনিধিদের আটকে দেওয়া হতে পারে সেখানকার বিমানবন্দরেই (tmc visit to nagaland cancel last minute due to fear of being stopped at airport) ৷ তাই শেষ মুহূর্তে বাতিল করা দেওয়া হল সফর ৷

সোমবার কলকাতা বিমানবন্দরে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, আজ তৃণমূলের কর্মসূচি ছিল অসমের গুয়াহাটি বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে নাগাল্যান্ডের যেখানে ঘটনা ঘটেছিল (Nagaland Civilian Death), সেখানে পৌঁছে যাওয়া ।

গতকাল, রবিবার ঘটনার পরই এর কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তাঁরই নির্দেশে 5 জনের প্রতিনিধিদলে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব ।

জানা গিয়েছে, বিমানে ওঠার আগেই দল সিদ্ধান্ত নেয়, এই মুহূর্তে এই প্রতিনিধি দলকে নাগাল্যান্ডে পাঠানো হবে না । কারণ, সেখানকার অবস্থা খুবই খারাপ । আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে । ফলে তৃণমূলের প্রতিনিধি দলের দায়িত্ব সরকার নিতে রাজি হবে না । উল্টোদিকে তাদের হয়তো অসমের বিমানবন্দরে আটকে দেওয়া হতে পারে । সেখান থেকেই প্রতিনিধিদের বের হতে দেওয়া হবে না ।

তৃণমূল মনে করছে, সেক্ষেত্রে বলা হতে পারে তৃণমূলের প্রতিনিধিদল আসার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে । সে কারণে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে তারা এই সফর আপাতত স্থগিত রাখছে । পরিস্থিতির উন্নতি হলে অবশ্যই তারা আবার সেখানে যাবে ।

এদিকে এদিন বিকেলে এই প্রতিনিধি দলের সদস্যরা কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হবেন । সেখানে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন তাঁরা ।

আরও পড়ুন : Amit Shah to give statement on Nagaland : নাগাল্যান্ডের ঘটনায় সংসদের উভয়কক্ষে আজ বিবৃতি শাহের

ঘাসফুল শিবিরের দাবি, সবচেয়ে বড় কথা তৃণমূল কংগ্রেস, দলের উপর কোনও উস্কানিমূলক আচরণের দায় নিতে চায় না । তবে নাগাল্যান্ডে যে ঘটনা ঘটেছে তার কড়া নিন্দা করছে তৃণমূল । এবং নাগাল্যান্ডের মানুষের পাশেই থাকছে তারা ।

কলকাতা, 6 ডিসেম্বর : বিমানবন্দরে পৌঁছেও নাগাল্যান্ড যাওয়া হল না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের । শেষ মুহূর্তে সফর বাতিল করা হল দলের তরফে (TMC MPs Cancel Nagaland Visit) ৷ তৃণমূল সূত্রে খবর, তারা মনে করছে যে নাগাল্যান্ডের এখন যা পরিস্থিতি, তাতে তাদের প্রতিনিধিদের আটকে দেওয়া হতে পারে সেখানকার বিমানবন্দরেই (tmc visit to nagaland cancel last minute due to fear of being stopped at airport) ৷ তাই শেষ মুহূর্তে বাতিল করা দেওয়া হল সফর ৷

সোমবার কলকাতা বিমানবন্দরে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, আজ তৃণমূলের কর্মসূচি ছিল অসমের গুয়াহাটি বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে নাগাল্যান্ডের যেখানে ঘটনা ঘটেছিল (Nagaland Civilian Death), সেখানে পৌঁছে যাওয়া ।

গতকাল, রবিবার ঘটনার পরই এর কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তাঁরই নির্দেশে 5 জনের প্রতিনিধিদলে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব ।

জানা গিয়েছে, বিমানে ওঠার আগেই দল সিদ্ধান্ত নেয়, এই মুহূর্তে এই প্রতিনিধি দলকে নাগাল্যান্ডে পাঠানো হবে না । কারণ, সেখানকার অবস্থা খুবই খারাপ । আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে । ফলে তৃণমূলের প্রতিনিধি দলের দায়িত্ব সরকার নিতে রাজি হবে না । উল্টোদিকে তাদের হয়তো অসমের বিমানবন্দরে আটকে দেওয়া হতে পারে । সেখান থেকেই প্রতিনিধিদের বের হতে দেওয়া হবে না ।

তৃণমূল মনে করছে, সেক্ষেত্রে বলা হতে পারে তৃণমূলের প্রতিনিধিদল আসার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে । সে কারণে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে তারা এই সফর আপাতত স্থগিত রাখছে । পরিস্থিতির উন্নতি হলে অবশ্যই তারা আবার সেখানে যাবে ।

এদিকে এদিন বিকেলে এই প্রতিনিধি দলের সদস্যরা কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হবেন । সেখানে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন তাঁরা ।

আরও পড়ুন : Amit Shah to give statement on Nagaland : নাগাল্যান্ডের ঘটনায় সংসদের উভয়কক্ষে আজ বিবৃতি শাহের

ঘাসফুল শিবিরের দাবি, সবচেয়ে বড় কথা তৃণমূল কংগ্রেস, দলের উপর কোনও উস্কানিমূলক আচরণের দায় নিতে চায় না । তবে নাগাল্যান্ডে যে ঘটনা ঘটেছে তার কড়া নিন্দা করছে তৃণমূল । এবং নাগাল্যান্ডের মানুষের পাশেই থাকছে তারা ।

Last Updated : Dec 6, 2021, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.